পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায়।] তাহাদের প্রতি তাহাই করিয়া ইসুয়েল বংশের হন্তহইতে তাহাদিগকে রক্ষা করিল, তাহাতে তাহারা তাহাদিগকে বধ করিল না এই রূপে যিহোশূয় সেই দিবসে পরমেশ্বরের মনোনীত স্থানে মণ্ডলীর ও পরমেশ্বরের বেদির নিমিত্তে নিত্য কাষ্ঠচ্ছেদন ও জলবহন কর্মে তাহাদিগকে নিযুক্ত করিল। ১ ০ অধ্যায় । ১ গিৰিয়োন লোকদের সহিত পীচ রাজার যুদ্ধ করণ, ও ও যিহোশূন্য়কে সংবাদ দেওন, ৮ ও পাচ রাজার সহিত যিহোশূয়ের যুদ্ধ করণ, ১২ ও খিছোশুয়ের আজ্ঞাতে সুৰ্য্য ও চন্ত্রের আকাশে স্থগিত হওন, ১৫ ও ঐ পাচ রাজার গুছাতে আশ্রয় লওন, ২২ ও তাহাদিগকে বাহির করিয়। বধ করণ, ২৮ ও মক্কেদ ও লিবন ও গাখীশ ও গেম্বর ও ইগলোন ও দিবীর প্রভৃতি দেশের দক্ষিণভাগ হস্তগত করণ।

  • পরে যিহোশূয় অয় নগরকে হস্তগত করিয়া বর্জিতরূপে বিনষ্ট করিয়াছে, এব^ fঘরীহে ও তাহার রাজার প্রতি যেমন করিয়াছিল, আয়ের ও তাহার রাজার প্রতিও তদ্রুপ করিয়াছে, এবx গিৰিয়োন নিবাসি লোকের ইস্রায়েল বংশের সহিত মিলন করিয়া তাহাদের মধ্যবৰ্ত্তী হইয়াছে, এই সকল কথা শুনিয়া ২ ফিরশালমের আদোনীষেদক রাজা আতিশয় ভীত হইল, কেননা গিবিয়োন নগর রাজধানীর ন্যায় বৃহৎ এবং আয় অপেক্ষাও বড় ছিল, এবং তাহার লোক সকল বলবান ছিল । * অতএব ষিরুশালমের আদোনীষেদক রাজা হিরোণের হেহিম রাজার ও যমূতের পিরাম রাজার ও লার্থীশের যাফিয় রাজার ও ইগলোনের দিবীর রাজার নিকটে লোক প্রেরণ করিয়া এই কথা কহিল ; * অাইস, আমার সহায়তা কর, আমরা গিবিয়োনীয় লোকদিগকে আঘাত করি ; কেননা তাহারা যিহোশূরের ও ইস্রায়েল বংশের সহিত সন্ধি করিয়াছে । * অতএব ইমোরীয়দের ঐ পাঁচ রাজা, অর্থাৎ যিরশালমের রাজা ও হিরোণের রাজা ও যমূতের রাজা ও লাখীশের রাজা ও ইগলোনের রাজা আপন ২ সমস্ত সৈন্যের সহিত একত্র হইয়া উঠিয়া যাইয়া গিবিয়োনের সম্মুখে শিবির স্থাপন করিয়া তাহার প্রতিকুলে যুদ্ধ করিল।
  • তাহাতে গিৰিয়োনীয় লোকেরা গিলগলস্থিত শিবিরে যিহোশূয়ের নিকটে লোক পাঠাইয়। কহিল, তুমি আপন দাসদের প্রতি শৈথিলা না করিয়া তারায় আসিয়া আমাদের সাহায্য ও উপকার কর, কেননা পৰ্ব্বতনিবাসি ইমোরীয়দের সমস্ত রাজগণ আমাদের বিরুদ্ধে একত্র হইল। * তাহাতে যিহোশূয় সমস্ত সৈন্য ও বলবান

