পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8 उाशTांश ।] তোমরা অদ্য পর্যন্ত যেমন করিয়া আসিতেছ, তদ্রুপ আপন প্রভু পরমেশ্বরেতে আসক্ত থাক। • কেননা পরমেশ্বর তোমাদের সন্মুখহইতে বৃহৎ ও বলবান ভিন্নজাতীয়দিগকে দূর করিয়াছেন, আদ্য পর্যন্ত তোমাদের সম্মুখে কেহ দাড়াইতে পারে না । ** তোমাদের এক জন সহস্ৰ জনকে তাড়না করিয়া দূর করিবে ; কেননা তোমাদের প্রভু পরমেশ্বর আপন প্রতিজ্ঞানুসারে আপনি তোমাদের পক্ষে যুদ্ধ করিবেন। ** অতএব তোমরা আপন ২ মনের বিষয়ে অতি সাবধান হইয়া আপনাদের প্রভু পরমেশ্বরকে প্রেম কর। ** নতুবা তোমরা যদি কোন প্রকারে পরাবৃত্ত হও, এব^ এই ভিন্নজাতীয়দের যে লোক তোমাদের মধ্যে অবশিষ্ট থাকে তাহাদিগেতে আসক্ত হও,বিশেষতঃ বিবাহসম্বন্ধদ্বারা তাহাদের নিকটে যদি তোমাদের ও তোমাদের নিকটে যদি তাঁহাদের সমাগম হয় ; ** তবে তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের সন্মুখহইতে এই ভিন্নজাতীয়দিগকে আর দূর করিবেন না, কিন্তু তোমাদের প্রভূ পরমেশ্বরের দত্ত এই উত্তম দেশহইতে যাবৎ তোমরা বিনষ্ট না হও, তাবৎ তাহারা তোমাদের ফাঁদ ও জাল এবং কটিতে কশাঘাত ও চক্ষুর কণ্টকস্বরূপ হইবে, ইহা নিশ্চয় জ্ঞাত হও। ** দেখ, মর্ত্য মাত্রের যে পথ অদ্য আমি সেই পথে যাইতেছি, আর তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের বিষয়ে যত মঙ্গলবাক্য কহিয়াছেন, তাহার মধ্যে একটিও নিযফল হয় নাই, তোমাদের পক্ষে সকলি সফল হইয়াছে, একটিও নিফল হয় নাই, ইহা তোমরা সমস্ত অন্তঃকরণে ও সমস্ত বুদ্ধিতে জ্ঞাত আছ । ** অতএব তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের বিষয়ে যে সকল মঙ্গলবাক্য কহিয়াছিলেন, তাহা যেমন তোমাদের পক্ষে সফল হইল, সেই রূপ তোমাদের প্রভু পরমেশ্বরের দত্ত এই উত্তম দেশহইতে যাবৎ তিনি তোমাদিগকে বিনষ্ট না করেন, তাবৎ তোমাদের প্রতি অমঙ্গলবাক্যও সফল করিবেন। ** ফলতঃ তোমরা যদি আপন প্রভূ পরমেশ্বরের আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন কর, ও যাইয়া ইতর দেবগণের সেবা করিয়া তাহাদিগকে প্রণাম কর, তবে তোমাদের প্রতি পরমেশ্বরের ক্রোধ প্রজবলিত হইবে, এবং তাহার দত্ত এই উত্তম দেশহইতে তোমরা আরায় বিনষ্ট হইবা ।

  • .8 マエ気丁ーII

১ তাবৎ ইস্রায়েল বংশকে যিহোশূয়ের একত্র করণ, ২ ও লংক্ষেপে তাহদের পূর্বপুরুষদের ইতিহাস কথন, ১৪ ও তাঁহাদের সঙ্গে নিয়ম স্থির করণ, ২৬ ও নিয়মের লাfক্ষরুপে এক প্রস্তর স্থাপন করণ, ২১ ও যিহোশূয়ের মৃত্যু, ৩২ ও যুষফের অস্থির কষর দেওন ও ইলিয়াসরের মৃতু্য । 2 н 2 যিহোশয়। ২৩৫

