': ** দ্বিতীয় হাতে বাস করিব। এই অতএব আমি অদ্য তোমাদের সম্মুখে যে ২ বিধি ও ব্যবস্থা রাখিলাম, সে সকল পালন করিতে মনোযোগ করিও । ১২ অধ্যায়। ১ প্রতিমা প্রভৃতি বিনাশ করিতে আজ্ঞ, ৪ ও পরমেশ্বরের সেবার্থে তাহার মনোনীত স্থানে যাইতে আজ্ঞ, ১৭ ও বিশেষ আজ্ঞা, ২০ ও পবিত্র স্থানে পবিত্র বস্তু খাইতে আড়া, ২৯ ও দেবপূজকের ন্যায় কর্ম করিতে নিষেধ ।
- তোমাদের পৈতৃক প্রভু পরমেশ্বর তোমাদিগকে যে দেশ অধিকারার্থে দেন, সেই দেশে যে সকল বিধি ও ব্যবস্থা ভূতলে তোমাদের অবস্থিতি কাল পর্যন্ত মনোযোগ পূৰ্ব্বক পালন করিতে হইবে তাহা এই ২ তোমর যে ২ ভিন্ন জাতীয় লোকদিগকে বহির্ভূত করিবা, তাহারা উচ্চ পৰ্ব্বতোপরি ও টিকরোপরি ও প্রত্যেক তেজস্বি বৃক্ষের তলে যে ২ স্থানে আপনাদের দেবতার সেবা করিয়াছে, সেই সকল স্থান তোমরা সমূলে বিনষ্ট করিব। - তোমরা তাহাদের বেদি উৎপাটন করিব, ও স্তম্ভ ভগ্ন করিব, ও চৈতাবৃক্ষ অগ্নিতে দগ্ধ করিব, ও খোদিত দেবপ্রতিমা সকলকে ছেদন করিবা, ও সেই স্থান হইতে তাহাদের নাম লোপ করিব ।
- আর তোমরা আপন প্রভু পরমেশ্বরের প্রতি তদ্রুপ করিব না। “ কিন্তু তোমাদের প্রভূ পরমেশ্বর আপন নাম রাখিবার জন্যে তোমাদের তাবৎ বxশের মধ্যে যে স্থান মনোনীত করিবেন, তাহার সেই নিবাসস্থান তোমরা তাম্বেষণ করিব ; * এবং সে স্থানে গিয় আপন ২ বলি ও হোমবলি ও দশমাংশ ও হস্তের উত্তোলনীয় ও মানত দ্রব্য ও স্বেচ্ছাদৰ উপহার ও গোমেষাদি পালের প্রথমজাতদিগকে অনিয়ন করিবা ; " ও সেই স্থানে তোমাদের প্রভূ পরমেশ্বরের সম্মুখে ভোজন করিব ; এবং তোমাদের প্রভু পরমেশ্বরহইতে প্রাপ্ত আশীৰ্ব্বাদানুসারে যে কিছুতে হস্তাপর্ণ করিব, তাহাতেই সপরিবারে আনন্দ করিব। ৮ এই স্থানে আমরা এখন প্রত্যেকে আপন ২ দৃষ্টির অভিলষিানুসারে যেমন করিতেছি, তোমরা তদ্রুপ করিব না। • কেননা তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে যে বিশ্রামস্থান ও অধিকার দিবেন, তাহাতে তোমরা এখনো উপস্থিত হও নাই। “ কিন্তু যখন তোমরা যদ্দন নদী পার হইয় আপন প্রভু পরমেশ্বরের দৰ অধিকার দেশে বাস করিব, এবং চতুদিগের সমস্ত শজুহইতে তিনি বিশ্রাম দিলে যখন তোমর নিৰ্ব্বিঘ্নে বাস করিব ; ** তৎকালে তো
186 বিবরণ। মাদের প্রভু পরমেশ্বর আপন নামের বাসাথে যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে তোমরা আমার আদিষ্ট সমস্ত দ্রব্য, অর্থাৎ আপন ২ বলি ও হোমবলি ও দশমাংশ ও হস্তের উত্তোলনীয় ও পরমেশ্বরের উদ্দেশে প্রতিশ্রুত মানত দ্রব্য সকল আনিব । ** এবং তোমরা ও তোমাদের পুত্ৰগণ ও কন্যাগণ ও দাসগণ ও দাসীগণ, এবথ তোমাদের মধ্যে যাহাদের অথশ ও অধিকার নাই, এমত তোমাদের নগরদ্বারবৰ্ত্তি লেবীয়েরা, তোমরা সকলে আপন প্রভূ পরমেশ্বরের সম্মুখে আনন্দ করিব । ** সাবধান, আপনাদের দৃষ্ট সমস্ত স্থানে আপন ২ হোমবলি দান করিও না । ** কিন্তু তোমাদের কোন এক গোষ্ঠীর মধ্যে পরমেশ্বর যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে আপন ২ হোমবলিদান প্রভূতি আমার আদিষ্ট সকল কর্ম করিব। * তথাপি তোমাদের প্রভু পরমেশ্বরহইতে প্রাপ্ত আশীৰ্ব্বাদানুসারে তোমরা আপনাদের সমস্ত নগরদ্বারের ভিতরে পশু বধ করিয়া মনোবাঞ্ছানুসারে মাণ্ডস ভোজন করিতে পারিবী ; যেমন কৃষ্ণসারের ও হরিণের মাংস, সেই রূপ শুচি কি অশুচি লোক সকলেই তাহ ভোজন করিতে পারিবা। ** কিন্তু কোন ক্রমে রক্ত ভোজন করিব না, তাহা জলের ন্যায় ভূমিতে ঢালিয়া ফেলিব।
- আর আপন ২ শস্যের ও দ্রাক্ষারসের ও তৈলের দশমাRশ, ও গোমেষাদির প্রথমজাত, এবং যাহা মানত করিব সেই মানত দ্রব্য ও স্বেচ্ছাদৰ উপহার, ও আপন ২ হস্তের উত্তোলনীয় উপহার, এই সকল তোমরা আপন ২ নগরদ্বার মধ্যে থাইতে পারিব না। ** কিন্তু তোমাদের প্রভু পরমেশ্বর যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে তোমাদের প্রভু পরমেশ্বরের সম্মুখে তোমরা ও তোমাদের পুত্ৰগণ ও কন্যাগণ ও দাসগণ ও দাসীগণ ও নগর দ্বারবৰ্ত্তি লেৰীয় লোক, তোমরা সকলে তাহা ভোজন করিব, এবং তোমরা যে কিছুতে হস্তাপর্ণ করিব, তোমাদের প্রভু পরমেশ্বরের সম্মুখে তাহাতেই আনন্দ করিব । ** সাবধান, দেশে তোমাদের যাবজ্জীবন পর্যন্ত লেবীয়দিগকে ত্যাগ করিব না ।
- আর তোমাদের প্রভু পরমেশ্বর আপন অঙ্গীকারানুসারে তোমাদের সীমা বিস্তার করি - লে পর মা^স ভক্ষণে তোমাদের বাঞ্ছা হইলে যখন কহিবা, মা^স ভক্ষণ করিব, তৎকালে তোমরা মনোবাঞ্ছানুসারে মাংস ভক্ষণ করিব। ૨. સો আৰু তোমাদের প্রভু পরমেশ্বর আপন নাম রক্ষাথে যে স্থান মনোনীত করিবেন, তাহ।
[১২ অধ্যায়।