পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায় ।] যে কেহ উঠিয়া পুনৰ্ব্বার এই ষিরীহে। নগর নির্মাণ করিবে, সে পরমেশ্বরের সাক্ষাতে শাপগুস্ত হইবে, ও নগর পত্তনের দপ্তরূপে আপন জ্যেষ্ঠ পুত্রকে, ও তাহার দ্বার স্থাপনের দণ্ডরূপে আপন কনিষ্ঠ পুস্তকে দিবে। ২১ ঐ যিহোশুয়ের সহিত পরমেশ্বর ছিলেন, ও তাহার কীৰ্ত্তি সমুদয় দেশ ব্যাপিল । ৭ অধ্যায়। ১ অয়ের নিকটে ইস্রায়েল্ বংশের কতক লোকের যুদ্ধে হত হওন, ও ও তাহার বিষয়ে যিহোশূয়ের বিলাপ, ১০ ও তাহার কারণ ঈশ্বরকর্তৃক প্রকাশিত হওন, ১৬ ও আখন ও তাহার দোষ নিশ্চিত হওন, ২২ ও দোষ প্রযুক্ত তাহার সর্বনাশ ।

  • অপর ইস্রায়েল বংশ বজ্জিত বস্তুদ্বার, অপরাধী হইল, কেননা যিহুদী বংশীয় সেরহের প্রপৌত্র সন্দির পৌত্র কর্মির পুত্র আখন বজ্জিত বস্তুর কিঞ্চিং হরণ করিল ; তাহাতে ইস্রায়েল ব৭শের প্রতি পরমেশ্বরের ক্রোধ প্রজবলিত হইল পরে যিহোশূয় ষিরীহোহইতে বৈথেলের পূৰ্ব্বদিকস্থিত বৈথাবনের নিকটস্থ অয়েতে লোক প্রেরণ করিয়া তাহাদিগকে কহিল, তোমরা উঠিয়া যাইয়া দেশ নিরীক্ষণ করা ; তা

হাতে তাহারা যাইয়। অয় নগর নিরীক্ষণ করিল। !

  • পরে যিহোশূয়ের নিকটে প্রত্যাগমন করিয়া কহিল, সে স্থানে সকল লোকের যাওয়া অনাবশ্যক, দুই কিম্বা তিন সহসু লোক যাইয়। অয়কে হস্তগত করুক ; সে স্থানে সকল লোকের পরিশ্রম করা নিষ্ণুপুয়োজন, কেননা তথাকার লোক অলপ t * অতএব লোকদের মধ্যহইতে প্রায় তিন সহস্ৰ লোক সে স্থানে যাত্রা করিল, কিন্তু তাহারা অয়ের লোকদের সম্মুখ হইতে পলায়ন কfরল । * এবং অয়ের লোকেরা তাহাদের মধ্যে প্রায় ছত্রিশ জনকে আঘাত করিল ; অর্থাৎ নগরদ্বারহইতে শিবারীম পর্যন্ত তাহাদিগকে তাড়না করিয়া নীচগামি পথে আঘাত করিল, তাহাতে ভয়েতে সকলের অন্তঃকরণ জলের ন্যায় দ্রব হইল ।
  • তখন যিহোশূয় ও ইস্রায়েল বংশের প্রাচীন লোকেরা আপন ২ বস্ত্র চিরিয়া পরমেশ্বরের সিন্দুকের সম্মুখে অধোমুখ হইয় সন্ধ্যা পর্যন্ত ভূমিতে পড়িয়া থাকিল ; এবং আপন ২ মস্তকে ধূলা ছড়াইল। " এবং যিহোশূয় কহিল, হায় ২, হে প্রভো পরমেশ্বর, বিনাশার্থে অীমাদিগকে ইমোরীয়দের হস্তে সমপর্ণ করিবার জন্যে তুমি কেন এই লোকদিগকে যদ্দন পার করিয়া আনিলা ? হায় ২, আমরা কেন ক্ষান্ত হইয়া যদ্দনের ওপারে থাকি নাই! ৮ হে প্রভো,

