পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ 8 আপন প্রভু পরমেশ্বরের বাক্য শুনিলা না, ** আর পরমেশ্বর তোমাদের মঙ্গল ও বৃদ্ধি করিতে যেমন, আহলাদত ছিলেন, সেই রূপ : তোমাদিগকে বিনাশ করিতে ও লোপ করিতে আহলাদিত হইবেন ; এবং তোমরা যে দেশ অধিকার করিতে যাইতেছ, তাহাহইতে দূরীকৃত হইব । ** পরমেশ্বর তোমাদিগকে পৃথিবীর এক সীমাহইতে অন্য সীমা পর্যন্ত সমস্ত জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করবেন ; সেই স্থানে তোমরা আপনাদের ও. আপন পূৰ্ব্বপুরুষদের অজ্ঞাত কাষ্ঠময় ও পাষাণময় ইতর দেবগণকে সেবা করিব । । ** এব^ সেই জাতিদের মধ্যে কোন সুখ পাইবা না, ও তোমাদের পদতলের বিশ্রাম হুইবে না ; কিন্তু পরমেশ্বর সেই স্থানে তোমাদিগকে অন্তঃকরণের কম্প ও চক্ষুঃক্ষীণতা ও মনেতে শোক দিবেন। ** তোমরা প্রাণের বিষয়ে নিতান্ত নিরাশ হইব1, ও দিবারাত্রি শঙ্কা করিবা, ও আপন ২ প্রাণরক্ষা তোমাদের অসম্ভব বোধ হইবে । ** এর৭, তোমরা মনেতে যে শঙ্কা করিব ও চক্ষুতে যে ভয়ঙ্কর দর্শন করিব, তৎপ্রযুক্ত প্রাতঃকালে কহিবা, হায় ২ কথন সন্ধ্য হইবে ? এৰ সন্ধ্যাকালে কহিবা, হায় ২ কখন প্রাতঃকাল হইবে? ২৮ আর আমি তোমাদিগকে যে পথের বিষয়ে কহিলাম, তোমরা . এই পথ আর দেখিব না, পরমেশ্বর সেই মিসরদেশের পথে জাহাজদ্বার তোমাদিগকে পুনৰ্ব্বার লইয়া যাইরেন, এবx সেই স্থানে তোমরা দাস ও দাসীরূপে আপন শজুদের কাছে বিক্রীত হইতে যাইবা ; কিন্তু কেহ তোমাদিগকে ক্রয় করিবে না। . ২৯ অধ্যায়। " ১ আজ্ঞা পালন করিতে বিনয়, ১• ও ঈশ্বরের সহিত নিয়ম স্থির করণ, ১৮ ও আজ্ঞা লঙ্ঘনের প্রতিফল।

  • পরমেশ্বর হোরেবে ইস্রায়েল বংশের সহিত যে নিয়ম করিয়াছিলেন, তদ্ভিন্ন মোয়াব দেশে তাহাদের সহিত ষে নিয়ম করিতে মূসাকে আজ্ঞা করিলেন, সেই নিয়মের বৃত্তান্ত এই ৷

