寧 ১ ২ ৪ তিন বৎসরের উপযুক্ত শস্য উৎপন্ন হইবে। ** এব^ তোমরা অষ্টম বৎসরে বপন করিব, ও নবম বৎসর পর্যন্ত পুরাতন শস্য ভোজন করিব ; যাবৎ তাহার ফল না হয়, তাবৎ পুরাতন শস্য ভোজন করিব11 ২৩ আর দেশের ভূমি সদাকালের নিমিত্ত্বে বিক্রীত হইবে না, কেননা সে আমারই ভুমি ; তোমরা আমার সহিত অতিথি ও প্রবাসী আছি। ২° তোমরা আপনাদের অধিকৃত দেশের সৰ্ব্বত্র ভূমি মুক্ত করিতে দিব। ২° তাহাতে তোমার ভুতি যদি দরিদ্র হইয়া আপন অধিকারের কিঞ্চিৎ বিক্রয় করে, তবে তাহার নি. কটস্থ জ্ঞাতি আসিয়া আপন ভাতার বিক্রীত ভূমি মুক্ত করিয়া লইবে। ২° এবং যদি তাহ মুক্ত করিতে তাহার কেহ না থাকে, কিন্তু আপনি মুক্ত করিতে পারে, তবে সে তাহার। বিক্রয়ের বৎসর গণনা করিয়া তদনুসারে ক্রেতাকে অবশিষ্ট মূল্য দিবে ; তাহাতে তাহ পুনৰ্ব্বার তাহার অধিকৃত হইবে। ২৮ কিন্তু যদি সে তাহীকে ফিরিয়া দিতে না পারে, , তবে সেই বিক্রীত অধিকার মহোৎসবের বৎসর পর্যন্ত ক্রেতার হস্তে থাকিবে মহোৎসববৎসরে তাহ মুক্ত হইবে, এবং পুনৰ্ব্বার তাহার অধিকৃত হইবে। ংশ আর যদি কেহ প্রাচীরবেষ্টিত নগরের মধ্যস্থিত বাসগৃহ বিক্রয় করে, তবে সে বিক্রয়বৎসরের শেষ পর্যন্ত তাহ মুক্ত করণের অধিকারী থাকে, অর্থাৎ এক বৎসরের মধ্যে তাহা মুক্ত করিতে পারে। “ কিন্তু যদি সম্পূর্ণ এক বৎসরের মধ্যে তাহা মুক্ত না হয়, তবে প্রাচীরবেষ্টিত নগরে স্থিত সেই গৃহ পুরুষপরম্পরাতে ক্ৰয়কৰ্ত্তার নিত্য অধিকার হইবে ; তাহা মহোৎবের বৎসরে মুক্ত হইবে না । ** কিন্তু প্রাচীরহীন গ্রামে স্থিত যে গৃহ, তাহ ভূমির মধ্যে গণ্য হইবে ; তাহ মুক্ত হইতে পারে, এবৎ মহোৎসবে তাহ মুক্ত হইবে। ** কিন্তু লেবিদের যে ২ নগর ও তাঁহাদের অধিকৃত নগরের যে ২ গৃহ, তাহ মুক্ত করণের অধিকার লেবিদের পক্ষে নিত্যস্থায়ী হইবে। ** যদি কেহ লেবিদের হইতে ক্রয় করে, তবে সেই বিক্রীত গৃহ ও তাহার অধিকারস্থ নগর মহোৎসবে মুক্ত হইবে ; কেননা ইসুয়েল ব৭শের মধ্যে লেবিদের নগরস্থ গৃহ সকল তাহাদের অধিকার । * আর তাহাদের নগরের প্রান্তরভূমি বিক্রীত হইবে না; কেননা তাহাই তাহাদের নিত্য অধিকার । m
- আর তোমার ভুতি যদি দরিদ্র 変エ。 কিম্ব তোমার নিকটে ক্ষীণধন হয়, তবে সে
