৩,৪ অধ্যায়।] সক্ত হইবে, এবং সে দুই জন একাঙ্গ হইবে। ** ঐ সময়ে আদম ও তাহার স্ত্রী উভয়ে উলঙ্গ থাকিলেও তাঁহাদের লজ্জা বোধ ছিল না। ৩ অধ্যায়। ১ সৰ্পের খলতা, ৮ ও তদ্বারা মনুষ্যদের পতন ১৪ ও সপকে শাপ দেওন, ১৬ ও নারী ও পুরুষকে শাপ দেওন, ২২ ও তাহাদিগকে বক্স দিয়া উদ্যানহইতে দূর করণ।
- প্রস্তু পরমেশ্বরের সৃষ্ট ভূচর প্রাণিদের মধ্যে সৰ্ব্বাপেক্ষ সৰ্প থল ছিল। সে ঐ নারীকে কহিল, ও গে, এই উদ্যানের কোন বৃক্ষের ফল ভোজন করিও না, ঈশ্বর কি এমত কথা তোমাদিগকে কহিয়াছেন । ২ তাহাতে নারী সপকে কহিল, আমরা এই উদ্যানস্থ তাবৎ বৃক্ষের ফল ভোজন করিতে পারি ; ও কেবল উদ্যানের মধ্যস্থিত যে বৃক্ষ তাহার ফল বিষয়ে ঈশ্বর কহিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না এবK সপশওঁ করিও না, করিলে মরিব । * তখন সৰ্প নারীকে কহিল, কোন ক্রমে মরিব না। “ কিন্তু ঈশ্বর জানেন, যে দিনে তোমরা তাহ খাইবা, সেই দিনে তোমাদের চক্ষু প্রসন্ন হইবে, তাহাতে তোমরা ঈশ্বরের ন্যায় সদসৎ জ্ঞান প্রাপ্ত হইব । * তখন নারী ঐ বৃক্ষকে সুখাদ্যের উৎপাদক ও নয়নের লোভজনক ও জ্ঞান প্রদানার্থে বাঞ্ছনীয় জানিয়া তাহার ফল পাড়িয়া ভোজন করিল, এব^ আপনার মত নিজ স্বামিকে দিলে সেও ভোজন করিল। * তাঁহাতে তাহাদের উভয়ের চক্ষু প্রসন্ন হইলে তাহারা আপনাদের উলঙ্গতার বোধ পাইয়া বটপত্র সিঙ্গাইয়া কটিবন্ধন করিল।
- পরে দিবাবসানে উদ্যানের মধ্যে গমনাগমনকারি প্রভু পরমেশ্বরের রব শুনিতে পাইলে আদম ও তাহার স্ত্রী র্তাহার সন্মুখহইতে বৃক্ষগণের মধ্যে লুকাইল । * তখন প্রভু পরমেশ্বর আদমকে ডাকিয় কহিলেন, তুমি কোথায় ? ** তাহাতে সে কহিল, আমি উদ্যানে তোমার রব শুনিয়া উলঙ্গতা প্রযুক্ত ভয় করিয়া আপনাকে লুকাইলাম। তিনি কহিলেন, তুমি উলঙ্গ আছ, ইহ তোমাকে কে বলিল ? যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম, ভূমি কি তাহার ফল ভোজন করিয়াছ ?.*ং তাহাতে আদম কহিল, ভূমি যে স্ত্রীকে আমার সঙ্গিনী করিয়াছ, সে আমাকে ঐ বৃক্ষের ফল দিলে আমি খাইলাম। * তখন প্রভু পরমেশ্বর নারীকে কহিলেন, এ কি করিলা ? নারী কহিল, সপ আমাকে ভুলাইলে আমি খাইলাম।
- পরে প্রভু পরমেশ্বর সপকে কহিলেন, তমি
в 2 আদিপুস্তক। IS) এই কর্ম করিয়াছ, এই জন্যে গ্রাম্য ও বন্য পশুগণের মধ্যে তুমি সৰ্ব্বাপেক্ষ অধিক শাপগুস্ত হইয়া বক্ষঃস্থল দিয়া গমন করিবা, এবণ যাবজীবন ধুলী ভোজন করিব। * এবং আমি তোমাতে ও নারীতে এব^ তোমার ব^শেতে ও তাহার বৎ শেতে পরসপর বৈরিভাব জন্মাইব ; তাহাতে সে তোমার মন্তকে আঘাত করিবে, এবx তুমি তাহার পাদমূলে আঘাত করিব। .
