পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১শু ঐ নগর বেষ্টন করিয়া প্রতিদিন এক ২ বার প্রদক্ষিণ করিবা ; এই রূপে ছয় দিবস করিব । এবং সাত জন যাজক সিন্দুকের অগ্রসর হইয়া মহাশব্দকারি সাত তুরী বহন করিবে ; পরে সপ্তম দিবসে তোমরা সাত বার নগর প্রদক্ষিণ করিবা, এবং যাজকগণ তুরী বাজাইবে । * এব^ তাহারা উচ্চৈঃস্বরে মহাশব্দকারি তুরী বাজাইলে তাহ শুনিয়া সমস্ত লোক মহাসিংহনাদ করিবে ; তাহাতে নগরের প্রাচীর পড়িয়া সমভূমি হইবে, এবং লোকের প্রত্যেক জন আপন ২ সম্মুখস্থিত সোজা পথ দিয়া প্রবেশ করবে। * পরে নুনের পুত্ৰ যিহোশূয় যাজকগণকে ডাকিয়া কহিল, তোমরা নিয়মসিন্দুক তুল, এবং সাত জন যাজক পরমেশ্বরের সিন্দুকের অগ্রসর হইয়া মহাশব্দকারি সাত তুরী বহন করুক । * অপর সে লোকদিগকে কহিল, তোমরা অগ্রসর হইয়া নগর বেষ্টন কর, এবং যে কেহ সুসজ্জ আছে, সে পরমেশ্বরের সিন্দুকের অগ্রসর হইয় গমন করুক। ৮ তাহাতে লোকদের প্রতি যিহোশূয়ের আজ্ঞানুসারে মহাশব্দকারি সাত তুরীবাহি সাত জন যাজক তুরী বাজাইতে ২ পরমেশ্বরের অগ্রগামী হইল, এবx পরমেশ্বরের নিয়মসিন্দুক তাহদের পশ্চাৎ ২ চলিল। - এবং সুসজ্ঞ লোকের তুরীবাদক যাজকদের অগ্রসর হইয়া চলিল, এবং যাজকগণ যাইতে ২ তুরীধ্বনি করিলে পশ্চাদ্বগামি লোকের সিন্দুকের পশ্চাৎ ২ গমন করিল। ** তখন যিহোশূয় লোকদিগকে কহিল, তোমরা সিAহনাদ করিও না, ও অ্যাপন ২ স্বরে কিছু শব্দ করিও না, তোমাদের মুখহইতে বাক্য নিগর্ত না হউক ; পরে আমি যে দিবসে সিRহনাদ করিতে তোমাদিগকে আজ্ঞা করিব, সে দিবসে তোমরা সিংহনাদ করিব । ** অনন্তর তাহারা পরমেশ্বরের নগরের চতুদিগে এক বার প্রদক্ষিণ করাইয়া শিবিরে আসিয়া শিবিরে রাত্রি যাপন করিল।

  • অপর যিহোশূয় অতি প্রত্যুষে উঠিল, এবং যাজকগণ পরমেশ্বরের সিন্দুক তুলিল। * এবং মহাশব্দকারি সাত তুরীধাfর সাত যাভক পরমেশ্বরের সিন্দুকের অগ্রগামী হইয় অনবরত তুরী বাজাইল, এবং সুসজ্জ লোকেরা তাহাদের অগ্রসর হইয়া চলিল, এবK যাজকগণ যাইতে ২ ঘূরীধ্বনি করিলে পশ্চাদৃগামি লোকের পরমেশ্বরের সিন্দুকের পশ্চাৎ ২ গমন করিল । ** এই রূপে তাহার। দ্বিতীয় দিবসেও এক বার নগর প্রদক্ষিণ করিয়া শিবিরে ফিরিয়া আইল ;. তাহারা ছয় দিবস এই রূপ করিল। * পরে সপ্তম দিবসে তাহারা প্রত্যুষে