2 F যিহোশয়। २ » १ ইস্রায়েল বংশ আপন শত্ৰুগণের সম্মুখে পরাজুখ হইলে পরে আমি কি কহিব ? * এই কথা শুনি T এতদেশনিবাসি কিনানীয় প্রভৃতি সমস্ত লোক আমাদিগকে বেষ্টন করিয়া পৃথিবীহইতে আমাদের নাম লোপ করিবে, তাহাতে আপন মহানামের নিমিত্তে তুমি কি করিব ?

    • তখন পরমেশ্বর যিহোশূয়কে কহিলেন, তুমি অধোমুখ হইয়া কেন পড়িয়া আছ ? উঠ ইসায়েল বংশ আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়া পাপ করিয়াছে, তাহার সেই বজিত দ্রব্যের কিঞ্চিৎ গ্রহণ করিয়াছে, ও চুরি করিয়াছে, ও তদ্বিষয়ে প্রতারণা করিয়াছে, ও আপনাদের সন্থ স্থানের মধ্যে তাহ রাখিয়াছে। ই এই জন্যে ইস্রায়েল বংশ আপন শত্ৰুগণের সম্মুখে দাড়াইতে না পারিয়া শত্ৰুহইতে পরাজুখ হইল, কেননা তাহারা বজিত হইল ; তোমাদের মধ্যহইতে সেই বজিত বস্তু উৎপাটন না করিলে আমি আর তোমাদের সঙ্গে থাকিব না। ** উঠ, তুমি লোকদিগকে পবিত্র করণার্থে কহ, তোমরা কল্যের জন্যে পবিত্র হও, কেননা ইস্রায়েলের প্রভু পরমেশ্বর এই কথা কহেন, হে ইসায়েল বংশ, তোমাদের মধ্যে বর্জিত বস্তু আছে, তোমাদের মধ্যহইতে সেই বর্জিত বস্তু দূর না করিলে তোমরা আপনাদের শত্ত্বসম্মুখে স্থির থাকিতে পারিব না । ** অতএব তোমরা প্রাতঃকালে মহাবংশানুসারে সকলে নিকটবর্তী হও তাহাতে পরমেশ্বর কতৃক যে মহাবংশ নিশ্চিত হইবে, সে মহাব^শের প্রত্যেক বংশ আসিবে ; ও পরমেশ্বর কর্তৃক যে বংশ নিশ্চিত হইবে, তাহার প্রত্যেক বাটী আসিবে ; ও পরমেশ্বর কর্তৃক যে বাটী নিশ্চিত হইবে, তাহার প্রত্যেক পুরুষ আসিবে। * তাহাঁতে বর্জিত দ্রব্য গ্রহণকারি যে জন ধরা পড়িবে, সে ও তাহার সর্বস্ব অগ্নিতে দগ্ধ হইবে, কেননা সে পরমেশ্বরের নিয়ম লঙ্ঘন করিল, ও ইসুয়েল বংশে দুষ্কর্ম করিল ৷
    • পরে যিহোশূয় প্রত্যুষে উঠিয়া ইসুয়েল লোককে আপন ২ মহাবxশানুসারে আনাইল ; তাহাতে যিহুদাবংশ নিশ্চিত হইল। ** পরে সে যিহুদার প্রত্যেক বংশকে আনাইলে সেরহের বংশ নিশ্চিত হইল ; পরে সে সেরহের বংশকে পর কমে আনাইলে সন্দির বাটী নিশ্চিত হইল । ** পরে সে তাহার পরিজনগণকে পুরুষানুক্রমে আনাইলে যিহদাবংশীয় সেরহের প্রপৌত্র সন্দির পৌত্র কর্মির পুত্ৰ আখন নিশ্চিত হইল। * তখন যিহোশূয় আখনকে কহিল, হে বৎস, বিনয় করি, তুমি ইসায়ে

217