У 8. o
- এই রূপ নিত্য ২ হওয়াতে দিবসে মেঘ ও রাত্রিক্তে অগ্নিবৎ আকার আবাসকে আচ্ছন্ন করিত i ** পরে আবাসের উপর হইতে ঐ মেঘ উত্ত্বে মীত হইলে ইস্রায়েল বখশ যাত্রা করিত, এবথ ঐ মেঘ ষে স্থানে অবস্থিতি করিত, ইস্রায়েল রঞ্চ শ সেই স্থানে শিবির স্থাপন করিত। ৮ পরমেশ্বরের আজ্ঞানুসারেই ইসায়েল ব৯শ যাত্রী করিত, ও পরমেশ্বরের আজ্ঞানুসারেই শিবির স্থাপন করিত ; এবং ঐ মেঘ যাবৎ আবাসের উপরে অবস্থিতি করিত, তাবৎ তাহার। শিবিরে বাস করিত। ** এবং ঐ মেঘ যখন আবাসের উপরে বহুদিন বিলম্ব করিত, তখন তাহার। যাত্রা না করিয়া পরমেশ্বরের রক্ষণীয় রক্ষা করিত। ১° এবং ঐ মেঘ যখন আবাসের উপরে মণপ দিবস থাকিত, তখনও তদ্রুপ করিত ; পরমেশ্বরের আজ্ঞানুসারেই তাহার শিবিরে বাস করিত, ও পরমেশ্বরের আজ্ঞানুসারেই যাত্রা করিত এবং মেঘ সন্ধ্যাকাল অবধি প্রাতঃকাল পর্যন্ত থাকিয়া প্রাতঃকালে উত্ত্বে নীত হইলে তাহারা যাত্রা করিত ; দিবসে কিম্বা রাত্রিতে হউক, মেঘ উথাপিত হইলেই তাহার যাত্রা করিত। খং দুই দিবস কিম্বা এক মাস কিম্বা সম্বৎসর হউক, আবাসের উপর মেঘ যত দিন অবস্থিতি করিত, ইস্রায়েল বংশও তত দিন যাত্রা না করিয়া শিবিরে বাস করিত, কিন্তু তাহ উথাপিত হইলেই তাহার প্রস্থান করিত । ** পরমেশ্বরের আজ্ঞানুসারেই তাহার। শিবিরে বাস করিত, ও পরমেশ্বরের আজ্ঞানুসারেই যাত্র করিত। এই রূপে তাহারা মূসার দ্বারা পরমেশ্বরের আজ্ঞালুসারে পরমেশ্বরের রক্ষণীয় রক্ষা করিত।
১ ০ অধ্যায় । ও রৌপ্যময় তুরীর কথা, ১১ ও সীনয় প্রাস্তুর অবধি পারণ প্রান্তর পর্য্যন্ত যাত্র, ১৪ ও যাত্রার অনুক্রম, ২৯ ও হোববের প্রতি মুসার নিবেদন, ৩৩ ও সাক্ষ্যুলিন্দুক লইয়া যাওন ও স্থাপন সময়ে মুসার আশীৰ্ব্বাদুকথা । • পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি দুই রৌপ্যময় তুরী নির্মাণ কর, পিটান রূপাতে তাহা নির্মাণ করা ; তদ্বারা মণ্ডলীর সমাগম ও শিবিরস্থ সকলের প্রস্থানাথ আজ্ঞা প্রচার করাইব৷ ” সেই দুই তুরী বাজিলে সমস্ত মণ্ডল্পী মণ্ডলীর আবসিদ্ধার সমীপে তোমার নিকটে উপস্থিত হইবে। " কিন্তু একটা তুরী বাজিলে, অধ্যক্ষগণ অর্থাৎ ইস্রায়েল বংশের ፵፫পতি লোকের তোমার নিকটে উপস্থিত হইবে।
- এবং রণবাদ্য বাজিলে পূৰ্ব্বদিকস্থিত শিবি.
