পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায়।] যদি তোমাদের হইতে বহু দূর হয়, তবে তোমরা পরমেশ্বরের দত্ত গোমেষাদিপালহইতে পশু লইয়া আমার আজ্ঞানুসারে বধ করিয়া আপন ২ মনোবাঞ্ছানুসারে নগরদ্বারের ভিতরে ভোজন করিতে পারিবা। ২২ কিন্তু যেমন কৃষ্ণসার ও হরিণ ভক্ষণ করা যায়, সেই রূপ তাহ ভক্ষণ করিব ; শুচি কি অশুচি লোক, সকলেই তাহা ভক্ষণ করিবে। ২৩ কেবল রক্তভোজনহইতে অতি সাবধান হও, কেননা রক্তই জীবন, অতএব মাংসের সহিত জীবন ভোজন করিবা না । ** তোমরা তাহা ভোজন না করিয়া জলের ন্যায় ভূমিতে ঢালিবা। ২° তোমরা তাহা ভোজন করিও না; তাহাতে পরমেশ্বরের দৃষ্টিতে গ্রাহ্য কর্ম করিলে তোমাদের ও তোমাদের ভাবিবKশের কল্যাণ হুইবে । ২° কিন্তু তোমাদের যত পবিত্র বস্তু ও মানত বস্তু, তোমরা কোন ক্রমে সে সকল লইয়া পরমেশ্বরের মনোনীত স্থানে যাইবা । " এবং তোমাদের প্রভু পরমেশ্বরের বেদির উপরে আপন ২ হোমবলি অর্থাৎ মাৎস ও রক্ত উৎসর্গ করিব, এবং প্রভূ পরমেশ্বরের বেদির উপরে বলির রক্ত ঢালিয়া তাহাঁর মাংস ভক্ষণ করিব । ২৮ তোমরা মনোযোগ পূৰ্ব্বক আমার আদিষ্ট এই সমস্ত বাক্য পালন কর, তাহাতে প্রভু পরমেশ্বরের গোচরে উত্তম ও গ্রাহ্য কর্ম করিলে তোমাদের ও তোমাদের ভাবিবথশের সর্বদা মঙ্গল হইবে।

    • তোমরা ষে ভিন্ন জাতীয় লোকদের দেশ অধিকার করিতে যাইতেছ, তাহাদিগকে যখন তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের সন্মুখহইতে উচ্ছিন্ন করিবেন, ও তোমরা তাহাদিগকে অধিকারচ্যুত করিয়া তাহাদের দেশে বাস করিবা ; ** তৎকালে সাবধান হইও, পাছে তাঁহাদের বিনাশের পরে তোমরা তাহাদের পশ্চাদৃগামী হইয়া ফাদে পড় ; এবং এই জাতির আপন ২ দেবগণের সেবা কিরূপে করিত ? আমরাও সেই রূপে সেবা করিব, ইহা কহিয়া পাছে তাহাদের দেবগণের আম্বেষণ কর । ** তোমরা আপন প্রভু পরমেশ্বরের প্রতি তদ্রুপ করিবা না, কেননা তাহারা আপনাদের দেবগণের উদ্দেশে পরমেশ্বরের ঘৃণিত সৰ্ব্ব প্রকার ক্রিয় করে, বিশেষতঃ সেই দেবগণের উদ্দেশে আপন ২ পুত্র কন্যাগণকেও অগ্নিতে হোম করে। ২ আমি যে ২ বিষয়ে তোমাদিগকে আজ্ঞা করি, তাহাই পালন করিতে যতন করিব } তাহাতে আর কিছু যোগ করিও না, এবং তাহাহইতে কিছু হ্রাস করিও না। । go - ১৩ অধ্যায় । - ১ দেবপূজা করিতে প্রবৃত্তকারি লোকদিগকে বধ করণ,

