৩৫ অধ্যায় о কথা কহ, তোমরা কিনান দেশে প্রবেশ করিতে উদ্যত আছি ; অতএব তোমরা অধিকারার্থে যে দেশ পাইবা তাহার, অর্থাৎ চতুঃসীমানুসারে কিনান দেশের নিণয় এই । ৩ ইদোমের নিকটস্থিত সীন প্রান্তর অবধি তোমাদের দক্ষিণ কোণ হইবে, ও পূৰ্ব্বদিগে লবণ সমুদ্রের কোণ তোমাদের দক্ষিণ সীমা হইবে। " এবং তোমাদের সীমা দক্ষিণদিগহইতে ফিরিয়া আক্রীমের আরোহণের পথ দিয়া সীম্ পর্যন্ত যাইবে, ও তথাহইতে কাদেশ-বর্ণেয়ের দক্ষিণে হৎসর-আদরে আসিয়া অসমোন পর্যন্ত যাইবে । * ঐ সীমা অসমোন হইতে মিসর নদী পর্যন্ত বেড়িয়া আসিবে, এবং মহাসমুদু পর্যন্ত এই দক্ষিণ সীমার শেষ হইবে । * আর মহাসমুদু তোমাদের পশ্চিম সীমা হইবে, ইছাই তোমাদের পশ্চিম সীমা হইবে। " এবং তোমাদের উত্তর সীমা এই ; তোমরা মহাসমুদৃহইতে হোর পৰ্ব্বত লক্ষ্য করিবা। ৮ পরে হোৱ পৰ্ব্বতহইতে হমাতের প্রবেশস্থান লক্ষ্য করিবা, পরে তথাহইতে সেই সীমা সিদাদৃ পর্যন্ত যাইবে । * এবং সে সীমা সিফুেণি পর্যন্ত যাইবে, ও হৎসর-ঐননে তাহার শেষ হইবে ; এই তোমাদের উত্তর সীমা হইবে। ** এবং পূৰ্ব্ব সীমার নিমিত্তে তোমরা হৎসর-ঐনন্হইতে শিফাম লক্ষ্য করিব । ** পরে সে সীমা ঐনের পূর্বদিক হইয়া শিফামহইতে রিরা পর্যন্ত যাইবে, পরে সে সীমা কিন্নেরৎ হ্রদের পূৰ্ব্বধার দিয়া ষাইবে। ১২ পরে সে সীমা যদ্দন দিয়া যাইবে, এবং লবণসমুদ্র তাহার শেষ হইবে ; এই চতুঃসীমানুসারে তোমাদের দেশ হইবে। এ তাহাতে মুসা ইসুয়েল বংশকে এই আজ্ঞা করিল, পরমেশ্বর সাড়ে নয় বংশকে যে দেশ দিতে আজ্ঞা করিয়াছেন, অর্থাৎ যে দেশ তোমরা গুলিবঁটি করিয়া অধিকার করিব, সে এই দেশ। ** কেননা রূবেণের বংশ ও গাদের বখশ ও মিনশির অন্ধৰ্ব ২শ আপন ২ পিতৃবংশানুসারে আপন ২ অধিকার পাইয়াছে। ** ষিরীহোর নিকটস্থ যদ্দনের পূর্ব পারে সূর্যোদয় দিগে সেই আড়াই বংশ অধিকার পাইয়াছে।
- পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, যাহার দেশ বিভাগ করিয়া তোমাদিগকে দিবে, *? তাহাদের এই ২ নাম, ইলিয়াসর যাজক ও मूएनड्स পুত্ৰ যিহোশূয়, ১৮ এবণ প্রত্যেক ব^শহইতে এক ২ অধ্যক্ষ, ইহাদিগকে তোমরা দেশ বিভাগ করশার্থে গ্রহণ করিব। -- সেই অধ্য ক্ষগণের নাম। যিহুদী বংশের যিফুল্লির পুত্র কালেব। ২° ও শিমিয়োন বংশের অক্ষীতুদের পুত্র শিমুয়েল ও বিনামীন বংশের কিশ