140 গণনাপুস্তক l [১ • অধ্যায় রের লোকের প্রস্থান করিবে। * ও দ্বিতীয় বার রণবাদ্য বাজিলে দক্ষিণ দিকস্থিত । শিবিরের লোকের যাত্রা করিবে ; এই ক্রমে তাহাদের প্রস্থানার্থে রণবাদ্য বাজাইতে হইবে । * কিন্তু মণ্ডলীর সমাগমার্থে যখন তুরীধ্বনি করিব, তখন রণবাদ্য করিব না । ৮ হারোণ যাজকের পুত্ৰগণ এই দুই ত্বরী বাজাইবে, এবং এই বিধি তোমাদের পুরুষানুক্রমে নিত্য থাকিবে। * আর ষে সময়ে তোমরা আপন দেশে ক্লেশদায়ি শত্ৰুগণের বিরুদ্ধে যুদ্ধ করিতে যাইবা, তৎকালে এই তুরীতে রণবাদ্য বাঙ্গাইব । তাহাতে তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে স্মরণ করবেন, এবং তোমরা শত্ৰুগণহইতে রক্ষা পাইবা । ** এব^ আনন্দদিনে ও পৰ্ব্বদিনে ও মাসাৱন্ডে তোমাদের হোমবলি ও মঙ্গলার্থক বলি দান করণ সময়ে তোমরা এই তুরী বাজাইবা, তাহাতে তোমাদের ঈশ্বর তোমাদিগকে স্মরণ করিবেন ; আমিই তোমাদের প্রভু পরমেশ্বর।
- * অপর দ্বিতীয় বৎসরের দ্বিতীয় মাসের বিKশতি দিবসে সেই মেঘ সাক্ষ্যের আবাসের উপর হইতে নীত হইলে, ইসায়েল বxশ প্রস্থানের নিয়মানুসারে সীনয় প্রান্তর হইত্তে প্রস্থান করিল, পরে সেই মেঘ পারণ প্রান্তরে অবস্থিতি করিল। -- মুসদ্বিারা পরমেশ্বরের আজ্ঞানুসারে তাহাদের এই প্রথম যাত্র।
- প্রথমে আপন ২ সৈন্যগণের সহিত যিহুদী বংশের শিবিরের ধ্বজ চলিল ; এবx অর্মীনাদবের পুত্ৰ নহশোন তাহাদের সেনাপতি ছিল। ** এবং সুয়ায়ের পুত্র নিথনেল ইষাখর ব^শের সেনাপতি ছিল। ** এবং হেলোনের পুত্র ইলীয়াব সিবুলুন বংশের সেনাপতি ছিল। ** পরে আবাস নামাইলে গেগেনি বখশ ও মিরারি ব৯শ ঐ আবাস বহন করিয়া অগ্রসর হইল।
- ৮ তাহার পশ্চাতে আপন ২ সৈন্যগণের সহিত রূবেন বKশের শিবিরের ধ্বজ চলিল ; এবং শিদেয়ুরের পুত্র ইলীমূর তাহাদের সেনাপতি ছিল । ** এবং সুরীশদয়ের পুত্র শিলুমীয়েল শিমিয়োন বংশের সেনাপতি ছিল। ২° এবথ দুয়েলের পুত্র ইলীয়াসফ গাদ বKশের সেনাপতি ছিল । ** পরে কিহাৰ্তীয় বংশ পবিত্র তাম্বু বহন করিয়া অগ্রসর হইল, ও তাহাদের গন্তব্য স্থানে উপস্থিত হওনের পূৰ্ব্বে আবাস স্থাপিত হইল ।
২ং পরে আপন ২ সৈন্যের সহিত ইফুয়িম ব^শের শিবিরের ধ্বজা চলিল ; এবং অষ্মীহুদের পুত্র ইলীশাম তাহাদের সেনাপতি ছিল। ২৩ এব২ পিদাহসূরের পুত্র গমিলায়েল মিনশি