2 в 2 দ্বিতীয় বিবরণ। · Ꮌ þ: Ꮔ ও ও দেবপূজা করিতে প্রবৃত্তকারি জ্ঞাতি কুটুম্বদিগকে বধ করণ, ১২ ও দেবপূজাকারিদের নরগরে বিনাশ করিতে আীড়া ।

  • যদি তোমাদের মধ্যে কোন ভবিষ্যদ্বক্তা কিম্বা স্বপ্নার্থকারী জন্মিয় তোমাদিগকে চিহ্ন কিম্বা অস্তুত ক্রিয়া দেখায় ; ই এবং তোমরা যে ২ ইতর দেবগণকে জান না, আইস আমরা তাহাদের অনুগামী হইয় তাহাদের সেবা করি, ইহা যদি কহে, তবে তাহার উক্ত চিহ্ন ও অদ্ভূত ক্রিয় সফল হইলেও ৩ তোমরা সেই ভবিষ্যদ্বক্তার কিম্বা স্বপ্নার্থকারির বাক্যে মনোযোগ করিবা না; কেননা, তোমরা আপন ২ সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সহিত প্ৰভু পরমেশ্বরকে প্রেম কর কি না, তাহ জানিতে তোমাদের প্রভূ পরমেশ্বর তোমাদের পরীক্ষা লইবেন। ° তোমরা আপন প্রভু পরমেশ্বরের অনুগামী হও, ও তাহাকে ভয় কর, ও তাহার আজ্ঞা পালন কর, ও তাহার কথা শুন, ও র্তাহার সেবা কর, ও তাহাতে আসক্ত হও । * সেই ভবিষ্যদ্বক্তা কিম্বা স্বপ্নার্থকারী হত হইবে ; কেননা মিসরদেশহইতে তোমাদের উদ্ধারকৰ্ত্তা ও দাসতাগারহইতে তোমাদের মুক্তিদাতা যে তোমাদের প্রভু পরমেশ্বর, তাহার অধীনতাত্যাগের কথা সে কহে ; এবx তোমাদের প্রভূ পরমেশ্বর যে পথে গমন করিতে তোমাদিগকে আজ্ঞা করিয়াছেন, তাহাহইতে তেfমাদিগকে ভুষ্ট করা তাহার অভিপ্রায় ; অতএব তোমরা আপনাদের মধ্যহইতে সেই পাপিষ্ঠ লোককে দূর করিয়া দিবা।
  • আর তোমাদের ও তোমাদের পূৰ্ব্বপুরুষঃ দের অজ্ঞাত কোন দেবতা, অর্থাৎ তোমাদের চতুৰ্দ্দিকস্থিত নিকটবৰ্ত্তি কিম্বা তোমাদের হইতে দূরবর্বি, পৃথিবীর আদ্যন্তের মধ্যে ষে কোন জাতির যে কোন দেবত হউক, তাহার বিষয়ে তোমাকে ভুলাইয়া যদি তোমার মাতৃপুত্র অর্থাৎ সহোদর কিম্বা পুত্র কিম্বা কন্যা কিম্বা বক্ষঃস্থায়িনী ভাৰ্য কিম্বা প্রাণভুল্য মিত্র গোপনে কহে, আইস, আমরা যাইয়া ইতর দেবতার সেবা করি, তবে তুমি সেই ব্যক্তির কথাতে সম্মত হইব না, ও তাহার বাক্যে মনোযোগ করিবা না, ও তাহার প্রতি চক্ষুলজ্জা করিব না, ও তাহাকে কৃপা করিব না ও ক্ষমা করিব না । * কিন্তু অবশ্য তাহাকে বধ করিব1; তাহাকে বধ করিতে তুমি প্রথমে তাহার উপরে হস্তাপর্ণ করিব, পরে সকল লোক হস্তাপর্ণ করিবে। ** তাহার প্রাণবিয়োগ পর্যন্ত তাহাকে প্রস্তরাঘাত করিব, কেননা, মিসরদেশরূপ দাসতলাগারহইতে তোমাদিগকে উদ্ধার করিয়া আনি•

187