৬ অধ্যায় ।] ও মহিমা প্রকাশ করিলেন, এবং আমরা অগ্নির মধ্যহইতে র্তাহার রব শুনিলাম ; তাহাতে মনুষ্যের সহিত ঈশ্বর কথা কহিলেও সে বঁাচিতে পারে, ইহা আমরা আদ্য দেখিলাম। &* কিন্তু আমরা এখন কেন মরিব ? ঐ প্রজবলিত অগ্নি আমাদিগকে দগ্ধ করিবে ; আমরা যদি আপন প্রভু পরমেশ্বরের রব আর বার শুনি, তবেই মরিব । ** কেননা আমাদের মত অগ্নির মধ্যহইতে বাক্যবাদি অমর ঈশ্বরের রব শুনিয়া বাঁচিয়াছে, প্রাণিদের মধ্যে এমত কে আছে ? ** অতএব আমাদের প্রভু পরমেশ্বর যে সমস্ত কথা কহেন, তাহ জুমি নিকটে গিয়া শুন ; আমাদের প্রভু পরমেশ্বর তোমাকে যাহা কহিবেন, সেই সমস্ত কথা তুমি আমাদিগকে কহিও ; আমরা তাহা শুনিয়া পালন করিব। ২৮ তোমরা যখন আমাকে এই কথা কহিলা, তখন পরমেশ্বর সেই কথার রব শুনিয়া আমাকে কছিলেন, এই লোকেরা তোমার প্রতি যে কথা কহিল, তাহার রব আমি শুনিলাম ; তাহারা উচিত কথা কহিল। ২১ হায় ২, সৰ্ব্বদা আe মাকে ভয় করিতে ও আমার আজ্ঞা সকল পালন করিতে যদি তাহাদের এই রূপ মতি থাকে, তবে তাহাদের ও তাহাদের বংশের চিরকাল মঙ্গল হয়। * তুমি যাইয় তাহাদিগকে আপন ২ তাম্বুতে ফিরিয়া যাইতে বল। ** কিন্তু তুমি আমার নিকটে এই স্থানে দাড়াও; তুমি তাহাদিগকে যাহ। ২ শিখাইয়া দিবা, আমি তোমাকে সেই সকল আজ্ঞা ও বিধি ও ব্যবস্থা কইি ; পরে আমি যে দেশ অধিকারার্থে তাঁহাদিগকে দিব, সেই দেশে তাহারা তাহ পালন করিবে । * অতএব তোমাদের প্রভূ পরমেশ্বর তোমাদিগকে যে ২ আজ্ঞা করিলেন, তাহার দক্ষিণে কি বামে না ফিরিয়া তাহা পালন কর । ** ও তোমাদের প্রভু পরমেশ্বর যে ২ পথে চলিতে আজ্ঞা দিলেন, সেই সমস্ত পথে চল ; তাহাতে তোমরা ; বাচিব ও তোমাদের মঙ্গল হইবে, এবং তোমাদের অধিকৃত দেশে তোমরা দীর্ঘায়ু হইব। - ৬ অধ্যায়। . ১ ব্যবস্থার অভিপ্রায়, ও ও তাছা পালন করিতে বি নয় বাক । আমাকে এই ২ আজ্ঞা ও বিধি ও ব্যবস্থা জানাইলেন ; তোমরা যে দেশ অধিকার করিতে ওপারে যাইতেছ, সেই দেশে তাহ পালন করিতে হইবে। ই তোমরা যদি আপন প্ৰভু পরমেশ্বরকে ভয় করিয়া পুত্রপৌভ্রাদিক্রমে যাব 2 А 2 ነ : দ্বিতীয় বিবরণ। নিমিত্তে | কুলে 》%动。 জীবন আমার উক্ত - আজ্ঞা ও বিধি সকল পালন কর, তবে তোমাদের দীর্ঘ পরমায়ু হইবে। * অতএব হে ইস্রায়েল বংশ, মনোযোগ পূৰ্ব্বক তাহ পালন করিতে যতন কর, তাহাতে তোমাদের পূৰ্ব্বপুরুষদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে যে রূপ কহিয়াছেন, তদনুসারেই দুগ্ধ মধু প্রবাহি দেশে তোমাদের মঙ্গল হইবে ও তোমরা অতিশয় বন্ধিৰ্ষ হইব। “ হে ইস্রায়েল বংশ, শুন, আমাদের প্রভু পরমেশ্বর একই পরমেশ্বর । * তোমরা আপন সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণ ও সমস্ত শক্তিদ্বারা আপন প্রভু পরমেশ্বরকে প্রেম কর। - এই যে সকল কথা আমি আদ্য তোমাদিগকে আজ্ঞা করি, তাহ তোমাদের মনে থাকুক তোমরা আপন ২ সন্তানগণকে যতনপূর্বক তাহ শিক্ষা দেও, এবং গৃহে বসিয়া থাকন কিম্বা পথে গমন কালে এবস্থ শয়ন কিম্বা গাত্ৰোথান কালে ঐ সমস্তের কথোপকথন কর । * এবং তাহা আপন হন্তে চিহ্নস্বরূপ বদ্ধ করা, ও তাহা তোমাদের চক্ষুদ্বয়ের মধ্যে ভূষণস্বরূপ হউক। ১ এবং তোমাদের গৃহদ্বারের কপালে ও বহিৰ্দ্ধারেতে তাহা লিখিয়া রাখ। ১° তোমাদের পূর্বপুরুষ ইব্রাহীম ও ইসহাক ও যাকুবের কাছে তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে যে দেশ দিতে শপথ করিয়াছেন, সেই দেশে পরমেশ্বরকতৃক আনীত হইয়া, তোমরা যাহা গাথ নাই, এমত বৃহৎ ও সুন্দর নগর, * - এবং যাহাতে কিছুই সঞ্চয় কর নাই, এমত সকল উত্তম দ্রব্যে পরিপূর্ণ গৃহ, ও যাহ গুদ নাই, এমত খনিত কুপ, এবং যাহী রোপণ কর নাই, এমত দ্রাক্ষাক্ষেত্র ও জিতক্ষেত্ৰ পাইয়া যখন তোমরা ভোজন করিয়া তৃপ্ত হইবা, *ং তৎকালে সাবধান, যিনি দাসগৃহস্বরূপ মিসরদেশহইতে তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন, সেই পরমেশ্বরকে বিস্মৃত হইও না। ** তোমরা আপন প্রভু পরমেশ্বরকে ভয় কর, এবং তাহার সেবা কর, ও তাহার নাম লইয়া দিব্য কর । ** তোমরা ইতর দেবগণের, অর্থাৎ চতুৰ্দ্দিকস্থিত লোকদের দেবতাদের পশ্চাদগামী হইও না ; ** কেননা তোমাদের মধ্যবৰ্ত্তী প্রভু পরমেশ্বর স্বগৌরবরক্ষক ঈশ্বর। তোমাদের সেই প্রভু পরমেশ্বরের ক্রোধ তোমাদের প্রতিপ্রজবলিত ছুইলে তিনি দেশহইতে তোমাদিগকে বিনষ্ট করিবেন। :
- তোমরা মসস্থিানে যেমন আপন প্ৰভু পরমেশ্বরের পরীক্ষা লইয়াছিল, সেই রূপ র্তাহার পরীক্ষা লইও না। তোমরা আ*
পন প্ৰভু পরমেশ্বরের আদিষ্ট সকল আজ্ঞ J79