পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ २ २. করিতে দিও না ; তোমাদের প্রভু পরমেশ্বর তাহাদিগকে তোমাদের হস্তগত করিলেন । ২ * অপর যিহোশূয় ও ইস্রায়েল বখশ তাহদের সর্বনাশ পৰ্য্যন্ত মহাসAহারে তাহাদিগকে স^হার করিলে কতিপয় অবশিষ্ট লোকেরা পলাইয়া প্রাচীরবেটিত নগরে প্রবেশ করিল। ** পরে সমস্ত লোক মনেকদাতে যিহোশয়ের নিকটে শিবিরে কুশলে প্রত্যাগমন করিল ইসায়েল বKশের প্রতিকুলে কেহ জিহ্বা লাড়িল না।

  • পরে ঘিহোশূন্ন আজ্ঞা করিল, তোমর ঐ গুহার দ্বার মুক্ত করিয়া তথাহইতে সেই পাচ রাজাকে বাহির করিয়া আমার নিকটে আন। * ° তাহা করিলে তাহারা ঘিরূশালমের রাজাকে ও হিরোণের রাজাকে ও যমূতের রাজাকে ও লার্থীশের রাজাকে ও ইগলোনের রাজাকে, এই পাচ রাজাকে গুহাহইতে বাহির করিয় তাহার নিকটে আনিল । ** এই রূপে তাহারা ঐ রাজগণকে যিহোশূয়ের নিকটে আনিলে যিহোশূয় ইসুয়েল বংশের সমস্ত পুরুষকে ডাকিয় আপন সঙ্গে গমনকারি যোদ্ধৃগণের অধিপতিদিগকে আজ্ঞা করিল, তোমর নিকটে আসিয়া এই রাজগণের গ্রীবাতে পা দেও; তাহাতে তাহার নিকটে আসিয়া তাহীদের গ্রীবাতে পা দিল। ২* অপর যিহোশূয় তাহাদিগকে কহিল, ভীত ও নিরাশ হইও না, শক্তিমান ও সাহসী হও ; তোমরা যে ২ শত্ৰুগণের সহিত যুদ্ধ করিব, তাহাদের সকলের প্রতি পরমেশ্বর এই রূপ করবেন। ২° পরে যিহোশূয় আঘাতদ্বারা সেই পাচ রাজাকে বধ করিয়া পাচ বৃক্ষে উদ্ববন্ধন করাইল ; তাহাতে তাহারা সায়^কাল পয্যন্ত বৃক্ষেতে টাঙ্গান থাকিল। " অপর সূৰ্য্যাস্ত সময়ে লোকের যিহোশূয়ের তাজ্ঞাতে তাহাদিগকে বৃক্ষহইতে নামাইয় যে গুহাতে তাহার লুকাইয়াছিল, সেই গুহাতে নিক্ষেপ করিয়া তাহরি মুখে বৃহৎ ২ প্রস্তুর স্থাপন করিল , তাহ অদ্যাপি আছে।

২৮ অনন্তর ঐ দিবসে যিহোশয় মকেকদা হস্তগত করিয়া খড়গাঘাতে তাহার রাজাকে ও তন্মধ্যস্থিত সমস্ত প্রাণিকে বঞ্জির্তরূপে বিনষ্ট করিল, কাহারে প্রাণ রক্ষা করিল না ; যেমন ষিরীহোর রাজার প্রতি করিয়াছিল, মকেকদার রাজার প্রতিও তদ্রুপ করিল। ২১ পরে যিহোশূয় সমস্ত ইস্রায়েল ব^শকে সঙ্গে করিয়া মকেকদাহইতে লিবনাতে যাইয়া লিবনার প্রতিকুলে যুদ্ধ করিল। * তাহাতে পরমেশ্বর লিবন ও তাহার রাজাকে ইস্রায়েল ব^শের হস্তগত করিলে সে তাহাকে ও তন্মধ্যস্থ সমস্ত প্রাণিকে খড়গদ্বারা আঘাত করিল, তা 222 f যিহোশূয়। ১ি০ অধ্যায় । হার কাহাকেও অবশিষ্ট রাখিল না ; যেমন ঘিরীহোর রাজার প্রতি করিয়াছিল, তাহার রাজার প্রতিও তদ্রুপ করিল।

