পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ অধ্যায়।] ও তাহারা ধরা পড়ে, ** তবে তাহাতে উপগত পুরুষ কন্যার পিতাকে পঞ্চাশ শেকল রূপ। দিবে, এবং তাহাতে উপগত হওন প্রযুক্ত সে তাহার ভার্য হইবে, সেই পুরুষ তাহাকে যাবজ্জীবন ত্যাগ করিতে পারিবে না । ৩• আর মনুষ্য আপন পিতৃভাৰ্য্যাতে উপগত হইবে না, ও আপন পিতার আবরণীয় অনাবৃত করিবে না। ২৩ অধ্যায় । ১ মণ্ডলীতে যাইতে কোন লোকের নিষেধ, ৭ ও কোন লোকের গ্রহ৭, ১ ও অশুচিতাহইতে সাবধান হওমের আজ্ঞ, ১৫ ও পলায়নকারি দাসকে সমপৰ করিতে নিষেধ, ১৭ ও ব্যভিচারাদির নিষেধ, ১১ ও সুদ গ্রহণে নিষেধ, ২১ ও মামত সিদ্ধ করণের আজ্ঞা, ২৪ ও প্রতিবালির দ্রব্য ভোজনের বিধি ।

  • আর নিষেকাষ কিম্বা ছিন্নলিঙ্গ ব্যক্তি পরমেশ্বরের মণ্ডলীতে প্রবেশ করিবে না । ই এবং জারজ ব্যক্তিও পরমেশ্বরের মণ্ডলীতে প্রবেশ করিবে না ; তাহার দশ পুরুষ পর্যন্ত পরমেশ্বরের মণ্ডলীতে প্রবেশ করিতে পাইবে না। * এবx আন্মোনীয় কিম্বা মোয়াবীয় লোক পরমেশ্বরের মণ্ডলীতে প্রবেশ করিতে পাইবে না ; ও দশ পুরুষ পর্যন্ত তাহার কখন পরমেস্বরের মণ্ডলীতে প্রবেশ করিতে পাইবে না। * কেননা মিসর হইতে তোমাদের আগমন সময়ে তাহারা পথে অন্ন জল লইয়া তোমাদের সহিত সাক্ষাৎ করিল না, কিন্তু তোমাদের প্রতিকুলে শাপ দিতে আরামনহরয়িমস্থ পিথোর নিরাসি বিয়োরের পুত্র বিলিয়মকে বেতন দিল । * তথাপি তোমাদের প্রভু পরমেশ্বর বিলিয়মের কথায় মনোযোগ করিতে অসম্মত হইয়া সেই অভিশাপকে পরিবর্তন করিয়া আশীৰ্ব্বাদস্বরূপ করিলেন ; কারণ তোমাদের প্রভূ পরমেশ্বর তোমাদিগকে প্রেম করেন t * তোমরা যাবজ্জীবন তাহাদের শান্তি ও মঙ্গল কখনো অন্বেষণ করিব না ।
  • আর তোমরা ইদোমীয় লোকদিগকে ঘুণ করিব না, কেননা তাহারা তোমাদের ভুাতা ; আর মিসিদিগকেও ঘৃণা করিব না, কেননা তোমরা তাহাদের দেশে প্রবাসী ছিল । * তাহাদের হইতে যে সন্তান উৎপন্ন হইবে, তাহারা তৃতীয় পুরুষে পরমেশ্বরের মণ্ডলীতে প্রবেশ করিবে :
  • আর তোমরা শত্ৰুগণের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করণ সময়ে সকল প্রকার দুযকর্মহইতে সাবধান হইবা । ** এবখ তোমাদের মধ্যে যদি কোন : ব্যক্তি রাত্রিয়টিত কোন অশুচিতাতে

দ্বিতীয় বিবরণ। 》动° অশুচি হয়, তবে সে শিবির হইতে বাহির হইবে, শিবির মধ্যে প্রবেশ করিবে না। ** কিন্তু প্রায় সন্ধ্যা উপস্থিত হইলে জলে স্নান করিবে, ও সূর্যের অস্তগমন সময়ে শিবিরমধ্যে প্রবেশ করিবে । ** আর তোমরা মলত্যাগের জন্যে শিবিরের বাহিরে এক স্থান নিরূপণ করিয়া বাহির হইয়া সেই স্থানে যাইবা । ৩ এবং তোমাদের সামগ্রীর মধ্যে এক প্রকার কোদালি থাকিবে ; বহিদেশে গমন সময়ে তোমরা তদ্বারা গৰ্ত্ত করিয়া আপনাদের নির্গত মল ঢাকিতে আর বার পূর্ণ করিব। • কেননা তোমাদিগকে রক্ষা করিতে ও তোমাদের শত্ৰুগণকে তোমাদের হস্তগত করিতে তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের শিবিরের মধ্যে ভূমণ করেন ; অতএব তোমাদের শিবির পবিত্র হউক ; পাছে তোমাদিগেতে কোন অপবিত্রতা দেখিলে তিনি তোমাদের হইতে পরায়ুখ হন।

  • আর যে দাস আপন স্বামির নিকটহইতে পলাইয়া তোমাদের আশ্রয় লয়, তোমরা তাহাকে সেই স্বামির হস্তে সমপর্ণ করিবা না । ** সে তোমাদের কোন এক নগর দ্বারে আপনার অভিলাষানুসারে মনোনীত স্থানে তোমাদের মধ্যে বাস করিবে, তোমরা তাহার প্রতি উপদ্রব করিব না।
  • ইসায়েলীয় কোন কন্যা বেশ্য না হউক, ও ইস্রায়েলীয় কোন পুরুষ পুঙ্গামী না হউক । * আর কোন মানতের জন্যে বেশ্যার বেতন কিম্বা কুকফুরের মূল্য তোমাদের প্রভু পরমেশ্বরের গৃহে আনিব না, কেননা সে উভয়ই তোমাদের প্রভু পরমেশ্বরের ঘৃণাঙ্গ।
    • আর তোমরা সুদের জন্যে অর্থাৎ রূপার কিম্বা খাদ্য সামগ্রীর কিম্বা অন্য কোন দুব্যের সুদ পাইবার জন্যে আপন ভাতাকে ঋণ দিব না । ২° সুদের জন্যে বিদেশিকে ঋণ দিবা, কিন্তু আপন ড্রাতাকে দিব না ; তাহাতে তোমরা যে দেশ অধিকার করিতে যাইতেছ, সে দেশে তোমাদের হস্তকৃত সমস্ত কর্মে তোমাদের প্রভু পরমেশ্বর আশীৰ্ব্বাদ করিবেন ।
    • আর তোমরা আপন প্রভু পরমেশ্বরের উদ্দেশে যাহা মানত করিব, তাহা দিতে বিলম্ব করিব না ; কেননা তোমাদের প্রভু পরমেশ্বর অবশ্য তাহা তোমাদের হইতে আদায় করিবেন ; না দিলে তোমাদের পাপ হইবে । ২২ কিন্তু তোমরা যদি মানত না কর, তবে তাঁহাতে পাপ হইবে না। ২° তোমরা আপন ২ ওষ্ঠনিগত বাক্য পালন করিব, এবং তোমাদের প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমাদের মুখহইতে" যেমন স্বেচ্ছাদক মানতের কথা নিগর্ত হয়, তদনুসারে করিব t

Ig7