২ অধ্যায়।] করিয়াছে, সেই দেশ আমি তাহাকে ও তাহার বংশকে দিব ; কেননা সে পরমেশ্বরের সম্পূর্ণ অনুগত লোক। ৩’ (এবং পরমেশ্বর তোমাদের নিমিত্তে আমার প্রতিও ক্রুদ্ধ হইয়া কহিলেন, তুমিও সে স্থানে প্রবেশ করিব না। ৩৮ তোমার পরিচারক নুনের পুত্ৰ যিহোশুয় সেই স্থানে প্রবেশ করিবে ; তুমি তাহাকেই সাহস দেও, কেননা সে ইস্রায়েল বংশকে তাহ অধিকার করাইবে । ) ৩২ এবং তোমরা আপনাদের যে বালকগণের বিষয়ে কহিল, ইহারা লুটিত হইবে, এবং তোমাদের যে সন্তানগণের ভাল মন্দ জ্ঞান অদ্যাপি হয় নাই, তাহারা সেই স্থানে প্রবেশ করিবে ; তাহাদিগকে আমি সেই দেশ দিব, ও তাহারাই তাহা অধিকার করিবে । ** এখন তোমরা ফিরিয়া সুফার্ণর্বগামি প্রান্তরে গমন কর । * * তাহাতে তোমরা আমাকে উত্তর করিল, আমরা পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করিলাম ; আমরা আপন প্রভু পরমেশ্বরের সমস্ত আজ্ঞানুসারে উঠিয়া যাইয়া যুদ্ধ করিব ; পরে তোমরা প্রত্যেক জন যুদ্ধান্ত্রে সুসজ্জিত হইয় পৰ্ব্বতারোহণ করিতে দুঃসাহস করিলা । * তখন পরমেশ্বর আমাকে কহিলেন, তুমি তাহাদিগকে কহ, আমি তোমাদের মধ্যবৰ্ত্তী নহি, অতএব তোমরা আরোহণ করিয়া যুদ্ধ করিও না, পাছে শজুদের সম্মুখে হত হও । **তাহাতে আমি তোমাদিগকে সেই কথা কহিলাম, কিন্তু তোমরা তাহা ন শুনিয়া পরমেশ্বরের আজ্ঞার বিরুন্ধাচারী ও দুঃসাহসী হইয় পৰ্ব্বতারোহণ করিল।
- * এই জন্যে সেই পৰ্ব্বতবাসি ইমোরীয় লোকের মধুমক্ষিকার ন্যায় তোমাদের বিরুদ্ধে বা
হির হইয়া তোমাদিগকে তাড়না করিয়া সেয়ীরে হমা পর্যন্ত ছিন্নভিন্ন করিল। * তখন তো মর পরাবৃত্ত হইয় পরমেশ্বরের কাছে রো দন করিলা ; কিন্তু পরমেশ্বর তোমাদের রবে মনোযোগ করিলেন না, ও তোমাদের কথায় কৰ্ণপাত করিলেন না । ** তাহাতে তোমরা কাদেশে বাস করিয়া সে স্থানে বহুকাল অব স্থিতি করিলা । ২ অধ্যায় । ১ ইদোমীয় লোকদের সহিত যুদ্ধ করণে নিষেধ, ৯ ও মোয়াবীয় লোকদের সহিত যুদ্ধ করণে নিষেধ, ১৭ ও অমোনীয় লোকদের সহিত যুদ্ধ কর৭ে নিষেধ, ২৪ ও ইমোরীয় শীহোন রাজকে যুদ্ধে प्रमन कटिङ श्राज्र] । . -
- পরে আমরা পরমেশ্বরের আজ্ঞানুসারে সুফার্ণবগামি প্রান্তর দিয়া যাত্রা করিয়া সেয়ীর পৰ্ব্বত বেষ্টন করিতে বহু দিবস যাপন করি
দ্বিতীয় বিবরণ। yo ~0 লাম। & পরে পরমেশ্বর আমাকে কহিলেন, * তোমরা অনেক দিন অবধি এই পৰ্ব্বত প্রদক্ষিণ করিতেছ, এখন উত্তরদিগে ফির। " তুমি লোকসমূহকে এই আজ্ঞা কর, সেয়ীর নিবাসি তোমাদের ভুতি এযৌর বংশের সীমা দিয়া তোমাদিগকে যাইতে হইবে, তাহাতে তাহারা তোমাদের হইতে ভীত হইবে ; অতএব তোমরা অতি সাবধান হইব । * তাহাদের সহিত বিরোধ করিও না, কেননা আমি তোমাদিগকে তাহাদের দেশের কিছু দিব না, এক পাদ পরিমিত ভূমিও দিব না ; এই সেয়ীর পর্বত অধিকারার্থে আমি , এষোঁকে দিয়াছি। - অতএব তোমরা তাহাদের নিকটে রূপা দিয়া অন্ন ক্রয় করিয়া ভোজন করিব ; ও রূপা দিয়া জল ক্রয় করিয়া পান করিব। • কেননা তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের হস্তুের সমস্ত কর্মেতে তোমাদিগকে আশীৰ্ব্বাদ করেন, এবং এই মহাপ্রান্তরে তোমাদের গতি জানেন । এই চল্লিশ বৎসরাবধি তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের সহবন্ধী আছেন, এই জন্যে তোমাদের কিছুরই অভাব হয় নাই। ৮ পরে আমরা প্রান্তরের পথ ও এলৎ ও ইৎসিয়োন-গেবর দিয়া সেয়ীর নিবাসি আপন ভাত এষের ব^শের সন্মুখ দিয়া গমন করিয়ামোয়াবের প্রান্তরের পথে ফিরিয়া যাত্রা করিলাম । * তাহাতে পরমেশ্বর আমাকে কহিলেন, তোমরা মোয়াবীয়দিগকে কোন ক্লেশ দিও না, এবং যুদ্ধদ্বারা তাহাদের সহিত , বিরোধ করিও না ; আমি অধিকারার্থে তাহাদের দেশের কোন অংশ তোমাদিগকে দিব না, কেননা আমি লোটের বংশকে আর নগর অধিকার করিতে দিয়াছি। -- পূৰ্ব্বে ঐ স্থানে এমীয় লোকের বাস করিত, তাহার মহান ও পরাক্রমী এবং অনাকীয় লোকদের ন্যায় দীর্ঘকায় জাতি ছিল । ** অনাকীয়দের ন্যায় তাহারাও রিফায়ীয়দের মধ্যে গণিত ছিল, কিন্তু মোয়াবীয় লোকের তাহাদিগকে এমীয় কহিত। এবং পূৰ্ব্বে হোরীয় লোকেরা সেয়ারে বাস করিয়াছিল, কিন্তু এষেীর বংশ আপনাদের সম্মুখহইতে তাহাদিগকে বাহির করিয়া তাহাদের স্থান অধিকার করিয়া বাস করিল। ফলতঃ ইসুয়েল বংশ পরমেশ্বরের দত্ত আপন অধিকারভূমিতে যেরূপ করিল, তদ্রুপ। এই ক্ষণে তোমরা উঠ ও সেরদৃ নদী পার হও; তাহার এই কথাতে আমরা সেরদৃ নদী পার হইয়া গমন করিলাম। ** কাদেশ-বণেয় অবধি সেরদ নদী পার হওন পর্যন্ত আমাদের যাত্রার আটত্রিশ বৎসর হইল ; সেই সময়ের মধ্যে পরমেশ্বরের শপথানুসারে শিবিরের মধ্যহই , 173