পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ 0 পন ২ গোষ্ঠ্যনুসারে শিমিয়োন বংশের নামে উঠিল ; জাহাদের অধিকার যিহুদী বংশের অধিকারের মধ্যে হইল । * তাহাদের অধিকারের মধ্যে বেরশেব ও শেব ও মোলাদ fছল ; * এবং হৎসরশিয়াল ও বালা ও এৎসম, * ও ইলতোলদূ ও বিথুল ও হর্ম, * ও সিক্লগ ও বৈৎমকাবোং ও হৎসর-সূৰ্ষীম, ও বৈৎলিবায়োৎ ও শারূহন ; আপন ২ গ্রামশুদ্ধ তেরো নগর ছিল। " এবং ঐন ও রিন্মোন ও এথর ও আশন, আপন ২ গ্রামশুদ্ধ চারি নগর ছিল। ৮ এবং বালৎ-বের ও দক্ষিণ দেশস্থ রামৎ পর্যন্ত ঐ ২ নগরের চতুৰ্দ্দিকস্থিত সমস্ত গ্রাম আপন ২ গোষ্ঠ্যনুসারে শিমিয়োন বংশের অধিকার হইল। - শিমিয়োন বথশের এই অধিকার যিহুদী বংশের অধিকারের এক ভাগ ছিল, কেননা যিহুদী বংশের অRশ আপনার প্রয়োজন অপেক্ষা অধিক ছিল, অতএব শিমিয়োন ব^শ তাহাদের অধিকারের মধ্যে অধিকার পাইল ।

    • অপর তৃতীয় অংশ আপন ২ গোষ্ঠ্যনুসারে সিবুলুন বংশের নামে উঠিল ; সারাদৃ পর্যন্ত তাহাদের অধিকারের সীমা হইল। ** তাহাদের সীমা পশ্চিমে অর্থাং মরিয়লার দিগে উঠিয়া গেল, এবং দৰ্ব্বেশং পর্যন্ত যাইয় যগ্নিয়ামের সম্মুখস্থ নদী পর্যন্ত গেল। ** এবx সারাদৃহইতে পূৰ্ব্বদিগে অথাৎ সূর্যোদয় দিগে ফিরিয়া কিশলোৎ-তাবোরের সীমা পর্যন্ত গেল ; পরে দাবিরৎ পর্যন্ত নির্গত হইয়া যাফিয়ে উঠিয়া গেল। ** এবং তথাহইতে পূৰ্ব্বদিগ হইয়া গাৎ-হেফর দিয়া এংকাৎসীন পর্যন্ত হইয় রিন্মোন-মিথোয়র ও নেয় পর্যন্ত গেল। ** এবং ঐ সীমা হন্নাথোনের উত্তরদিগে তাহ বেষ্টন করিয়া যিপ্তহেল তলভূমি পর্যন্ত গেল। ** এবং কটৎ ও নহলোল ও শিমোণ ও যিদাল ও বৈৎলেহম্ ; গ্রামশুদ্ধ সকলে দ্বাদশ নগর ছিল। * আপন ২ গোষ্ঠ্যনুসারে সিবুলুন বংশের এই সকল নগর ও তাহার গ্রাম অধিকার হইল।
    • পরে চতুর্থ অংশ ইষাথরের অর্থাৎ আপন ২ গোষ্ঠ্যনুসারে ইষাখর বKশের নামে উঠিল। ’ যিন্ত্ৰিয়েল ও কিমুল্পোৎ ও শূনেম, ** ও হফারয়িম ও শীয়োন ও অনহরৎ, ২° ও রবীৎ ও কিশিয়োন ও এবস, ২০ ও রেমৎ ও ঐন-গল্পীম ও ঐন-হদা ও বৈৎপৎসেস তাহাদের অধিকার হইল। ২১ এবং সে সীমা তাবোর ও শহৎসীম ও বৈংশেমশ পর্যন্ত গেল, ও যদ্দন তাহাদের সীমার প্রান্ত হইল ; আপন ২ গ্রামের সহিত তাহাদের ষোল নগর ছিল । ** গ্রামের সহিত এই সকল নগর আ

