এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১ ২ e লেবীয় পন পাপ ভোগ করিবে ও মরিবে ; আমিই তাহাদের পবিত্রকারী পরমেশ্বর।
- আর কোন অন্যজাতীয় লোক পবিত্র বস্তু ভোজন করিবে না, ফলতঃ যাজকের গৃহপ্রবাসী কিম্বা বেতনজীবী পবিত্র বস্তু ভোজন করিবে না। ** কিন্তু যাজক রূপা দিয়া যে কোন ব্যক্তিকে ক্রয় করিয়া থাকে, সে ভোজন করিবে ; এবং তাহার গৃহজাত লোকেরা তাহার অন্ন ভোজন করিবে । ** আর যাজকের কন্যা যদি অন্যজাতীয় লোকের সহিত বিবাহিত হয়, তবে সে পবিত্র দ্রব্যাদিরূপ উপহার ভোজন করিবে ; না । ** আর যাজকের যে কন্যা বিধবা কিম্ব ত্যক্ত হয়, সে যদি নিরপত্যা হইয়া থাকে, তবে পুনৰ্ব্বার আসিয়া বাল্যাবস্থার ন্যায় পিতৃগৃহে বাস করিয়া পিতার অন্ন ভোজন করিতে পারে, কিন্তু অন্যজাতীয় লোক তাহ ভোজন করিবে না।
- আর কেহ যদি অজ্ঞাতসারে পবিত্র বস্তু ভোজন করে, তবে সে সেই রূপ পবিত্র বস্তু ও তাহার পঞ্চমাংশ অধিক করিয়া যাজককে দিবে। * এই রূপে ইস্রারেল বংশ যে ২ পবিত্র বস্তু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করে, যাজকের তাহা সাধারণ করিবে না ; ** এবং পবিত্র বস্তু ভক্ষণকালে আপনাদিগকে দোষের দগু ভোগ করাইবে না ; কেননা আমিই তাহাদের পবিত্রকারী পরমেশ্বর।
- * অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, ఫి tr তু হারোণকে ও তাহার পুত্রগণকে ও ইস্রায়েলের তাবৎ বKশকে কহ, ও তাহাদিগকে এই কথা বল, ইস্রায়েল বংশের কোন ব্যক্তি কিম্বা তাহাদের মধ্যে প্রবাসকারি কোন লোক যখন পরমেশ্বরের উদ্দেশে মানতপূৰ্ব্বক কিম্বা স্বেচ্ছাপূৰ্ব্বক কোন উপহার আনে, তখন যদি পরমশ্বরের উদ্দেশে হোমবলি উৎসর্গ করে, ** তবে সে গ্রাহ্য হওনের নিমিত্তে গোরুর কিম্বা মেষের কিম্ব ছাগের মধ্যহইতে নির্দোষ পুখপস্ত উৎসর্গ করবে। ২° তোমরা সদোষ কিছু নিবেদন করিও না, কেননা তাহ তোমাদের জন্যে গ্রাহ্য হইবে না। " - এব% কোন লোক যদি মানতসিন্ধ্যর্থে কিম্বা স্বেচ্ছাদৰ উপহারার্থে গোরু কিম্বা মেষাদি পালহইতে মঙ্গলার্থক বলি উৎসর্গ করে, তবে তাহ গ্রাহ্য হওনের জন্যে নির্দোষ হইবে ; তাহাতে কোন দোষ থাকিবে না । ** আর অন্ধ কি ভগ্ন কি ছিন্ন কি আবযুক্ত কি স্থিত্রযুক্ত কি পামাযুক্ত হইলে তোমরা পরমেশ্বরের উদ্দেশে তাহা নিবেদন করিও না, এবং তাহার কিছুই পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত উপহাররূপে বেদিতে স্থাপন করিও না। &* এবং অধিকাঙ্গ ও হীনাঙ্গ বৃয কিম্বা মেষের বৎস স্বেচ্ছাতে
120 ২৩ অধ্যায় । পুস্তক। [ উৎসগ করিতে পার, কিন্তু মানতের কারণ তাহ গ্রাহ্য হইবে না। " আর মন্দিত কিম্বা পিষিত কিম্বা ভগ্ন কিম্ব ছিন্নমুম্বক কিছুই পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করিব না ; এব^ তোমাদের দেশে এ প্রকার হইবে না। &* আর বিদেশির হস্তহইতেও এ সকলের মধ্যে কিছু লইয়া ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্যরূপে নিবেদন করিব না, কেননা তাহার অঙ্গের নাশ আছে, সুতরা তাহার মধ্যে দোষ আছে ; তাহা তোমাদের জন্যে গ্রাহ্য হইবে না।
- অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, গোরু ও মেষ ও ছাগল জন্মিলে পর সাত দিন পর্যন্ত মাতার সহিত থাকিবে, পরে অষ্টম দিবসাবধি তাহা পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত উপহারের নিমিত্তে গ্রাহ্য হইবে। ২৮ গোরু কিম্বা মেষ হউক, তাহাকে ও তাহার বৎসকে এক দিনে বধ করিব না ।
- তোমরা যে সময়ে পরমেশ্বরের উদ্দেশে প্রশ৭ সার্থক বলি উৎসর্গ করিব, তৎকালে গ্রাহ্য হওনের জন্যে তাহ উৎসর্গ করিবা৷ ” সেই দিনে তাহ ভোজন করিতে হইবে ; তোমরা প্রাতঃকাল পর্যন্ত তাহার কিছু অবশিষ্ট রাখিব না ; আমিই পরমেশ্বর। ** তোমরা অামার আজ্ঞা মান্য করিয়া পালন করিবা ; আমিই পরমেশ্বর । ** এবং তোমরা আমার পবিত্র নাম অপবিত্র করিব না, কিন্তু আমি ইস্রায়েল ব^শের মধ্যে পবিত্ররূপে মান্য হইব ; আমই তোমাদের পবিত্রকারী পরমেশ্বর । ** তোমাদের ঈশ্বর হইবার জন্যে মিসরদেশহইতে তোমাদিগকে বাহির করিলাম ; আমিই পরমেশ্বর ।
২৩ অধ্যায় । ১ পরমেশ্বরের পর্ব, ৩ অর্থাৎ বিশ্রামবার, ৪ ও নিস্তারপর্ব, ৯ ও প্রথম শস্যের আটি উৎসর্গ, ১৫ ও পঞ্চাশত্তমীর উৎসব, ২২ ও পতিত শস্য কুড়াওনে নিষেধ, ২৩ ও তুরীবাদ্যের উৎসব, ২৬ ও প্রায়শ্চিত্তাদির দিন নিরূপণ, ৩৩ ও কুটীরে বাস করণের উৎসব ।
- অনন্তর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি ইস্রায়েল বংশকে কহ ও তাহাদিগকে এই কথা বল, তোমরা পবিত্র সভা ঘোষণা করিয়া পরমেশ্বরের যে সকল পৰ্ব্ব করিব, আমার সেই সকল পৰ্ব্ব এই ৷ -
- তোমরা ছয় দিন আপন ২ কর্ম করিবা, কিন্তু সপ্তম দিবস পবিত্র সভার বিশ্রামদিন হইবে, সেই দিনে কোন কর্ম করিব না ; সে তোমাদের সকল নিবাসে পরমেশ্বরের উদ্দেশে বিশ্রামদিন হইবে।