পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায়।] কথা কহিলেন, সেই দিবসে হারোণের ও মূসার এই বংশাবলি। ই হারোণের পুত্ৰগণের এই নাম ঃ প্রথমজাত নাদব, পরে অবস্থ ও ইলিয়াসর ও ঈথামর। ৩ এই সকল হারোণ বKশীয় অভিষিক্ত এবং যাজকতাপদে নিযুক্ত যাজকদের নাম কিন্তু নাদব ও অবহু সীনয় প্রান্তরে পরমেশ্বরের উদ্দেশে সাধারণ অগ্নি নিবেদন করিলে পরমেশ্বরের সম্মুখে প্রাণত্যাগ করিল ; তাহাদের সন্তান ছিল না ; তাহাতে কেবল ইলিয়াসব ও ঈথামর আপনি পিতা হারোণের সাক্ষাতে যাজন ক্রিয়া করিল।

  • অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, “ তুমি লেবিবংশকে আনিয়া হারোণ যাজকের সম্মুখে উপস্থিত কর । তাহার। তাহার পরিচর্য্য করবে। * এবং আবাসের সেবার্থে মণ্ডলীর আবাসের সম্মুখে তাহার ও সমস্ত মণ্ডলীর পালনীয় পালন করিবে । ৮ এবx আবাসের সেবার্থে মণ্ডলীর আবাসের সমস্ত পাত্র ও ইসায়েল বংশের রক্ষণীয় রক্ষা করিবে। - এবং তুমি লেবিদিগকে হারোণের ও তাহার পুত্ৰগণের হস্তে প্রদান করিব ; কেননা তাহারা দত্ত লোক, অর্থাৎ ই সুয়েল বংশের মধ্যহইতে তাহার প্রতি দত্ত লোক৷ ” এবং তুমি হারোণকে ও তাহার পুত্রগণকে আদেশ করিব, ও তাহার। আপনাদের যাজকতরপদ রক্ষা করিবে ; অন্যজাতীয় যে কেহ নিকটবৰ্ত্তী হইবে, সে হত হইবে।
    • অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, দেখ, আমি ইস্রায়েল বংশের সমস্ত প্রথমজাত গৰ্ভফলের পরিবৰে তাহাদের মধ্যহইতে লেবিদিগকে গ্রহণ করিলামঃ অতএব লেবিরাই আমার হইল। ** কেননা প্রথমজাত সকল আমার হইয়াছে ; যে দিনে আমি মিসরদেশে সমস্ত প্রথমজাতকে প্রহার করিলাম, সেই দিনে মনুষ্যাবধি পশু পর্যন্ত ইসুয়েল বংশের সমস্ত প্রথমজাতকে আমার উদ্দেশে পবিত্র করিয়াছিলাম ; অতএব তাহা আমারই হইল ; আমিই পরমেশ্বর ।
    • পরে সীনয় প্রান্তরে পরমেশ্বর মূসাকে কহিলেন, “ তুমি আপন ২ পিতৃবংশানুসারে ও কুলানুসারে লেবি বংশকে গণনা কর এক মাসের অধিক বয়স্ক সমস্ত পুরুষকেই গণনা কর। তাহাতে মূসা পরমেশ্বরের উক্ত আজ্ঞানুসারে তাহাদিগকে গণনা করিল। ’’ লেবির পুত্রদের নাম গেশোন ও কিহৎ ও মিরারি। * এবং আপন ২ কুলানুসারে গেশোনের সন্তানদের নাম লিবনি ও শিমিয়ি। ** এবং আপন ২ কুলানুসারে কিহাতের সন্তানদের নাম অমুাম ও মিষহর ও হিন্ত্রোণ ও উর্ষীয়েল। ** এবং আপন ২ কুলানুসারে মিরারির সন্তানদের নাম