- পরে তিনি নারীকে কহিলেন, আমি তোমার গৰ্ত্তবেদনার অতিশয় বৃদ্ধি করিব, তাহাতে তুমি বেদনাতে সন্তান প্রসব করিবা ; এবং স্বামির অধীনী হইয়া থাকিবা; সে তোমার উপরে কতৃৰ্তা করবে। * অনন্তর তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফল ভোজন করিতে আমি তোমাকে নিষেধ করিয়াছিলাম, তুমি স্ত্রীর কথা শুনিয়। সেই বৃক্ষের ফল ভোজন করিল, এই নিমিত্তে তোমার ক্লেশার্থে ভূমি অভিশপ্ত হইল ; তুমি যাবজ্জীবন ক্লেশ পাইয়া তাহার শস্যাদি ভোজন করিব। ** এবং তাহাতে শেয়াল কাটা ও নান কণ্টকবৃক্ষ জম্মিবে, এবং তুমি ক্ষেত্রের ওষধি ভোজন করিবা ** এব^ যে ত তুমি জন্মিয়াছ,যাবৎ তাঁহাতে লীন না হও,তাবৎ ঘর্মাক্ত মুখে আহার করিব ; কেননা তুমি রপু, এবং পুনশ্চ মৃত্তিকারেণুতে লীন হইব।। ২° পরে আদম আপন স্ত্রীর নাম হব (জীবন) রাখিল, কেননা সে তাবৎ সজীব লোকের মাতা হইল। ** পরে প্রভু পরমেশ্বর চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া আদমকে ও তাহার স্ত্রীকে পরিধান করাইলেন।
- ং অনন্তর প্রভু পরমেশ্বর কহিলেন, দেখ, মনুষ্য সদসৎ জ্ঞান-প্রাপ্ত হইয়া আমাদের একের মত হইল ; এখমপাছে সে হন্ত বিস্তার করিয়া অমৃত বৃক্ষের ফল পাড়িয়া ভোজন করিয়া অমর হয়। ২৩ এই নিমিত্তে প্রভু পরমেশ্বর তাহাকে এদনের উদ্যানহইতে দূর করিয়া তাহার উৎপাদক 5 করিতে তাহাকে নিযুক্ত করিলেন। ২° অতএব তিনি মনুষ্যকে তাড়াইয়। দিয়া অমৃত বৃক্ষের পথ রক্ষা করিতে এদনস্থ উদ্যানের গ ঘূর্ণায়মান তেজোময় খড়গধারি স্বৰ্গীয় কিরূবগণকে রাখিলেন।
৪ অধ্যায়। ১ কাবিল্বও হাবিলের বৃত্তান্ত, ১ ও ছাবিলকে বধ করণ প্রযুক্ত কাবিলের প্রতি অভিশাপ, ১৬ ও কাবিলের বংশাৰঙ্গী, ২৫ ও শেখ ও হমোকের জন্ম।
- অপর আদম আপন স্ত্রী হবাতে উপগত হইলে
সে গৰ্ববতী হইয়া কাবিল (লাভ) নামক এক পুত্র প্রসব করিয়া কহিল, পরমেশ্বরের সাহায্যে আ মার নৱলাভ হইল। ই পরে সে হাবিল (অলীক) 3