পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায়।] মিসরদেশের সমস্তু প্রথমজাতকে বিনষ্ট করিয়াছিলাম, সেই দিবসে আপনার নিমিত্তে তাহাদিগকে পবিত্র করিয়াছিলাম। ১৮ অতএব ইসুয়েল ব^শের সমস্ত প্রথমজাতেরই পরিবৰ্বে লেবিদিগকে গ্রহণ করিলাম। -- এবথ ইস্রায়েল বংশের পরিবর্ক্সে মণ্ডলীর আবাসে সেবা করিতে ও ইসায়েল বংশের নিমিত্তে প্রায়শ্চিত্ৰ করিতে ইসায়েল বংশের মধ্যহইতে লেবিদিগকে হারোণ ও তাহার পুত্ৰগণের প্রতি দানরূপে দিলাম ; তাহাতে ইস্রায়েল বংশের মধ্যে পবিত্র স্থানের নিকটবৰ্ত্তী হওন জন্য মড়ক হইবে না। ২° পরে মূসা ও হারোণ ও ইস্রায়েল বংশের তাবৎ মণ্ডলী লেবিদের প্রতি তদনুসারে কfরল ; পরমেশ্বর লেবিদের বিষয়ে মূসাকে যে ২ আদেশ করিয়াছিলেন, তদনুসারে ইসায়েল বxশের তাহাদের প্রতি করিল। * ° ফলতঃ লেবীয় লোকেরা আপনাদিগকে পবিত্র করিল, ও আপন ২ বস্ত্ৰ ধৌত করিল, এবK হারোণ তাহাদিগকে পরমেশ্বরের উদেশে উত্তোলনীয় উপহাররূপে উৎসগ করিল, ও তাহাদের শুচি করণার্থে প্রায়চিন্তু করিল। ২২ তাহার পর লেবীয়ের হারোণের ও তাহার পুত্ৰগণের সম্মুখে আপন ২ সেবাকার্যার্থে অাবাসে প্রবেশ করিতে লাগিল; লেবিদের বিষয়ে পরমেশ্বর মূসাকে যে ২ আজ্ঞা দিয়াছিলেন, তদনুসারে তাহাদের প্রতি করা গেল ।

    • পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, “ লেবিদের বিষয়ে এই ব্যবস্থা। পচিশ বৎসর বয়স্ক অবধি লেবীয়েরা মণ্ডলীর তাম্বতে কাৰ্য্যকারি লোকদের শ্রেণীতে প্রবিষ্ট হইবে। ২° এবং পঞ্চাশ বৎসর বয়স্ক হইলে পর কর্মকারিদের শ্রেণীহইতে বহিগর্ত হইবে, আর সেবা করিবে না । ২ ° রক্ষণীয় রক্ষা করণে তাহারা মণ্ডলীর তাম্বুতে আপন ২ ভাতাদের উপকার করবে, তদ্ভিন্ন আর কোন সেবা করিবে না ; লেবিদের রক্ষণীয় বিষয়ে তাহাদের প্রতি তুমি এই রূপ করিব1।

১ অধ্যায় । ১ মিস্তারপর্ব পালমের আজ্ঞ], ৬ ও কতক অশুচি লোকদের কথা, ৯ ও ঐ অশুচিদের নিস্তারপৰ্ব্ব করণুের আড়া, ১৫ ও আবাসের উপরিস্থ মেঘের স্থিতি ও যাত্রানুসারে লোকদের স্থিতি ও যাত্ৰা ৷ • ইসায়েল বংশ মিসরদেশহইতে বহিৰ্গমন করিলে পর দ্বিতীয় বৎসরের প্রথম মাসে সীনয় প্রান্তরে পরমেশ্বর মূসাকে কহিলেন, ইস্রা গণনাপুস্তক। য়ৈল বxশ নিরূপিত কালে নিস্তারপর্ব পালন । т 2 * . * Nలి S) করুক। ৩ তোমরা নিরূপিত সময়ে অর্থাৎ এই মাসের চতুর্দশ দিবসের সন্ধ্যাকালে তাহ পালন করিব, ও সমস্ত বিধি ও ব্যবস্থানুসারে তাহ পালন করিব। * তখন মূসা নিস্তারপর্ব পালন করিতে ইসায়েল বংশকে আজ্ঞা করিল। “ তাহাতে তাহারা প্রথম মাসে চতুৰ্দশ দিবসের সন্ধ্যাসময়ে সীনয় প্রান্তরে নিন্তারপর্ব পালন করিল ; ইস্রায়েল বখশ মূসার প্রতি পরমেশ্বরের সমস্ত আজ্ঞানুসারে কর্ম করিল।