    • অপর যিহোশূন্ন সমস্ত ইস্রায়েল ব^শকে সঙ্গে লইয়া লিবনাহইতে লার্থীশে যাইয়া তাহার বিরুদ্ধে শিবির স্থাপন করিয়া যুদ্ধ করিল। ৩২ তাহাতে পরমেশ্বর লাখীশকে ইস্রায়েল ব^শের হস্তগত করিলে তাহারা দ্বিতীয় দিবসে লাঙ্গীণ আক্রমণ করির যেমন লিবনার প্রতি করিয়াছিল, তদ্রুপ তাহাকে ও তন্মধ্যস্থিত সমস্তু প্রাণিকে খড়গদ্বারা আঘাত করিল।
  • এই যুদ্ধে গেষরের হোরম রাজা লার্থীশের সহায়তা করিতে আগমন করিলে যিহোশূয় তাহাকে ও তাহার লোকদিগকে আঘাত করিল ; তাহার অবশিষ্ট কাহাকেও রাখিল না ।
  • পরে যিহোশূয় সমস্ত ইসায়েল ব^শকে সঙ্গে লইয়। লাখীশহইতে ইগলোনে যাত্রা করিলে তাহারা তাহার সম্মুখে শিবির স্থাপন করিয়া তাহার প্রতিকুলে যুদ্ধ করিল। ** এব^ সেই দিবসে তাহ হস্তগত করিয়া যেমন লাখীশের প্রতি করিয়াছিল, তদ্রুপ খড়গদ্বারা তাহাকে প্রহার করিয়া সেই দিবসে তাহার মধ্যস্থিত সমস্ত প্রাণিকে বর্জিতরূপে বিনষ্ট করিল।
    • অপর যিহোশয় সমস্ত ইসায়েল বংশকে সঙ্গে লইয়। ইগলোনহইতে হিরোণে যাত্রা করিলে তাহারা তাহার প্রতিকুলে যুদ্ধ করিল। " এব^ তাহা হস্তগত করিয়া তাহাকে ও তাহার রাজাকে ও তাহার উপনগর সকলকে ও তন্মধ্যস্থিত সমস্তু প্রাণিকে খড়গদ্বারা বধ করিল ; যেমন ইগলোনের প্রতি করিয়াছিল, সেই রূপ তাহার কাহাকেও অবশিষ্ট না রাখিয় তাহাকে ও তন্মধ্যস্থ সমস্ত প্রাণিকে বর্জিতরূপে বিনষ্ট করিল।
  • পরে যিহোশূয় ফিরিয়া সমস্ত ইস্রায়েল ব^শকে সঙ্গে লইয়া দিবীরে আসিয়া তাহার প্রতিকুলে যুদ্ধ করিল। ** এব^ তাহাকে ও তাহার রাজাকে ও তাহার উপনগর সকলকে হস্তগত করিয়া খড়গদ্বারা আঘাত করিয়া তন্মধ্যস্থ তাবৎ প্রাণিকে বর্জিতরূপে বিনষ্ট করিল, তাহার কাহাকেও অবশিষ্ট রাখিল না ; যেমন হিরোণের প্রতি এব^ লিবনার ও তাহার রাজার প্রতি করিয়াছিল, দিবীরের ও তাহার রাজার প্রতিও তদ্রুপ করিল ।
    • এই রূপে যিহোশূয় পৰ্ব্বতময় দেশ ও দক্ষিণ অঞ্চল ও সমভূমি ও উপত্যক প্রভূতি সকল দেশ পরাস্ত করিয়া তাবৎ রাজগণকে বধ করিল, কাহাকেও অবশিষ্ট রাখিল না ; সে ইদ্রায়েলের প্রভু পরমেশ্বরের আজ্ঞানুসারে তাবৎ প্রাণিকে বfজতরূপে বিনষ্ট করিল। " - এই