230 যিহোশয়। [১৯ অধ্যায়। পন ২ গোষ্ঠ্যনুসারে ইষাথর বংশের অধিকার হইল ।

    • পরে পঞ্চম অংশ আপন ২ গোষ্ঠ্যনুসারে আশের ব^শের নামে উঠিল । * তাহাদের সীমা হিলকৎ ও হলী ও বেটন ও অকষফ, ২১ ও অলম্মেলক ও অমিয়াদ ও মিশিয়ল এবং পশ্চিমদিগে কমিল ও শীহোরলিবন পর্যন্ত গেল। ** এবং সূর্যোদয় দিগে বৈৎদাগোনের প্রতি ঘুরিয়া বৈথেমকের ও নীয়েলের উত্তরদিগে সিবুলুন্‌স্থিত যিগুহেল তলভূমি পর্যন্ত যাইয়া বামদিগে কাবুলে, ২৮ এবং ইত্ত্বোণে ও রিহোবে ও হন্মোনে ও কান্নাতে ও মহাসীদোন পর্যন্ত গেল। ** পরে সে সীমা ঘুরিয়া রামতে ও সোর নামক দুরাক্রম নগরে গেল, পরে ঘুরিয়া হোষাতে গেল, এবং আকর্ষীব, দেশস্থ সমুদ্রতীর, ** ও উন্ম ও অফেকু ও রিহেবি তাহার প্রান্ত হইল ; তাহাদের গ্রামশুদ্ধ বাইশ নগর ছিল । * আপন ২ গোষ্ঠ্যনুসারে আশের ব^শের এই সকল নগর ও তাহার গ্রাম অধিকার হইল ।
  • পরে ষষ্ঠ অRশ নপ্তালির অর্থাৎ আপন ২ গোষ্ঠ্যনুসারে নস্তালি ব^শের নামে উঠিল। ৩ তাহাদের সীমা হেলফ অবধি অর্থাং সানন্নীমের নিকটস্থ আলোন বৃক্ষ অবধি অদামীনেকব ও যবনিয়েল দিয়া লককুম পর্যন্ত গেল, ও তাহার অন্তভাগ যদনেতে ছিল । ** এব^ ঐ সীমা পশ্চিম দিগে ফিরিয়া অস্নোৎ-তাবোর পর্যন্ত গেল, এবং তথাহইতে ছকেকাকা পর্যন্ত যাইয়। দক্ষিণ পাশ্বে সিবুলুন পর্যন্ত, ও পশ্চিম পাশ্বে আশের পর্যন্ত, ও সূর্যোদয় দিগে যদ্দন নিকটস্থ যিহুদী পর্যন্ত গেল। ** এবং প্রাচীরবেষ্টিত নগর সিন্দাম ও সের ও হমাৎ ও রককং ও কিন্নেরৎ, ** ও আদাম ও রামথ ও হাৎসোর, * ও কেদশ ও ইদ্রিয়ী ও ঐনহাৎসোর, ৩৮ ও যিরোণ ও মিগদলেল ও হোরেম ও বৈথনাং ও বৈংশেমশ ; আপন ২ গ্রামের সহিত উনিশ নগর ছিল। ** আপন ২ গোষ্ঠ্যনুসারে নস্তালি বংশের এই ২ নগর ও গ্রাম অধিকার হইল ।
    • পরে সপ্তম অংশ আপন ২ গোষ্ঠ্যনুসারে দান বKশের নামে উঠিল । * ° তাহাদের অধিকারের সীমা সরিয় ও ইষ্টায়োল ও ঈর-শেমশ, ও শালবাম ও আয়ালো ও যিৎলা, ** ও এলোন ও তিমনাথ ও ইক্রোণ, ** ও ইলতিকী ও গিঝিথোন ও বালৎ, ** ও যিস্তৃদ্ব ও বিনেবিরক ও গাৎ-রিন্মোন, ** ও মেয়কোন ও রকেকান ও যাফোর সম্মুখস্থ সীমা । ** দান বংশের প্রয়োজন অপেক্ষা