  • কিন্তু কতক লোক মনুষ্যের শবসপর্শে আগুচি প্রযুক্ত সেই দিবসে নিস্তারপর্ব পালন করিতে ন পারাতে সেই দিনে মূসা ও হারোণের নিকটে গেল। * তাহারা জিজ্ঞাসা করিল, আমরা মনুষ্যশব সপশ করিয়া অশুচি হইলাম, ইহাতে ইসায়েল বংশের মধ্যে নিরূপিত কালে পরমেশ্বরের উদ্দেশে উপহার নিবেদন করিতে কি নিবারিত হইব ? - তাহাতে মূসা তাহাদিগকে কহিল, তোমরা দাড়াও, তোমাদের বিষয়ে পরমেশ্বর কি আজ্ঞা করেন, তাহা শুনি । ,
  • পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, “ তুমি ইস্রায়েল বংশকে কহ, তোমাদের মধ্যে কিম্বা তোমাদের ভাবিসন্তানদের মধ্যে যদ্যপি কেহ শব সপশ করিয়া অশুচি হয়, কিম্বা দূরদেশীয় পথিক হয়, তথাপি সে পরমেশ্বরের নিস্তারপৰ্ব্ব পালন করিবে। * ° ফলতঃ দ্বিতীয় মাসে চতুদর্শ দিবসের সন্ধ্যাকালে তাহারা তাহ পালন করিবে ; এবং তাড়ীশূন্য রুটী ও তিক্ত শাকের সহিত মেষশাবককে ভক্ষণ করিবে । ** কিন্তু প্রাতঃকাল পর্যন্ত তাহার কিছুই অবশিষ্ট রাখিবে না, ও তাহার কোন অস্থি ভাঙ্গিবে না; তাহারা নিস্তারপর্বের সমস্ত বিধ্যনুসারে তাহ পালন করবে। ৩ কিন্তু যে কেহ শুচি থাকে ও পথিক নয়, সে যদি নিস্তারপর্ব পালন করিতে জুটি করে, তবে সে প্রাণী আপন লোকদের মধ্যহইতে উচ্ছিন্ন হইবে ; সে নিরূপিত কালে পরমেশ্বরের উদ্দেশে উপহার না আনাতে আপনার পাপ আপনি ভোগ করিবে । ** আর যদি তোমাদের মধ্যে প্রবাসকারি কোন বিদেশীয় লোক নিস্তারপর্বের বিধিমতে ও রীত্যনুসারে পরমেশ্বরের উদ্দেশে নিস্তারপর্ব পালন করিতে চাহে, তবে সেও তাহা পালন করিবে; স্বদেশজাত কি বিদেশজাত উভয়েরই জন্যে এক বিধি হইবে।
    • অপর যে দিবসে আবাস স্থাপিত হইল, সেই দিবসে মেঘ ঐ আবাসকে অর্থাৎ সাক্ষ্য- , রূপ তাম্বুকে আচ্ছন্ন করিতে লাগিল ; এবং সন্ধ্যাকাল অবধি প্রাতঃকাল পর্যন্ত ঐ আবা

সের উপরে অগ্নিবৎ আকার প্রকাশ পাইল। - 139