৩ অধ্যায়।] করণার্থে বাহির হইয়া ইণ্ডিয়াতে আইল। ২ তখন পরমেশ্বর আমাকে কহিলেন, জুমি উহাকে ভয় করিও না, কেননা আমি উহাকে ও উহার সমস্তু লোককে ও উহার দেশকে তোমার হন্তে সমপর্ণ করিব ; যেমন হিষবোন নিবাসি ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি করিয়াছ, সেই রূপ উহার প্রতিও করিব। - এই রূপে আমাদের প্রভূ পরমেশ্বর বাশনের রাজা গুগকে ও তাহার সমস্তু লোককে আমাদের হস্তে সমপর্ণ করিলেন ; তাহাতে আমরা তাহাকে এমত পরাজয় করিলাম, যে তাহার কেহ অবশিষ্ট থাকিল না। ° সেই সময়ে আমরা তাহার সমস্ত নগর হস্তগত করিলাম ; যাহা আমাদের হস্তগত হইল না, তাহার এমত এক নগরও থাকিল না ; ফলতঃ অগোবের সমস্ত অঞ্চলে অর্থাৎ বাশনস্থ ওগের রাজ্যে যে ষাইট নগর * উচ্চ প্রাচীরেতে ও স্বারেতে ও অগলেতে সুরক্ষিত ছিল, সেই সমস্ত নগর ও তদ্ব্যতিরেকে প্রাচীরহীন অনেক নগর হস্তগত করিলাম । * আ করিয়াছিলাম, সেই রূপ তাহাদিগকে বজ্জিতরূপে বিনষ্ট করিলাম, পুরুষ ও স্ত্রী ও বালক শুদ্ধ তাহাদের তাবৎ নগর বজ্জিতরূপে বিনষ্ট করিলাম কিন্তু তাহাদের সমস্ত পশু ও নগরের দ্রব্যাদি লুট করিয়া আপনাদের নিমিত্তে গ্রহণ করিলাম। ৮ সেই সময়ে আমরা যদ হইতে অর্ণোন নদী অবধি হর্মোণ পৰ্ব্বত পর্যন্ত সমস্ত দেশকে হস্তগত করিলাম সীদোনীয়েরা ঐ হমোণকে শিরিয়োন্ কহে, এবং ইমোরায়ের তাহাকে সিনীর কহে। ** আমরা অধিতাকাস্থিত সমস্ত নগর এবং সলখা ও ইদ্রিয়ী পর্যন্ত তাবৎ গিলিয়দৃ ও বাশন অর্থাৎ বাশনস্থিত ওগ রাজ্যের সমস্ত নগর হস্তগত করি - লাম। ** কেনন অবশিষ্ট রিফারীয়দের মধ্যে বশিনের রাজা ওগমাত্র অবশিষ্ট থাকিল; দেখ, তাহার খট্রা লৌহময়, তাহা কি অস্মোনীয় ব^শের রব্বাতে নাই ? মনুষ্যের হস্তের পরিমাণানুসারে তাহ দীঘে নয় হস্ত ও প্রস্থে চারি হস্ত । . ** ঐ সময়ে আমরা সেই সকল ভূমি অধিকার করিলাম ; তাহাতে আমি অর্ণোননদীস্থিত অরোয়ের অবধি গিলিয়দৃ পৰ্ব্বতের অন্ধেক ও তত্ৰত্য নগর সকল রুবেন বNশকে ও গাদ ব^শকে দিলাম। ** এব^ গিলিয়দের অবশিষ্ট অংশ ও সমস্ত বাশন অর্থাৎ ওগের রাজ্য, বিশেষতঃ তাবৎ বাশনের সহিত অগোবের তাবৎ অঞ্চল আমি মিনশির অন্ধৰ্ব-শকে দিলাম। পূৰ্ব্বে তাহ রিফায়ীয় দেশ রূপে বিখ্যাত ছিল। দ্বিতীয় বিবরণ। } % (t