যিহোশয়। ২২১ লোকদিগকে সঙ্গে লইয়া গিলগলহইতে যাত্র করিল।

  • অপর পরমেশ্বর যিহোশূয়কে কহিলেন, তুমি তাহাদিগকে ভয় করিও না ; আমি তোমার হস্তে তাহাদিগকে সমপর্ণ করিলাম, তাহাদের কেহ তোমার সম্মুখে দাড়াইতে পারিবে না। পরে যিহোশূয় গিলগলহইতে সমস্ত রাত্রি গমন করিয়া অকস্মাৎ তাহীদের নিকটে উপস্থিত হইল । * তাহাতে পরমেশ্বর ইস্রায়েল বংশের সাক্ষাতে তাহাদিগকে ক্ষুব্ধ করিলে সে গিবিয়োনে মহাসAহারে তাহাদিগকে সAহার করিয়া বৈথোরোণের উৰ্ব্বগামি পথ দিয়া তাহাদিগকে তাড়না করিল, এবং অসেক ও মকেকদ! পর্যন্ত তাহাদিগকে আঘাত করিল। **তাহাতে ষে সময়ে তাহারা ইসুয়েল বংশের সন্মুখহইতে বৈথোরোণের নীচগামি পথে পলায়ন করে, তৎকালে পরমেশ্বর অসেক পর্যন্ত আকাশহইতে তাহাদের উপরে মহাশিলা বর্ষাইলেন ; তাহাতে তাহার। মরিল, এবং ইস্রায়েল ব^শ কর্তৃক খড়গদ্বারা তাহাদের যত লোক অাহত হইল, শিলাতে তদপেক্ষা অধিক মরিল।
  • ং তৎকালে অর্থাৎ পরমেশ্বর কর্তৃক ইস্রায়েল বKশের হস্তে ইমোরীয়দের সমপিত হওন দিবসে যিহোশূয় পরমেশ্বরের প্রতি নিবেদন করিয়া ইসুয়েল বংশের সাক্ষাতে কহিল, হে সূৰ্য্য, তুমি গিবিয়োনের উপরে, ও হে চন্দ্র, তুমি অয়ালোন তলভূমিতে স্থগিত হও । * তাহাতে যে পর্যন্ত সেই বিপক্ষ ভিন্নজাতীয়দের প্রতীকার না হইল, তাবৎ সূর্য স্থগিত ও চন্দ্র স্থির থাকিল ; এই কথা কি যশির গ্রন্থে লিখিত নাই ? এই রূপে আকাশের মধ্যস্থানে সুর্ঘ্য স্থির থাকিল, সম্পূর্ণ এক দিবস অন্তগমন করিতে যতন করিল না। " তাহার পূৰ্ব্বে কি পরে পরমেশ্বর যাহাতে মনুষ্যের বাক্যেতে এই রূপ কণী দিলেন, এমত আর কোন দিবস হয় নাই ; যেহেতুক পরমেশ্বর ইস্রায়েল বংশের পক্ষ হইয়া যুদ্ধ করিলেন ।
  • পরে যিহোশূয় সমস্ত ইসায়েল বংশকে সঙ্গে লইয়া গিলগলস্থ শিবিরে প্রত্যাগমন করি - তে লাগিল। ** কিন্তু ঐ পাচ রাজা পলায়ন করিয়া মনেকদার গুহাতে লুকাইয়া থাকিল। ** পরে মকেকদার গুহাতে সেই পাচ রাজা লুকাইয়া আছে, এই সংবাদ যিহোশূয়ের গোচর হইলে সে কহিল, ৮ তোমরা সেই গুহার মুখে মহাপ্রস্তুর গড়াইয়া দিয়া তাঁহাদের রক্ষা করি - তে লোক নিযুক্ত করিয়া • অবিলম্বে শত্ৰুগণের পশ্চাৎ ধাবমান হইয়া তাহাদের পশ্চাতের লোকদিগকে উচ্ছিন্ন কর, মাপন ২ নগরে প্রবেশ

221.