২ অধ্যায় ।] শতি বৎসর বয়স্ক অবধি যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের মস্তক ও নাম গণনাতে শিমিয়োন বংশের গণিত লোকের উনষষ্টি সহসু, তিন শত खान्र झंल् ॥
- আর গাদ বংশের পিতৃবংশানুসারে ও কুলানুসারে এই সAখ্যানির্ণয়। ২* বিংশতি বৎসর বয়স্ক অবধি যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম গণনাতে গাদৃ বংশের গণিত লোকের পয়তাল্লিশ সহস্র ছয় শত পঞ্চাশ জন হইল।
২° আর যিহুদী বংশের পিতৃবংশানুসারে ও কুলানুসারে এই সংখ্যানির্ণর। ২ বিংশতি বৎসর বয়স্ক অবধি যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম গণনাতে যিহুদী বংশের গণিত লোকেরা চোয়াত্তর সহস্র ছয় শত জন হইল। ২৮ আর ইষাথর বংশের পিতৃবংশানুসারে ও কুলানুসারে এই সংখ্যানির্ণয়। ২১ বিংশতি বৎসর বয়স্ক অবধি যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম গণনাতে ইষাথর বংশের গণিত লোকের চোয়াম সহস্ৰ চারি শত জন হইল।
- আর সিৰূলুন বংশের পিতৃবংশানুসারে ও কুলানুসারে এই সংখ্যানির্ণয় বিংশতি বৎসর বয়স্ক অবধি যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম গণনাতে সিবুলুন বংশের গণিত লোকেরা সাতান্ন সহস্ৰ চারি শত জন হইল।
- আর মূষফের সন্তানদের মধ্যে ইফুয়িম বংশের পিতৃবংশানুসারে ও কুলানুসারে এই সAখ্যানিণয় । ** বিখশতি বৎসর বয়স্ক অবধি যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম গণনাতে ইফুয়িম বংশের গণিত লোকের চল্লিশ সহসু, পাচ শত ডান হইল। .
- আর মিনশি বংশের পিতৃবংশানুসারে ও কুলানুসারে এই সংখ্যানির্ণয়। “ বিংশতি বৎসর বয়স্ক অবধি যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম গণনাতে মিনশি বংশের গণিত লোকেরা বত্ৰিশ সহস্র দুই শত জন হইল।
- আর বিনামীন বংশের পিতৃবংশানুসারে ও কুলানুসারে এই সংখ্যানির্ণয়। ৩ বিংশতি বৎসর বয়স্ক অবধি যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম গণনাতে বিন্যামীম্ বংশের গণিত লোকেরা পয়ত্রিশ সহস্ৰ চারি শত জন হইল।
- আর দান বংশের পিতৃবংশানুসারে ও কুলানুসারে এই সংখ্যানির্ণয়। -- বিংশতি বৎসর বয়স্ক অবধি যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম গণনাতে দান বংশের গণিত লোকেরা বাষট্টি সহসু সাত শত জন হইল। -
• • আর আশের বংশের পিতৃবংশানুসারে ও কুলানুসারে এই সংখ্যানির্ণয়। ** বিংশতি বৎসর বয়স্ক অবধি যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরু 岛 গণনাপুস্তক। 》象、动 ষের নাম গণনাতে আশের বংশের গণিত লোকের একচল্লিশ সহস্র পাঁচ শত জন হইল।
- আর নস্তালি বংশের পিতৃবংশানুসারে ও কুলানুসারে এই সংখ্যানির্ণয়। ** বিংশতি বৎসর বয়স্ক অবধি যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম গণনাতে নপ্তালি বংশের গণিত লেtকের তিপান্ন সহস্ৰ চারি শত জন হইল।
- এই সকল লোকের মূসা ও হারোণকর্তৃক, এবং এক ২ পিতৃবংশের এক ২ জন, ইসুয়েল বংশের এমত বারো জন অধ্যক্ষ কর্তৃক গণিত . হইল। ** ইসুয়েলবংশীয় তাবৎ পিতৃবংশের মধ্যে বিংশতি বৎসর বয়স্ক অবধি যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষ গণিত হইলে গণিত লোকদের সংখ্যা ছয় লক্ষ তিন সহস্ৰ পাঁচ শত পঞ্চাশ ছিল। .
- লেবীয়েরা আপন ২ পিতৃবংশানুসারে তাহাদিগের মধ্যে গণিত হইল না । * ৮ কেননা পরমেশ্বর মূসাকে কহিয়াছিলেন, “ তুমি কেবল লেবি বংশের গণনা করিও না, এবং ইসায়েল বংশের মধ্যে তাহাদের সংখ্যা লইও না। ** কিন্তু সাক্ষ্যের আবাস ও তাহার সকল পাত্র ও তাঁহার সমস্ত দ্রব্য বিষয়ে লেৰীয়দিগকে নিযুক্ত করিও । তাহারা আবাস ও তাঁহার সমস্ত পাত্র বহিবে ও তাহার সেবা করিবে, ও অাবাসের চারি দিগে আপন শিবির স্থাপন করিবে। * ১ এবং আবাস লইয়া যাওন সময়ে লেবীয়েরা তাহা নামাইবে ; ও অবিসি স্থাপনের সময়ে লেবীয়েরা তাহ উঠাইবে, এবং অন্যবংশীয়েরা তাহার নিকটে গেলে হত হইবে ইসায়েল বংশ আপন ২ সৈন্যানুসারে শিবির করিয়া আপন ২ ধ্বজার সমীপে বাস করিবে। ** কিন্তু ইসুয়েল বংশের মণ্ডলীর প্রতি যেন ক্ৰোধ না ঘটে, এই নিমিত্তে লেবীয়ের সাক্ষ্যের আবাসের চতুদিগে আপন শিবির স্থাপন করিবে, এব^ লেবীয় লোকের সাক্ষ্যের আবাস রক্ষা করিবে। ** পরে ইদ্রায়েল বংশ মূসার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে সমস্ত কর্ম করিল ; সকলি সেই রূপ করিল।
২ অধ্যায়। ইস্রায়েল বংশের শিবির স্থাপনের নিয়ম। • অনন্তর পরমেশ্বর মূসাকে ও হারোণকে কহিলেন, ২ ইস্রায়েল বংশের প্রত্যেক জন আপন ২ পিতৃৰথশের চিহ্নস্বরূপ ধ্বজার নিকটে শিবির স্থাপন করিবে ; তাহারা মণ্ডলীর আবাসের সমীপে চতুদিগে শিবির স্থাপন করবে। ও পূৰ্ব্বদিগে অর্থাৎ সূৰ্যোদয়দিগে যিহুদার শিবিরস্থ ধ্বজার অনুগামি লোকেরা আপন ২ 129