216 যিহোশূয়। , [৬ অধ্যায় । অরুণোদয় সমরে উঠিয়া সাত বার নগর প্রদক্ষিণ করিল, কেবল এই দিবসে সাত বার নগর প্রদক্ষিণ করিল। -

    • অপর সপ্তম বারে যাজকগণ তুরী বাজাইলে যিহোশূয় লোকদিগকে কহিল, তোমরা সিRহনাদ কর, কেননা পরমেশ্বর তোমাদিগকে নগর দিলেন । ** কিন্তু নগর ও তন্মধ্যস্থ সমস্ত বদ্ধ পরমেশ্বরের উদ্দেশে বজ্জিত হইবে ; তাহার মধ্যে কেবল রাহব বেশ্য ও তাহার বাটীস্থিত সমস্ত, সঙ্গি লোক বাচিবে, কেননা সে আমাদের প্রেরিত দূতগণকে লুকাইয়। রাখিয়াছিল । , ৮ অতএব তোমরা সেই বজ্জিত দ্ৰব্যহইতে আপনাদিগকে নিতান্ত রক্ষা করিব, নতুবা সেই বজ্জিত দুব্যের কিঞ্চিৎ গ্রহণ করিলে তোমর বজ্জিত হইবা, ও ইস্রায়েল ব^শের সৈন্য সামন্তকে বজ্জিত লোক করিয়া ব্যামোহ দিবা । ** সমুদয় রূপা ও স্বণ এবং পিত্তলের ও লেীহের সমস্ত পাত্র পরমেশ্বরের উদ্দেশে পবিত্র হইবে, ও পরমেশ্বরের ভাণ্ডারে আনীত হইবে। ** পরে লোকের সিRহনাদ করিল, অর্থাৎ তুরী বাজিলে লোকের তুরীধ্বনি শুনিয়া অতি উচ্চৈঃস্বরে সিংহনাদ করিল, তাহাতে নগরের প্রাচীর মৃত্তিকাতে পড়িয়া সমভূমি হইল ; পরে লোকের। আপন ২ সন্মুখস্থ পথ দিয়া প্রবেশ করিয়া নগর হস্তগত করিল ; ** এব^ খড়গের ধারেতে নগরের স্ত্রী পুরুষ আবাল বৃদ্ধ ও গে। মেষ গদভাদি সকলকে বজ্জিতরূপে বিনাশ করিল। ২২ কিন্তু যে দুই ব্যক্তি দেশ অনুসন্ধান করিয়াছিল, তাহাদিগকে যিহোশূয় আজ্ঞা করিল, তোমরা সেই বেশ্যার বাটীতে যাইয় আপনাদের দিব্যানুসারে সেই স্ত্রীকে ও তৎসম্পৰ্কীয় সকলকে বাহির করিয়া আন । ২• তাহাতে সেই দুই যুবচর প্রবেশ করিয়া রহিবকে ও তাহার পিতামাতাকে ও ড্রাতৃগণকে ও তাহার সর্বস্ব ও তাহার পরিবারাদি সকলকে বাহির করিয়া আনিয়া ইস্রায়েল বংশের শিবিরের বাহিরে রাখিল । ** পরে লোকের নগর ও তন্মধ্যস্থিত সমস্ত বস্তু অগ্নিদ্বারা দগ্ধ করিল, কিন্তু রূপা ও স্বণ এবং পিত্তলের ও লৌহের সমস্ত পাত্র পরমেশ্বরের আবাসের ভাণ্ডারে রাখিল । “ কিন্তু যিহোশুয় রাহব বেশ্যাকে ও তাহার পিত্রাদি পরিবারকে ও তাহার সৰ্ব্বস্থ রক্ষা করিল ; • তাহাজে সে অদ্যাপি ইসায়েল বংশের মধ্যে বসতি করিতেছে ; কারণ ষিরীস্থোর নিরীক্ষণাথে যি• হোশূয়ের প্রেরিত দূতগণকে সে লুকাইয়া রাথিয়াছিল । •
  • ঐ সময়ে যিহোশূয় দিব্য করিয়া কহিল,