3• অধ্যায়।] মার যুল’ তোমাদের মধ্যে যেন না থাকে। ** এবং এই শাপের কথা শুনিয়া, আমি আ*न भट्नङ्गः fনুসারে চলিয়া মদের অপध्घ्नषाद्री छूक निदाद्रंथ कāिप्लs. श्राभाद्र यत्रज्ञ হইবে, মনে ২ আপনাকে এই আশীৰ্ব্বাদ করিতে উদ্যত কোন ব্যক্তি যেন না থাকে। ২° পরমেশ্বর তাহাকে ক্ষমা করিতে সমমত হইবেন না, কিন্তু সেই মনুষ্যের প্রতিকুলে পরমেশ্বরের উষ্ণমা ও ক্রোধাগ্নি প্রজবলিত হইবে, ও এই পুস্তকে লিখিত তাবৎ শাপ তাহাতে আশ্রয় করিবে, এবং পরমেশ্বর আকাশমণ্ডলের অধোহইতে তাহার নাম লোপ করিবেন। ** এবং পরমেশ্বর এই ব্যবস্থাগুস্থে লিখিত নিয়মের তাবৎ শাপানুসারে অমঙ্গলার্থে ইস্রায়েলের সমস্ত বNশহইতে তাহাকে পৃথক করিবেন । ২২ তাহাতে পরমেশ্বর এ দেশের উপরে যে সকল আঘাত ও রোগ আনিবেন, তাহ1 যখন তোমাদের পরে উৎপন্ন তোমাদের ভাবি সন্তানদের বংশ এবং দূরদেশহইতে আগত বিদেশি লোকেরা দেখিবে ; ২° এবং পরমেশ্বর আপন ক্রোধ ও প্রতাপে যে সিদোম ও অমোরা ও আদম ও সিবোয়িম নগর উৎপাটন করিয়াছিলেন, তাহার মত এই দেশের সমস্ত ভূমি গন্ধক ও লবণ ও দহনেতে পরিপূর্ণ হইয়। বুনা যায় না, ও ফলোৎপত্তি করে না, ও তাহাতে কোন তৃণ হয় না, এ সকল যখন দেখিবে ; ** তখন সমস্ত জাতীয়েরা এই কথা কহিবে, পরমেশ্বর এ দেশের প্রতি কেন এমত করিলেন ? তাহার এতদ্রুপ মহাক্রোধ প্রজবলিত হওনের কারণ কি ? ** তাহাতে লোকেরী কহিবে; তাহাদের প্রভু পরমেশ্বর মিসরদেশহইতে তাহীদের পূৰ্ব্বপুরুষদিগকে বাহির করিয়া আনয়ন সময়ে তাহাদের সহিত যে নিয়ম করিয়াছিলেন, সেই নিয়ম তাহারা লঙ্ঘন করিয়াছে । & * অর্থাৎ তাহারা যাইয়া ইতর দেবগণের সেবা করিয়াছে, এবx আপনাদের অজ্ঞাত ও পরমেশ্বরের অদত্ত দেবগণকে প্রণাম করিয়াছে ; *? এই জন্যে এই পুস্তকে লিখিত সমস্ত শাপ সেই দেশে আশ্রয় করাইতে তাহার প্রতি পরমেশ্বরের ক্রোধ প্রজবলিত হইল, ২৮ এবং পরমেশ্বর ক্রোধে ও প্রতাপে ও মহাকোপে তাহদের দেশহইতে উৎপাটন পূৰ্ব্বক আদ্যকার ন্যায় অন্য দেশে তাহাদিগকে নিক্ষেপ | বৃদ্ধি করিলেন । * গুপ্ত বিষয় সকল আমাদের প্রভু পরমেশ্বরের অধিকার ; কিন্তু প্রকাশিত বিষয় সকল সৰ্ব্বদা আমাদের ও । আমাদের ভাবিসন্তানদের অধিকার, এই জন্যে এই ব্যবস্থার সয়ন্ত বচনানুসারে কর্ম করা আমাদের মঙ্গল।
- .
良°@ S ttB seBS BBBS SS ১ অনুতাপকারিদের প্রতি অনুগ্রহ করিতে ঈশ্বরের - প্ৰতিডা, ১১ ও স্পষ্টরূপে অডির প্রকাশ হওনের -কথা, ১৫ ও লম্মুখে মৃত্যু ও জীবন রাখনের কথা । * আমি তোমাদের সম্মুখে এই যে আশীৰ্ব্বাদ ও শাপ স্থাপন করিলাম, ইহার সমস্ত বাক্য যখন তোমাদিগেতে ফলিবে, তখন তোমাদের প্রভু পরমেশ্বর যে ২ ভিন্নজাতীয় লোকদের মধ্যে তোমাদিগকে দূর করবেন, ২ সেই ২ স্থানে যদি তোমরা মনে চেতন পাইয় আপন প্রভু পরমেশ্বরের প্রতি ফির, এবং অদ্য আমি তোমাদিগকে যে সমস্ত আজ্ঞা দিতেছি, তদনুসারে যদি তোমরা ও তোমাদের সন্তানগণ আপন ২ সমস্তু অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সহিত র্তাহার বাক্যে মনোযোগ কর । * তবে তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদিগকে কৃপা করিয়া বন্দিতাহইতে মুক্ত করবেন, ও যে ২ জাতিদের মধ্যে তোমাদিগকে ছিন্ন ভিন্ন করবেন, তথাহইতে আর বার তোমাদিগকে সৎগুহ করিবেন। • যদ্যপি তোমরা আকাশের প্রান্ত পর্যন্ত দূরীকৃত হইয়া থাক, তথাপি তোমাদের প্রভু পরমেশ্বর তথাহইতেও তোমাদিগকে সৎগুহ, করিয়া আনিবেন। " এবং তোমাদের পূর্বপুরুষেরা যে দেশ অধিকার করিয়াছিল, তোমাদের প্রভু পরমেশ্বর সেই দেশে তোমাদিগকে আনিবেন, ও তোমরা তাহা অধিকার করিব ; তিনি তো মাদের মঙ্গল করিয়া তোমাদের পূৰ্ব্বপুরুষদের অপেক্ষাও তোমাদের বৃদ্ধি করবেন। ° আর তোমরা যেন সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সহিত আপন প্রভু পরমেশ্বরেতে প্রেম করিয়া জীবৎ থাক, এই জন্যে তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের ও তোমাদের বংশের অন্তঃকরণের তত্ত্বকছেদ করিবেন t * এবx তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের ঘৃণাকারি ও তাড়নাকারি শত্ৰুগণের উপরে এই সকল শাপ বৰ্বাইবেন। এবং তোমরা মনঃপরিবর্তন পূৰ্ব্বক পরমেশ্বরের বাক্যে মনোযোগ করিবা, এবং আমি অদ্য তোমাদিগকে র্তাহার যে সমস্ত আজ্ঞা কহিতেছি, তাহা পালন করিবা। :- এৰখ তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের হস্তকৃত সকল কর্মে ও শরীরের ফলে ও পশুর ফলে ও ভূমির ফলে মঙ্গল করিয়া তোমাদের করিবেন ; যেহেতুক পরমেশ্বর তোমাদের পূৰ্ব্বপুরুষদিগেতে যেমন আনন্দ করিয়াছিলেন, মঙ্গল করিতে তোমাদিগেতেও তদ্ধপ আনন্দ করিবেন! ** কেননা তোমরা এই ব্যবস্থাগ্রন্থে লিখিত আপন প্ৰভু পরমেশ্বরের আজ্ঞা ও বিধি পালন করশার্থে তাহার বাক্যে মনোযোগ
- 205