罗 গণনাপুস্তক। } ని S) লোনের পুত্র ইলীদদ। ২২ ও দান বংশের অধ্যক্ষ যগলির পুত্ৰ বুকিক । ২৩ এবং যুষফ ব^শের মধ্যে মিনশি বংশের অধ্যক্ষ এফোদের পুত্র হল্পীয়েল। ২° ও ইফুয়িয় বংশের অধ্যক্ষ শিপ্তনের পুত্র কিমুয়েল। ২° এবং সিবুলুন বংশের অধ্যক্ষ পর্ণকের পুত্র ইলীষাফন। ২* এবং ইষাথর বংশের অধ্যক্ষ অসসনের পুত্ৰ পলুটিয়েল। ২’ ও আশের ব"শের অধ্যক্ষ শিলোমির পুত্র অহীন্থদ্ব। ২৮ এব৯ নপ্তালি বংশের অধ্যক্ষ অশ্মীহুদের পুত্ৰ পিদহেল ২২ কিনান দেশে ইসুয়েল বংশের নিমিন্তে অধিকার বিভাগ করিয়া দিতে পরমেশ্বর এই সকল লোককে আজ্ঞা করিলেন । ৩৫ অধ্যায়। ১ লেৰীয়দের নগর ও চরাণি ও আশ্রয়নগরের নিরুপণ, ৯ ও বধকারি ও প্রতিহস্তার বিষয়ে বিধি, ও ৪ ও বধকারিদের উৎকোচ গ্রহণ ন কয়নের কথা ।
- পরে পরমেশ্বর মোয়াবের প্রান্তরে ঘিরীহোর নিকটস্থ ঘৰ্দ্দন নদীর সমীপে মূসাকে কহিলেন, ং তুমি ইস্রায়েল বংশদিগকে এই আজ্ঞা দেও ; তাহারা আপন ২ অধিকৃত অংশহইতে কতক৪লি - বসতিনগর, এবং সেই নগরের সহিত চতুৰ্দ্দিকস্থ প্রান্তর লেবীয়দিগকে দিউক। এ তাহাতে সে সকল নগর তাহীদের নিবাসের জন্যে হইবে, ও সেই প্রান্তর তাহাদের পশুগণ ও সম্পত্তি ও সকল জন্ডদের নিমিত্ত্বে হইবে । * আর তোমরা যে ২ নগর লেবীয়দিগকে দিবা, তাহার প্রান্তর নগরপ্রাচীরের বাহিরে চতুদিগে সহস্র হস্ত পর্যন্ত হইবে। * এবং তোমরা নগরের বাহিরে তাহার পূর্বসীমা দুই সহস্র হস্ত ও দক্ষিণসীমা দুই সহসু হস্ত ও পশ্চিমসীমা দুই সহস্র হস্ত ও উত্তরসীমা দুই সহস্র হস্ত পরিমিত করিব ; তাহার মধ্যস্থলে নগর হইবে, ও তাঁহা তাহাদের নগরের প্রান্তর হইবে । * বধকারিদের পলায়নার্থে যে ছয় আশ্রয়নগর তোমরা দিব, সেই সকল এবx তদূব্যতিরেকে আরো বেয়াল্লিশ নগর লেৰীয়দিগকে দিব সৰ্ব্বস্তুদ্ধ আটচল্লিশ নগর, ও তাহাদের প্রান্তর লেবীয়দিগকে দিবা । ৮ এবa তোমরা ইস্রায়েল বংশের অধিকার হইতে প্রত্যেকের অধিকারানুসারে অর্থাৎ অধিকহইতে অধিক ও অপহইতে অগ্রপ, এই রূপে প্রত্যেকের প্রাপ্ত অধিকারানুসারে লেবীয়দিগকে ঐ সকল নগর দিবী । o
- পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, “ তুমি ইসুয়েল বংশকে কহ ও তাহাদিগকে এই কথা বল, যে সময়ে তোমরা যদ্দন পার হইয়া কি
- - 169