- s 2 গণনাপুস্তক। Y SO Y মহলি ও মূশি ; এই সকল পিতৃবংশানুসারে লেবিদের কুল। ং • ঐ গেশোনহইতে লিবনি বxশ ও শিমিয়ি বKশ উৎপন্ন হইল ; ইহার গেশোনীয় বংশ । ** তখন এক মাসের অধিক বয়স্ক সমস্ত পুরুষকে গণনা করিলে তাহারা সRখ্যাতে সাত সহস পাচ শত জন হইল। ২৩ এবং গেশোনীয় বংশ পশ্চিমদিগে আবাসের পশ্চাদ্ধাগে শিবির স্থাপন করিত। " এবং লায়েলের পুত্র ইলীয়াসফ গেশোনীয়দের পিতৃবংশের প্রধান লোক ছিল। ২৭ এর২ আবাস ও তাম্বু ও তাহার আচ্ছাদন ও মণ্ডলীর আবাসদ্বারের আচ্ছাদনবস্ত্র, ** ও প্রাঙ্গণের যবনিকা সকল, এবx আবাসের ও বেদির চতুৰ্দ্দিকুস্থিত প্রাঙ্গণের দ্বারের আচ্ছাদনবস্ত্র ও তাবৎ সেবার্থক রজজু, মণ্ডলীর আবাস সম্বন্ধীয় এই সকল বস্ত্র গেশোনীয় বংশের হস্তগত হইল ।

  • আর কিহা হইতে অমূমীিয় বংশ ও যিষহরীয় বখশ ও হিন্ত্রোণীয় বখশ ও উর্ষীয়েলীয় বংশ উৎপন্ন হইল ; এ সকলেই কিহাৰ্তীয় বংশ। ২৮ ইহাদের মধ্যে এক মাসের অধিক বয়স্ক আট সহসু ছয় শত পুরুষ পবিত্র স্থানের রক্ষক হইল। - খ - এই কিহাৰ্তীয় বKশ দক্ষিণ দিগে অাবাসের পাশ্বে শিবির স্থাপন করিত। “ এবং উর্ষীয়েলের পুত্র ইলীষাফন কিহাতীয়দের পিতৃবংশের প্রধান লোক ছিল। ’ এবং সিন্দুক ও মেজ ও দীপবৃক্ষ ও দুই বেদি ও পবিত্র স্থানের সেবার্থক পাত্র ও বিচ্ছেদবস্ত্র ও তৎসম্বন্ধীয় সকল দ্রব্য, এই সকল তাহাদের গন্তগত হইল। ৩২ এবং হারোণ যাজকের পুত্র ইলিয়াসর লেবি বংশের প্রধান হইয়া পবিত্র স্থানের রক্ষকদের উপরে কতৃৰ্তর করিল।
  • আর মিরারি হইতে মহলীয় ও মুশীয় বKশ উৎপন্ন হইল ; তাহারা মিরারীয় ব^শ। * ঐ ব^শের এক মাসের অধিক বয়স্ক পুরুষ গণিত হইলে সAখ্যাতে ছয় সহসু, দুই শত লোক হইল। ** এবং অবীহয়িলের পুত্র সুরীয়েল মিরারি বংশের পিতৃগৃহের প্রধান হইল, ও তাহারা আবাসের উত্তরপাশ্বে শিবির স্থাপন করিত। ৩১ এবং আবাসের তত্তল ও অগল ও স্তন্ড ও চুঙ্গি ও তাহার সমস্ত পত্রি ও সেবাথক সমস্ত দ্রব্য ও প্রাঙ্গণের চতুৰ্দ্দিকস্থিত স্তম্ভ ও তাহার ছুঙ্গি ও গোজ ও রজজু, এই সকল রক্ষার্থে মিরারি সন্তানদের হস্তগত হইল। ৩৮ মূসা ও হারোণ ও তাহার পুত্ৰগণ মণ্ডলীর আবাসের সম্মুখে পূৰ্ব্বপাশ্বে থাকিয়া ইসুয়েল বংশের পবিত্র স্থানের রক্ষণীয় রক্ষা করিত,

|31