২৬ অধ্যায় ] ! ষদ্যপি সে আপনি সমর্থ হয়, তবে আপনাকে মুক্ত করবে। ** তাহাতে তাহার বিক্রয়বৎসরাবধি মহোৎসববৎসর পর্যন্ত ক্রেতার সহিত গণনা হইলে বৎসরের সংখ্যানুসারে তাহার মূল্য হইবে বেতনঞ্জীবির দিনের ন্যায় তাহার দাসতত্বকাল হইবে। ** যদি অনেক বৎসর অবশিষ্ট থাকে, তবে র সে ক্রয়মূল্যহইতে আপনার উদ্ধারের মূল্য ফিরাইয়। দিবে। * আর যদি মতোৎসব বৎসর পর্যন্ত অলপ বৎসর অবশিষ্ট থাকে, তবে সে তাহার সহিত গণনা করিয়া সেই ২ বৎসরানুসারে আ• পনার উদ্ধারের মূল্য ফিরাইয় দিবে। ** বৎসরবৈতনিক ভূত্যের ন্যায় সে তাহার সহিত থাকিবে ; তোমাদের সাক্ষাতে তাহার উপরে কেহ কঠিন শাসন করিবে না। ** আর যদি সে ঐ সকল বৎসরে মুক্ত না হয়, তবে মহোৎসববৎসরে আপন সন্তানগণের সহিত মুক্ত হইয়। যাইবে । ** কেননা ইসুয়েল বংশ আমারই দাস ; তাহারা আমাকর্তৃক মিসর হইতে উদ্ধৃত আমারই দাস ; আমি তাহীদের প্রভু পরমেশ্বর। ২ ৬ অধ্যায় ৷ ১ প্রতিমাপূজার নিষেধ, ও ও অজ্ঞাপালনে আশীবর্বাদের বিবর ৪, ১৪ ও অডিালজনে অভিশাপের বিবরণ, ৪ • ও পাপ প্রযুক্ত খেদান্বিত লোকদের মঙ্গলের প্রতিউর ।
- তোমরা আপনাদের জন্যে দেবতা কল্পনা করিও না, এবং খোদিত প্রতিম কিম্বা দণ্ডায়মান বিগ্রহ স্থাপন করিও না, ও তাহার সম্মুখে দংশুবৎ হইবার নিমিত্তে তোমাদের দেশে কোন খোদিত প্রস্তর রাখিও না ; কেননা আমিই তোমাদের প্রভু পরমেশ্বর। ২ তোমরা আমার বিশ্রামবার পালন করা, ও আমার পবিত্র স্থানের সভূম কর, আমিই পরমেশ্বর।
- যদি তোমরা আমার বিধানুসারে চল, ও আমার আজ্ঞ মান ও তাহা পালন কর, " তবে আমি উপযুক্ত কালে তোমাদিগকে বৃষ্টি দান করিব ; তাহাতে ভূমি নানা শস্য উৎপন্ন করিবে, ও ক্ষেত্রের বৃক্ষগণ আপন ২ ফলেতে ফলবান হইবে । * এবং তোমাদের শস্যমদনকাল দ্রাক্ষাচয়নকাল পর্যন্ত থাকিবে, ও Fকাল বীজবপনকাল পর্যন্ত থাকিবে ; এবং তোমরা তৃপ্ত হওন পর্যন্ত অন্ত্র ভোজন করিব ও নিষ্কণ্টকে নিজ দেশে বাস করিব। - এবং আমি দেশে শান্তি প্রদান করিব ; তোমরা শয়ন করিলে কেহ তোমাদিগকে ভয় দেখাইবে না ; এবং তোমাদের দেশহইতে হিংসু জন্তুদিগকে দূর করিব ; ও তোমাদের দেশে খড়গ ভুমণ করি
লেবীয় পুস্তক। ১২৫ - বে না। " এবং তোমরা আপনাদের শত্ৰুগণকে তাড়না করিয়া দূর করিব, ও তাহার তোমাদের সম্মুখে খড়গে পতিত হইবে। ৮ ও তোমাদের পাঁচ জন অন্য এক শত জনকে তাড়াইয়া দিলে, ও তোমাদের এক শত জন অন্য দশ সহস লোককে তাড়াইয়া দিবে, এবং তোমাদের শত্ৰুগণ তোমাদের সম্মুখে খড়গে পতিত হইবে। - এবং আমি তোমাদিগকে অনুগুহ করিব, ও বৃদ্ধি করিয়া তোমাদিগকে বহুগোষ্ঠী করিব, ওঁ তোমাদের সহিত আপন নিয়ম স্থির করিব । ** এবং তোমরা সঞ্চিত পুরাতন শস্য ভোজন করিব, ও নূতন স্থাপনার্থে পুরাতন শস্য বাহির করিয়া আনিব৷ ** এবং আমি তোমাদিগকে ঘৃণা না করিয়া তোমাদের মধ্যে আপন আবাস রাখিব। ** এবং তোমাদের মধ্যে গমনাগমন করিয়৷ তোমাদের ঈশ্বর হইব, ও তোমরা আমার প্রজা হইব। * আমিই তোমাদের প্রভু পরমেশ্বর ; আমি মিসরদেশহইতে তোমাদিগকে বাহির করিয়া আনিলাম, তোমাদিগকে আর তাহাদের দাস হইতে দিব না ; আমি তোমাদের র্যোয়ালিবন্ধন ভাঙ্গিয়া উৰ্দ্ধমন্তকে তোমাদিগকে গমন করাইলাম।
- কিন্তু যদি তোমরা আমার কথাতে মনোযোগ না করিয়া আমার এই সকল আজ্ঞা পালন না কর, ** ও আমার বিধি অবজ্ঞা কর, ও আমার রাজনীতি তুচ্ছ করিয়া আমার আজ্ঞা পালন না করিয়া আমার নিয়ম লঙ্ঘন কর, ** তবে আমি তোমাদের প্রতি এই রূপ ব্যবহার করিব ; আমি তোমাদের প্রতি নেত্ৰক্ষীণতাজনক ও হৃৎপীড়াদায়ক আশঙ্কা ও যক্ষা ও কম্পজবর নিরূপণ করিব ; এবও তোমাদের বীজ বপন বৃথা হইবে, কেননা তোমাদের শত্ৰুগণ তাহা ভক্ষণ করিবে । ** এবং আমি তোমাদের প্রতি বিমুখ হইব ; তাহাতে তোমরা শজুগণের আগে আহত হইবা, ও তোমাদের বৈরিগণ তোমাদের উপরে কতৃৰ্তত্ব করিবে, এবং কেহ তোমাদিগকে না তাড়াইলেও তোমরা পলায়ন করিব । ৮ এই রূপ ঘটিলেও যদি তোমরা আমার কথাতে মনোযোগ না কর, তবে আমি তোমাদের পাপ প্রযুক্ত তোমাদের প্রতি ইহার সাত গুণ অধিক দণ্ড দিব। -- এবং তোমাদের পরাক্রমের গৰ্ব্ব খৰ্ব্ব করিব, ও তোমাদের আকাশ লৌহের মত ও ভূমি পিত্তলের মত করিব। ২° এবং তোমাদের পরিশ্রম নিফল হইবে, কেননা তোমাদের ভূমি শস্য উৎপন্ন করিবে না, গু ক্ষেত্রের বৃক্ষ ফলবান হইবে না। **তথাপি তোমরা যদি আমার বিপরীত আচরণ কর,
125