মুসা ইসুয়েলের সমস্ত বংশকে ডাকিয়া কহিল, পরমেশ্বর মিসরদেশে ফিরেীণের ও তাহার সমস্ত দাসগণের ও সমস্ত দেশের প্রতি যে সকল , কর্ম করিয়াছিলেন, তাহী তোমরা স্বচক্ষে দেখিয়াছ ; .* অর্থাৎ এত মহাপরাক্ষ। ৪ চিহ্ন ও মহা আশ্চর্যাত ক্রিয় , তোমরা আপন ২ চকুতে দেখিয়াছ তথাপি পরমেশ্বর জ্ঞানাথে অন্তঃকরণ ও দর্শনার্থে চক্ষু ও শ্রবণার্থে কর্ণ অদ্যাপি তোমাদিগকে দেন নাই। “ আমিই তোমাদের প্রভু পরমেশ্বর, 204 দ্বিতীয় বিবরণ। [২৯ অধ্যায়। ইহা যেন তোমরা জ্ঞাত হও, এই জন্যে আমি চল্লিশ বৎসর পর্যন্ত প্রান্তরে তোমাদিগকে লইয়া ভূমণ করাইয়াছি ; তাহাতে তোমাদের গাত্রে তোমাদের বস্ত্র জীর্ণ হয় নাই, ও, তোমাদের পায়ের জুতা পুরাতন হয় নাই। - এবs তোমরা রুটী ভোজন কর নাই, এবং দ্রাক্ষারস ও সুরা পান করিতে পাও নাই। 1 পরে তোমরা এই স্থানে উপস্থিত হইলে পর হিস্থবোনের সহোন রাজা ও বাশনের ওগ রাজা আমাদের সহিত যুদ্ধ করিতে বাহির হইলে আমরা তাহাদিগকে বধ করিলাম ; ) এবং২ তাহাদের দেশ হস্তগত করিয়া রূবেণীয় ও গাদীয় লোকদিগকে ও মিনশির অন্ধবxশকে অধিকার করিতে দিলাম। * অতএব তোমরা তাবৎ কৰ্ত্তব্য কর্মে যেন কৃতাৰ্থ হও, এই নিমিত্তে এই নিয়মের কথা পালন করিয়া তদনুসারে কর্ম কর । .** পরমেশ্বর তোমাদিগকে যেমন কহিয়াছেন, এব^ তোমাদের পূর্বপুরুষ ইব্রাহীম ও ইসহাক ও যাকুবের প্রতি যেমন দিব্য করিয়াছেন, তদ্রুপ তিনি যেন তোমাদিগকে অাপন প্রজারূপে স্থাপন করেন ও তোমাদের ঈশ্নর হন ; ** এই নিমিত্তে যে নিয়ম ও যে দিব্য তোমাদের প্রভূ পরমেশ্বর অদ্য, তোমাৰ দের সঙ্গে স্থির করিবেন, তোমাদের প্রভু পরমেশ্বরের সহিত তাহা স্থির করিতে তোমরা সকলে, ** অর্থাৎ তোমাদের বংশাধিপতিগণ ও প্রাচীনগণ ও অধ্যক্ষগণ ও ইসায়েলের তাবৎ পুরুষ ** ও তোমাদের বালক ও ভাৰ্য্যাগণ ও তোমাদের শিবিরের মধ্যবৰ্ত্তি বিদেশি লোকেরা, এব^ কাষ্ঠচ্ছেদক অবধি জলবাহক পর্যন্ত সকলে অদ্য আপন প্রভু পরমেশ্বরের সাক্ষাতে দণ্ডায়মান আছ । **, আর আমি এই নিয়ম ও দিব্য, কেবল তোমাদের সহিত করি তাহা নয় ; ** বর^ আমাদের সঙ্গে অদ্য এই স্থানে আমাদের প্রভু পরমেশ্বরের সম্মুখে যে ২ দাড়াইয় আছে, ও আমাদের সঙ্গে অদ্য যে ২ দাড়াইয়া নহে, এই সকলের সহিত এই নিয়ম স্থির করি। .

    • আমরা মিসরদেশে যেরূপে বাস করিায়াছি, এবং নানা জাতিদের নিকট দিয়া যে• রূপে আসিয়াছি, তাহ তোমরা জ্ঞাত আছ ; ** এব^ তাহাদের ঘৃণাহ বস্তু অর্থাৎ কাষ্ঠময় ও পাষাণময় ও স্বর্ণময় প্রতিমা সকল দেখি, য়াছ। * অতএব সাবধান, এই ভিন্নজাতীয়দের দেবগণের পশ্চাদগামী হইয় তাহাদের সেৱা করিতে অদ্য আমাদের প্রভু পরমেশ্বরহইতে পরাখুখ মন বিশিষ্ট কোন পুরুষ কিন্তু স্ত্রী কিম্বা পরিবার কিম্বা বxশ তোমাদের মধ্যে যেন না থাকে, এবং বিষবৃক্ষের ও নাগদা