৮ অধ্যায় ।] স্বাদ করিবেন । * তাহাতে সকল জাতি অপেক্ষ তোমরা আশীৰ্ব্বাদপ্রাপ্ত হইবা, এবং তোমাদের পশুগণের মধ্যে কিম্বা তোমাদের মধ্যে কোন পুরুষ কিম্বা কোন স্ত্রী নিঃসন্তান হইবে না । ** এবং পরমেশ্বর তোমাদের হইতে সমস্ত পীড়া , দূর করবেন, এবং মিসরদেশীয় যে সকল মহাব্যাধি তোমরা দেখিয়াছ, তাহা তোমাদিগকে দিবেন না, কিন্তু তোমাদের ঘৃণাকারিগণকে দিবেন। ** অতএব তোমাদের প্রভু পরমেশ্বর - তোমাদের হন্তে যে জাতীয়দিগকে সমপর্ণ করেন, তোমরা তাহাদিগকে গ্রাস কর । "তাহাদের প্রতি চক্ষুৰ্লজ্জা করিও না, ও তাহাদের দেবগণের সেবা করিও না, কেননা তাহা তোমাদের ফাদস্বরূপ । * আর এই ভিন্নজাতীয়েরা আমাদের হইতেও পরাক্রমী, আমরা ইহাদিগকে কি প্রকারে অধিকারভূত করিব ? এমত মনে ২ ভাবিয়া ৮ তাহাদের হইতে ভীত হইও না। তোমাদের প্রভু পরমেশ্বর ফিরৌনরাজের ও তাবৎ মিসরদেশের প্রতি যে ২ কর্ম করিয়াছেন ; ** এবং যে ২ অদ্ভূত কর্ম তোমর প্রত্যক্ষ দেখিয়াছ, ও যে ২ চিহ্ন ও আশ্চৰ্য্য ক্রিয়া ও পরাক্রান্ত হস্ত ও বিস্তারিত বাহুদ্বারা তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন, সেই সকল স্মরণ কর। তোমরা যাহাদিগকে ভয় করিতেছ, সেই তাবৎ জাতির প্রতি তোমাদের প্রভু পরমেশ্বর তদ্রুপ করিবেন । * ° তদ্ভিন্ন যাহারা অবশিষ্ট হইয়া তোমাদের হইতে আপনাদিগকে গোপন করিাবে, তাহীদের বিনাশ যাবৎ না হয়, তাবৎ তোমাদের প্রভু পরমেশ্বর তাহাদের মধ্যে ভিমরুল প্রেরণ করিবেন। ** তোমরা তাহাদের হইতে ত্ৰাসযুক্ত হইও না, কেননা তোমাদের যে প্রভু পরমেশ্বর তোমাদের মধ্যবর্তী আছেন, তিনি মহান ও ভয়ঙ্কর ঈশ্বর ৷ তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের সম্মুখহইতে ঐ ভিন্নজাতীয়দিগকে ক্রমে ২ দূর করবেন, কেননা তোমাদের প্রতিকুলে যেন বনপশুগণ বন্ধিত না হয়, এই জন্যে তোমরা একেবারে তাহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিতে পারিবা না। ২° কিন্তু তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের , হস্তে তাহাদিগকে সমপর্ণ করিবেন । এবং যে, পর্যন্ত তাহারা সমূলে বিনষ্ট না হয়, তাবৎ মহাসRহারে তাহাদিগকে সRহার করিবেন । ** ও তাহীদের রাজগণকে তোমাদের হস্তগত করিবেন, তাহাতে তোমরা আকাশের অধোহইতে তাহাদের নাম লোপ করিব ; ও যে পর্যন্ত তাহাদিগকে বিনষ্ট না করিব, তাবৎ তোমাদের সন্মুখে কেহ দাড়াইতে পারবেন। দ্বিতীয় বিবরণ। 》 *。 - ** তোমরা তাহাদের খোদিত দেব প্রতিমাগণকে অগ্নিতে দগ্ধ করিবা ; এবং তোমরা যেন ফাঁদগুস্ত না হও, এই জন্যে তাহাদের গাত্রীয় রৌপ্য কি স্বর্ণের প্রতি লোভ করিবা না, ও আপনাদের জন্যে তাহ গুহণ করিব। না, কেননা তাহা তোমাদের প্রভু পরমেশ্বরের ঘৃণিত বস্তু আর তোমরা সেই ঘৃণিত বস্তু আপন ২ গৃহে আনিব না, পাছে তাহার মত বর্জিত হও কিন্তু তাহ অতিশয় ঘৃণা করিব, ও অতিশয় তুচ্ছ করিব, যেহেতুক তাহা বজ্জিত । ৮ অধ্যায়। ইস্রায়েল লোকদের প্রতি পরমেশ্বরের দয়া ও অনু भूह धमूख् उँiशंद्र श्राज्रl *ाजम रुद्रिप्उ बूगांद्र বিনয়বাক্য।
- অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দি, তোমরা যক্তপূৰ্ব্বক তাহ পালন কর, তাহাতে বাচিব ও বন্ধিৰ্ষ হইবা ; এবং পরমেশ্বর যে দেশের বিষয়ে তোমাদের পূর্বপুরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দেশে তোমরা প্রবেশ করিয়া তাহা অধিকার করিব। ২ এবং তোমাদের পরীক্ষা লইবার নিমিত্তে, অর্থাৎ তোমরা তাহার আজ্ঞা পালন করিবা কি না, এই বিষয়ে তোমাদের মনোরথ জানিবার নিমিত্তে তোমাদিগকে নমু করিতে তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে এই চল্লিশ বৎসর প্রান্তরের মধ্যে যে সমস্ত যাত্রা করাইয়াছেন, তাহী স্মরণ কর। - মনুষ্য যে কেবল রুটীতে বঁাচে না, কিন্ড পরমেশ্বরের মুখহইতে নিগর্ত যে ২ বাক্য, তাহাদ্বারাই বাঁচে; ইহা তোমাদিগকে জ্ঞাত করিতে তিনি তোমাদিগকে নত ও ক্ষুধিত করিয়া তোমাদের ও তোমাদের পূৰ্ব্বপুরুষদের অজ্ঞাত যে মান্না, তাহ দিয়া প্রতিপালন করিয়াছেন । * এই চল্লিশ বৎসরে তোমাদের গাত্রীয় বস্ত্র জীর্ণ হয় নাই, ও তোমাদের পা ফুলে নাই। “ এবং মনুষ্য যেমন আপন পুত্রকে শাসন করে, তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের প্রতিও তদ্রুপ শাসন করেন, ইহা তোমরা মনে বিবেচনা কর। - তোমরা আপন প্রভু পরমেশ্বরের আজ্ঞা পালন করিয়া র্তাহার পথে গমন কর ও র্তাহাকে ভয় কর ।
• কেননা তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে এক উত্তম দেশে লইয়। যাইতেছেন ; সেই দেশে তলভূমিহইতে ও পৰ্ব্বতহইতে নিগর্ত জলসুেতি ও উনুই ও জলাশয় আছে; এব৯ সেই দেশে গোধুম ও যব ও দ্রাক্ষা ও ডুমুর ও দাড়িম্ব ও জিততৈল ও মধু উৎপন্ন হয় ; * এবং সেই দেশে তোমরা ভক্ষ্য থাইতে 181