১৪ অধ্যায়।] এবং তাঁহাদের অপেক্ষ তোমাকেই বৃহৎ ও বলবান জাতি করিব ।
- ৩ তাহাতে মূসা পরমেশ্বরকে কহিল, তাহ করিলে জুমি আপন শক্তি প্রকাশ করিয়া যে মিত্রীয় লোকদের মধ্যহইতে এই লোকদিগকে আনিয়াছ, তাহারাও এ কথা শুনিবে। ** এবং এই দেশনিবাসি লোকদিগকেও তাহার সAবাদ দিবে, যেহেতুক পরমেশ্বর যে তুমি, জুমি এই লোকদের মধ্যবৰ্ত্তী আছ, ও ইহাদিগকে প্রত্যক্ষ রূপে দর্শন দিতেছ, এবং তোমার মেঘ ইহাদের উপরে স্থিতি করিতেছে, ও তুমি দিবসে মেঘস্তন্ডে ও রাত্রিতে অগ্নিস্তম্ভে থাকিয়া ইহাদের আগে ২ গমন করিতেছ, ইহা তাহারাও শুনিয়া আসিতেছে। “ এখন যদি তুমি এক ব্যক্তির ন্যায় এই লোকদিগকে বিনষ্ট কর, তবে ঐ যে অন্যজাতীয়েরা তোমার কীৰ্ত্তির কথা শুনিয়াছে, তাহারা কহিবে, ** পরমেশ্বর এই লোকদিগকে যে দেশ দিতে শপথ করিয়াছিলেন, সেই দেশে তাহাদিগকে লইয়া যাইতে অপারক হইলেন ; এই জন্যে প্রান্তরে তাহাদিগকে বিনষ্ট করিলেন । ** এখন আমি এই নিবেদন করি, পরমেশ্বর চিরসহিষ্ণু ও দয়াতে পরিপূর্ণ, এবং অপরাধের ও আজ্ঞাল৭ ঘনের ক্ষমাকারী, তথাপি তাহার দণ্ডদাতা, এবং তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত সন্তানদের প্রতি পিতৃপুরুষের পাপের ফলদাতা - এই যে কথা তুমি কহিয়াছ, তদনুসারে প্রভুর গুণ প্রবল হউক। -- তুমি মিসরদেশাবধি এ পর্যন্ত এই লোকদের প্রতি যেমন ক্ষমা করিয়াছ, তেমনি আপনার প্রচুর দয়ানুসারে ইহাদের এই পাপ ক্ষমা কর ; আমি এই বিনয় করি । ২ ° তাহাতে পরমেশ্বর কহিলেন, তোমার বাক্যানুসারে আমি তাহাদিগকে ক্ষম করিলাম। ২ - কিন্তু আমি যদি অমর হই, তবে তাবৎ পৃথিবী পরমেশ্বরের মহিমাতে পরিপূর্ণ হইবে । ২২ আর এই লোকেরা আমার মহিমা এবং মিসরে ও প্রান্তরে কৃত আমার আশ্চৰ্য্য ক্রিয়া দেখিয়াও দশ বার আমার পরীক্ষা করিয়াছে ও আমার কথা অমান্য করিয়াছে। ২৩ অতএব ইহাদের পূর্বপুরুষদের প্রতি আমি যে দেশের বিষয়ে দিব্য করিয়াছি, ইহার সে দেশ দেখিতে পাইবে না ; আমার অবজ্ঞাকারিদিগের মধ্যে কেহ তাহা দেখিবে না। ২ ° কিন্তু আমার দাস কালেবের অন্যরূপ আত্মা আছে, এবং সে সম্পূর্ণ রূপে আমার অনুগত, এই নিমিত্তে সে যে দেশে গিয়াছিল, সে দেশে আমি তাহাকে প্রবেশ করাইব, ও তাহার ব^শ তাহা আধিকার করিত্রে। ২৭ আমালেকীয় ও কিমানীয় লোকের উপত্যকাতে বাস করিতেছে,