|24 লেবীয় পুস্তক। [২৫ অধ্যায় । বিদেশী কিম্বা প্রবাসী হইলেও ভূমি তাহার উপকার করিব ; তাহাতে সে তোমার সহিত জীবন ধারণ করবে। -- এবথ তুমি তাহাহইতে সুদ কিম্বা বৃদ্ধি লইব না, কিন্তু আপন ঈশ্বরকে ভয় করিয়া তোমার ভাতাকে তোমার সহিত জীবন ধারণ করিতে দিব। ৩১ জুমি সুদ বিনা আপন টাকা তাহাকে দিবা, ও বৃদ্ধি বিনা আপন অন্ন তাহাকে ধার দিবা । ৩৮ যিনি তোমাদিগকে কিনানদেশ দেওনার্থে ও তোমাদের ঈশ্বর হওনার্থে তোমাদিগকে মিসরদেশহইত্তে । বাহির করিয়া আনিলেন, তোমাদের সেই প্রভূ পরমেশ্বর আমি ।
- আর তোমার ভুতি যদি দরিদ্র হইয়া তোমার নিকটে বিক্রীত হয়, তবে তুমি তাহাকে দাসের ন্যায় শ্রম করাইও না। * ° সে বেতনজীবি ভূতের ন্যায় কিন্তু প্রবাসির ন্যায় তোমার সঙ্গে বাস করিয়া মহোৎসব বৎসর পর্যন্ত তোমার সেবা করিবে। ° * পরে সে অাপন বালকগণের সহিত তোমার নিকটহইতে মুক্ত হইয়া আপন গোষ্ঠীর কাছে ফিরিয়া যাইবে, ও আপন পৈতৃকাধিকারে ফিরিয়া যাইবে । *২ কেননা তাহারা মিসরদেশহইতে আমাকর্তৃক উদ্ধৃত আমার দাস ; অতএব তাহারা দাসের ন্যায় বিক্রীত হইবে না। "° ও তুমি তাহার উপরে কঠিন শাসন করিব না, কিন্তু আপন ঈশ্বরকে ভয় করিব। • ° চতুৰ্দ্দিকস্থিত ভিন্ন জাতিদিগের মধ্যহইতে তোমাদের দাস ও দাসী হইবে, তাহাদেরই হইতে দাস ও দাসী ক্রয় করিব । ** এবথ তোমাদের মধ্যে প্রবাসি বিদেশীয় ব^শদের হইতে, এব^ তোমাদের দেশে তাহাদের হইতে উৎপন্ন তোমাদের সহবৰ্ত্তি লোকদের পরিজনহইতেও ক্রয় করিবা, এব^ তাহারা তোমাদের অধিকার হইবে । * * তোমরা আপন ২ সন্তানদের অধিকারের নিমিত্তে তাহাদিগকে দিতে পার, এবণ, নিত্য আপনাদের দাসতন্ত্রকর্ম তাহাদিগকে করাইতে পার ; কিন্তু আপন ভুতো ইসুয়েল বংশীয়দের উপরে কঠিন শাসন করিব না।
° ? অার যদি তোমাদের মধ্যে কোন প্রবাসি কিম্বা বিদেশি লোক ধনবান হয়, এবং নিকটবৰ্ত্তি তোমার ভুতি দরিদ্র হইয়। সেই প্রবাসি কিম্বা বিদেশির কিম্বা বিদেশিসন্তানদের কাছে বিক্রীত হয় ; ** তবে সেই বিক্রয়ের পরে তাহার মোচন হইতে পারিবে ; তাহার জ্ঞাতিয় মধ্যে কেহ তাহাকে মুক্ত করিতে পারিবে। ** অর্থাৎ তাহার পিতৃব্য কিম্বা পিতৃব্যের পুত্ৰ তাহাকে মুক্ত কfরবে, কিন্তু তাহার বংশজ পরিবারের কেহ তাহাকে মুক্ত করিবে ; আর