- মিনশির পুত্র যায়ীর গিশ্বরীয় ও মাখাথীয় সীমা পর্যন্ত অগোবের তাবৎ অঞ্চল পাইয়া আপন নামানুসারে অদ্য পর্যন্ত বাশন দেশের সেই সকল নগরের নাম হবোৎ-যায়ীর রাখিল । * আমি মার্থীরকে গিলিয়দ দিলাম। * ও গিলিয়দৃহইতে অর্ণোন নদী ও তাহার তলভূমি ও সীমা পর্যন্ত, এবং তদবধি অন্মোন ব^শের সীমা যবোক নদী পর্যন্ত ; ** এবং কিন্নেরৎ অবধি প্রান্তরস্থ সমুদ্র অর্থাৎ অসুদোৎপিসগার অধঃস্থিত লবণসমূদ্র পর্যন্ত, পূৰ্ব্বদিকস্থিত প্রাস্তুর এবং যদ্দন ও তাহার সীমা রূবেন বংশকে ও গাদৃ বxশকে দিলাম। ১৮ সেই সময়ে আমি তোমাদিগকে এই আজ্ঞা করিলাম, তোমাদের প্রভু পরমেশ্বর অধিকারার্থে এই দেশ তোমাদিগকে দিলেন, কিন্তু তোমাদের তাবৎ যোদ্ধা সসজ্জ হইয় তোমাদের ভুতি ইস্রায়েল বংশের সম্মুখে পার হইয়। যাইবে । * আমি তোমাদিগকে যে ২ নগর দিলাম, সেই সকল নগরে কেবল তোমাদের স্ত্রী ও বালকগণ ও পশুগণ বাস করিবে, কেননা তোমাদের অনেক পশু আছে, তাহা আমি জানি; ** পরে পরমেশ্বর তোমাদের ভাতৃগণকে তোমাদের ন্যায় বিএাম দিলে, অর্থাৎ যদ্দনের ওপারে প্রভু পরমেশ্বর তাহাদিগকে যে দেশ দিবেন, তাহার সেই দেশ অধিকার করিলে, তোমরা প্রত্যেকে আমার দত্ত আপন ২ অধিকারে ফিরিয়া আসিবা ।
- সেই সময়ে আমি যিহোশূয়কে আজ্ঞা করিলাম, তোমাদের প্রভু পরমেশ্বর এই দুই রাজার প্রতি যাহা করিয়াছেন, তাহা তুমি স্বচক্ষে দেখিয়াছ ; ভূমি পার হইয় যে ২ রাজ্যের বিরুদ্ধে যাইবা, সে সমস্ত রাজ্যের প্রতি পরমেশ্বর তদ্রুপ করবেন। ** তোমরা তাহাদিগকে ভয় করিও না ; কেননা তোমাদের প্রভু পরমেশ্বর আপনি তোমাদের নিমিত্তে যুদ্ধ করিবেন।
২৩ সেই সময়ে আমি পরমেশ্বরের কাছে বিনতি করিলাম, " হে প্রভো পরমেশ্বর, ভূমি আপন দাসের কাছে আপন মহিম ও বলবান হস্ত প্রকাশ করিতে আরম্ভ করিলা তোমার ক্রিয়ার ন্যায় ও তোমার বিক্রমের ন্যায় করিতে পারে, স্বৰ্গে কি মর্বে এমত ঈশ্বর আর কে আছে ? ** বিনয় করি, যদ্দনের ওপারে স্থিত সেই উত্তম দেশ ও সেই রমণীয় লিবানোন পৰ্ব্বত দেখিতে আমাকে পারে যাইতে দিউন । ই কিন্তু পরমেশ্বর তোমাদের জন্যে আমার প্রতিকুলে ক্রুদ্ধ হওয়াতে আমার কথা না শুনিয়া আমাকে কহিলেন, তোমার পক্ষে এই যথেষ্ট, ইহার বিষয়ে আমাকে আর কহিও না । পিসগার - T75