IJ গণনাপুস্তক । >8俊· অতএব যাহা দিয়া সূফার্ণবে যাওয়া যায়, কল্য তোমরা ফিরিয়া সেই প্রান্তরে গমন কর। ২১ পরে পরমেশ্বর মূসাকে ও হারোণকে কহিলেন, আমি আপন প্রতিকুলে বচসাকারি এই দুষ্ট মণ্ডলীর ভার কত কাল সহ্য করিব ? ইসায়েল বংশ আমার প্রতিকুলে যে ২ বচসা করিল, তাহা আমি শুনিলাম। তুমি তাহাদিগকে কহ, পরমেশ্বর এই কথা কহেন, আমি যদি অমর হই, তবে আমার কর্ণগোচরে তোমরা যাহা কহিয়াছ, তাহাই আমি তোমাদের প্রতি করিব। ২ - হে আমার বিপরীতে বচসাকারিগণ, তোমাদের গণিত লোকদের সম্পূর্ণ সAখ্যানুসারে বিংশতি বৎসর ও ততোধিক । বৎসর বয়স্ক তোমাদের সকলের শব এই প্রান্তরে পতিত হইবে। আমি তোমাদিগকে যে দেশে বাস করাইতে শপথ করিয়াছি, সেই দেশে যিফুল্লির পুত্র কালেব ও লুনের পুত্ৰ যিহোশূয় ব্যতিরেকে তোমাদের মধ্যে আর কেহ প্রবেশ করিবে না। ** কিন্তু তোমরা আপনাদের যে বালকদের বিষয়ে কহিয়াছিল, ইহার লুটিত হইবে, তাহাদিগকে আমি তথায় প্রবেশ করাইব ; ও তোমরা যে দেশ তুচ্ছ করিয়াছ, তাহারা তাহার পরিচয় পাইবে ॥ ৩২ কিন্তু তোমাদেরই শৰ এই প্রান্তরে পতিত হইবে। ৩৩ এবং তোমাদের বখশ চল্লিশ বৎসর এই প্রান্তরে ভমণ করিবে, এবং এই প্রান্তরে তোমাদের শবের সAখ্যা সম্পূর্ণ না হওন পর্যন্ত তোমাদের ব্যভিচারের ফল ভোগ কfরবে। " তোমরা যে চল্লিশ দিন দেশ ভূমণ করিয়াছ, সেই দিনের সAখ্যানুসারে চল্লিশ বৎসর, অর্থাৎ এক ২ দিনের জন্যে এক ২ বৎসর আপনাদের অপরাধ ভোগ করিবা, ও আমার বিপক্ষতা কেমন, তাহ। জ্ঞাত হইব। * আমি পরমেশ্বর কহিতেছি, আমার বিপরীতে সম্মিলিত এই সমস্ত দুষ্ট মণ্ডলীর প্রতি আমি তাহা অবশ্য করিব ; এই প্রান্তরে তাহারা বিনষ্ট হইবে, ও এই স্থানে তাহারা মরিবে । ৩২ পরে দেশনিরীক্ষণার্থে মূসার প্রেরিত যে লোকেরা ফিরিয়া আসিয়া ঐ দেশের অখ্যাক্তি উৎপন্ন করিয়া তাহার প্রতিকুলে সমস্ত মণ্ডলীকে বাচসা করাইয়াছিল, ”? দেশের অখ্যাতিকারি সেই লোকর পরমেশ্বরের সম্মুখে মহামারীতে মরিল। ৩৮ তাহাতে যে মানুষের দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিল, তাহাদের মধ্যে কেবল নুনের পুত্ৰ যিহোশূয় ও যিফুল্লির পুত্র কালেব জীবৎ থাকিল । * তখন মুসা ইসায়েল বংশকে এই সকল কথা কহিলে লোকেরা অতিশয় বিলাপ 145