পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় প্রথমজাতদিগকে র্তাহার সম্মুখে ভোজন করিব, এই রূপে আপন প্রভু পরমেশ্বরকে সৰ্ব্বদা ভয় করিতে শিক্ষা করিব। ২৮ সেই যাত্র। যদি তোমাদের দুষ্কর হয়, অর্থাৎ তোমাদের প্রভু পরমেশ্বর আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানের দূরত্র প্রযুক্ত যদি তোমরা আপন প্রভু পরমেশ্বরের আশীৰ্ব্বাদে প্রাপ্ত তথায় লইয়া যাইতে না পার, ২° তবে তোমরা সেই ত টাকা করিয়া সেই টাকা বাধিয়া হন্তে লইয়া তোমাদের প্রভু পরমেশ্বরের মনোনীত স্থানে যাইবা । ২ ° পরে সেই টাকা দিয়া তোমাদের প্রাণের অভিলষিত গোরু কিম্বা মেষাদি কিম্বা দ্রাক্ষারস কিম্বা মদ্য, যে কোন দৃব্যেতে তোমাদের মনের বাস্থ হয়, তাহা ক্রয় করিয়া সেই স্থানে তোমাদের প্রভু পরমেশ্বরের সম্মুখে ভোজন করিয়া সপরিবারে আনন্দ করিবা। & * আর তোমাদের নগরদ্বারবৰ্ত্তি অন্তরস্থ লেবীয়দিগকে ত্যাগ করিব না, কেননা তোমাদের সহিত তাহীদের কোন অধিকার ও অংশ নাই । - ২৮ তৃতীয় বৎসরের শেষে তোমরা সেই বৎসরে উৎপন্ন আপন ২ শস্যাদির দশমাংশ বাহির করিয়া আনিয়া নগরদ্বারের ভিতরে সঞ্চয় করিয়া রাখ ; *- তাহাতে তোমাদের সহিত যাহাদের কোন অধিকার ও অংশ নাই, সেই লেবীয়েরা এবং বিদেশিগণ ও পিতৃহীন বালকেরা ও বিধবার, তোমাদের নগরদ্বারবৰ্ত্তি এই সকল লোক আসিয়া ভোজন করিয়া তুপ্ত হইবে। তাহাতে তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের হস্তকৃত সমস্ত কর্মেতে তোমাদিগকে আশীৰ্ব্বাদ করিবেন । ১৫ অধ্যায় । ১ ঋণমোচনের বৎসরের কথা, ৭ ও তৎপ্রযুক্ত দানে অসমত্ত হইতে নিষেধ, ১ ২ ও সাত বৎসরের পরে দাসের যুক্তির কথা, ১৯ ও পরমেশ্বরের উদ্দেশে প্রথমজাত পশুগণকে পৃথক কারতে আজ্ঞা । ১৫ অধ্যায়।]

  • তোমরা সাত বৎসরের পর ঋণ মোচন করিব। ২ সেই ঋণমোচনের এই ব্যবস্থ1; যে মহাজন আপন প্রতিবাসিকে ঋণ দিয়াছে, সে আপনার দত্ত সেই ঋণের মোচন করিবে, প্রতিবাসিহইতে কিম্বা আপন ভুতাহইতে ঋণ আদায় করিবে না ; কেননা পরমেশ্বরের উদ্দেশে ঋণ মোচনের ঘোষণা হইবে তোমরা বিদেশির কাছে আদায় করিতে পার ; কিন্তু তোযাদের মধ্যে যাবৎ দরিদ্রের অভাব ন হইবে, তাবৎ তোমাদের ভুতার নিকটে তোমাদের যাহা আছে, তাহ মোচন করিবাt * যে

বিবরণ। )*ー○ হেতুক তোমাদের প্রভূ পরমেশ্বর তোমাদের অধিকারাথে যে দেশ দিবেন, সেই দেশে তিনি তোমাদিগকে আশীৰ্ব্বাদ করিবেন। - কিন্তু আমি অদ্য তোমাদিগকে এই যে আজ্ঞা দিতেছি, ইহা পালনার্থে সাবধান হইয়া তোমাদের প্রভু পরমেশ্বরের বাক্যে মনোযোগ করিতে হইবে । • কেননা তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের প্রতি আপন অঙ্গীকারানুসারে তোমাদিগকে অাশীৰ্ব্বাদ করিলে তোমরা অনেক ভিন্নজাতীয়দিগকে ঋণ দিবা, কিন্তু ঋণ লইব না ; এবং অনেক ভিন্নজাতীয়দের উপরে কতৃৰ্তা করিব, কিন্তু তাহার তোমাদের উপরে কতৃৰ্তর করিবে না।

  • তোমাদের মধ্যে, অর্থাৎ তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে যে দেশ দিবেন, তাহার কোন নগরদ্বারাভ্যন্তরে যদি তোমাদের কোন ভূতি দরিদ্র হয়, তবে তোমরা তাহার প্রতি অন্তঃকরণ কঠিন করিব না, ও দরিদ্র ভুতার প্রতি আপন হন্ত রুদ্ধ করিব না ; ৮ কিন্তু তাহার প্রতি মুক্তহস্ত হইয় তাহার দুৰ্গতিজন্য প্রয়োজনানুসারে তাহাকে অবশ্য ঋণ দিবা। * সাবধান, সপ্তম বৎসর অর্থাৎ মোচনবৎসর নিকটবর্তী, ইহা কহিয়া আপন ২ দুষ্ট অন্তঃকরণের সহিত কুমন্ত্রণা করিও না ; যেহেতুক তোমর যদি আপন ২ দরিদ্র ভুতার প্রতি কুদৃষ্টি করিয়া তাহাকে কিছু না দেও, তবে সে তোমাদের প্রতিকুলে পরমেশ্বরের কাছে প্রার্থনা করিলে তোমাদের অপরাধ হইবে । ** অতএব তোমরা তাহাকে অবশ্য দিব, দান করণ সময়ে অন্তঃকরণে দুঃখিত হইবা না ; কেননা ঐ কর্ম প্রযুক্ত তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের সমস্ত কর্মে, এবং তোমরা যাহাতে ২ হস্তাপর্ণ করিব, সেই সকলেতে তোমাদের মঙ্গল করিবেন। -- কেননা তোমাদের দেশে দরিদ্রের অভাব হইবে না, এই জন্যে আমি তোমাদিগকে এই আজ্ঞা দিতেছি ; তোমরা আপন দেশস্থ দীনহীন দুঃখি ভুতার প্রতি মুক্তহস্ত হইব।
  • আর যদ্যপি তোমার ভাতা কোন ইন্দ্রীয় পুরুষ কিম্বা স্ত্রীলোক তোমার নিকটে বিক্রীত হয়, তবে সে ছয় বৎসর পর্যন্ত তোমার সেবা করিবে ; সপ্তম বৎসরে তুমি তাহাকে মুক্ত করিয়া আপনার নিকটহইতে বিদায় করিবা। কিন্তু মুক্ত করিয়া বিদায় করণ সময়ে তাহাকে রিক্তহস্তে বিদায় করিব না । * তুমি আপন পাল ও শস্য ও দ্রাক্ষারসহইতে তাহাকে প্রচুর দিবা ; তোমার প্রভু পরমেশ্বরের আশী 源 তাহাকে দিবা । ** তোমরা মিসরদেশে দাস ছিল, এবং তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে মুক্ত করিয়াছেন, ইহা যেন স্মরণ

- * 189