  • পরে ঘিহেীশূর ইসায়েলের সমস্ত বংশকে শিখিমে একত্র করিয়া তাহাদের প্রাচীনগণকে ও অধ্যক্ষগণকে ও বিচারকতৃগণকে ও সেনাপতিগণকে ডাকাইল ; তাহাতে তাহার ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইল।

ং তখন যিহোশূয় সকল লোককে কহিল, ইস্রায়েলের প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, তোমাদের পূর্বপুরুষের অর্থাৎ ইরাহীমের ও নাহোরের পিতা তেরহ পূৰ্ব্বকালাবধি ফরাৎ নদীর ওপারে বাস করিয়া ইতর দেবগণের সেবা করিত। * পরে আমি তোমাদের পূৰ্ব্বপুরুষ ইব্রাহীমকে সেই নদীর ওপারহইতে লইয়। কিনান দেশের সৰ্ব্বত্র ভূমণ করাইলীম,এব^ তাহাকে বহুপ্রজ করাণার্থে এক পুত্র অর্থাৎ ইসহাককে দিলাম। " পরে ইসহাককে যাকুব ও এৰোঁকে দিলাম, সেই এষোঁর অধিকারার্থে আমি তাহাকে সেয়ীরা পৰ্ব্বত দিলাম, কিন্তু যাকুব ও তাহার বংশ মিসরদেশে গেল। * পরে আমি মূসাকে ও হারোণকে প্রেরণ করিলাম, এবং মিস্ট্রীয়দের মধ্যে যে কাৰ্য্য করিলাম, তদ্বারা তাহাদিগকে দণ্ড দিলাম ; পরে তোমাদিগকে বাহির করিয়া আনিলাম। * আমি মিসর হইতে তোমাদের পিতৃলোকদিগকে বাহির করিলে তোমরা সমুদ্রে উপস্থিত হইল ; পরে মিস্ট্রীয় লোক রথ ও অশ্বারূঢ় সৈন্য লইয়া সুফসমুদ্র পর্যন্ত তোমাদের পিতৃলোকদের পশ্চাৎ তাড়না করিয়া আইল। * তাহাতে তাহারা পরমেশ্বরের উদ্দেশে প্রার্থনা করিলে তিনি মিস্ট্রীয়দের ও তোমাদের মধ্যে অন্ধকার স্থাপন করিলেন, এবং তাহাদের উপরে সমুদ্রকে আনিয় তাহাদিগকে আচ্ছন্ন করিলেন ; আমি মিস্ট্রীয়দের প্রতি যে কর্ম করিয়াছি তাহা তোমরা চাফুষ দেখিয়াছ ; পরে তোমরা বহুকাল প্রান্তরে বাস করিলা । ৮ তাহার পর আমি তোমাদিগকে যদনের ওপার নিবাসি ইমোরীয়দের দেশে অfনিলাম ; এবং তাহারা তোমাদের সহিত যুদ্ধ করিলে তোমাদের হস্তে তাহাদিগকে সমপর্ণ করিলাম, তাহাতে তোমরা তাহাদের দেশ অধিকার করিলা ; এই রূপে আমি তোমাদের সাক্ষাতে তাহাদিগকে সxহার করিলাম। P পরে মোয়াবের রাজ সিপোরের পুত্র বালাব উঠিয়া ইস্রায়েল বংশের সহিত যুদ্ধ করিল, এবং লোক পাঠাইয়। তোমাদিগকে শাপ দিতে বিয়োরের পুত্র বিলিয়মকে ডাকাইল। - কিন্তু আমি বিলিয়মের কথাতে মনোযোগ করিতে অসম্মত হইলে সে তোমাদিগকে আশীৰ্ব্বাদ করিল, এই রূপে আমি তাহার হস্তহইতে তোমাদিগকে মূক্ত করিলাম। ** পরে তোমরা যদ্দন নদী পার হইয়া ঘিরীহোতে উপস্থিত হইল, তাহাতে ফিরী ,235