২৩ শু হোর লোকেরা এবং ইমোরীয় ও পিরিষীয় ও কিনানীয় ও হিন্তীয় ও গিগাশীয় ও হিব্বীয় ও যিৰূর্ষীয় লোকের তোমাদের প্রতিকুলে যুদ্ধ করিলে আমি তোমাদের হন্তে তাহাদিগকে সমপণ করিলাম। ** এবণ, ভিমরুলগণকে তোমাদের অগ্রে ২ প্রেরণ করিয়৷ তদ্বারা তোমাদের সম্মুখহইতে ইমোরীয়দের দুই রাজা প্রভূতি তাহাদিগকে দূর করিয়া দিলাম , তাহার তোমাদের খড়গে ও ধনুতে জিত হইল, তাহা নহে। “ তোমরা যাহার কারণ শ্রম কর নাই এমত এক দেশ,ও যাহার পত্তন কর নাই এমত অনেক নগর অামি তোমাদিগকে দিলাম ; তোমরা তাহার মধ্যে বাস করিতেছ, এবং যে দ্রাক্ষালতা ও জিতবৃক্ষ রোপণ কর নাই, তাহার ফল ভোগ করিতেছ।
- এখন তোমরা পরমেশ্বরকে ভয় করা, এবং সরল অন্তঃকরণে ও সত্যতাতে তাহার সেবা কর, এবং তোমাদের পূৰ্ব্বপুরুষেরা মহানদীর ওপারে ও মিসরে যে দেবগণের সেবা করিত, তাহাদিগকে দূর করিয়া পরমেশ্বরের সেবা কর । ** যদ্যপি পরমেশ্বরের সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে নদীর ওপারস্থিত তোমাদের পূৰ্ব্বপুরুষদের সেবিত দেবগণ হউক, কিম্বা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ, সেই ইমোরীয়দের দেবগণ হউক, যাহার সেবা করিবা, তাহাকে অদ্য মনোনীত কর ; কিন্তু আমি ও আমার পরিজন আমরা পরমেশ্বরের সেবা করিব । * তাহাতে লোকের উত্তর করিল, আমরা যে পরমেশ্বরকে ত্যাগ করিয়া অন্য দেবগণের সেবা করি, এমত না হউক। *? কেননা পরমেশ্বরই আমাদের ঈশ্বর ; তিনি আমাদিগকে ও আমাদের পিতৃলোকদিগকে দাসতন্ত্রাগারস্বরূপ মিসরদেশহইতে আনিলেন, ও আমাদের দৃষ্টিগোচরে এই সকল মহাচিহ্ন প্রকাশ করিলেন, এবx আমরা যে সমস্ত পথ ও যে ২ লোকদের মধ্য দিয়া আসিয়াছি, তাহাদের মধ্যে আমাদিগকে রক্ষা করিলেন। ১৮ সেই পরমেশ্বর এতদেশ নিবাসি ইমোরীয় প্রভূতি নানা জাতীয়দিগকে আমাদের সম্মুখহইতে দূর করিলেন,অতএব আমরাও পরমেশ্বরের সেবা করিব ; কেননা তিনিই আমাদের ঈশ্বর। - ১ তাহাতে যিহোশূয় লোকদিগকে কহিল, বুঝি তোমরা পরমেশ্বরের সেবা করিতে পারিব না, কেনন তিনি পবিত্র ঈশ্বর ও স্বগৌরবরক্ষক ঈশ্বর ; তিনি তোমাদের অপরাধ ও পাপ ক্ষমা করিবেন না । ** তোমরা যদি পরমেশ্বরকে ত্যাগ করিয়া ইতর দেবগণের সেবা কর, তবে তিনি অগ্নে তোমাদের মঙ্গল করিয়া পশ্চাৎ পরাবৃত্ত ছইয়। তোমাদিগকে ক্লেশ দিবেন, ও তোমা
236 যিহোশূয়। [২৪ অধ্যায়। দিগকে সRহার করিবেন। ** পরে লোকেরা যিহোশূয়কে কহিল, না, আমরা পরমেশ্বরের সেবা করিব। যিহোশূয় লোকদিগকে কহিল, তোমরা পরমেশ্বরের সেব করণার্থে তাহাকেই মনোনীত করিয়াছ, এ বিষয়ে তোমরা আপনাদের প্রতিকুলে আপনার সাক্ষী হইল। তাহাতে তাহারা কহিল, হী, সাক্ষী হইলাম। ** পরে সে কহিল, তোমরা এখন আপনাদের মধ্যস্থিত ইতর দেবগণকে দূর কর, ও ইস্রায়েলের প্রভু পরমেশ্বরের প্রতি আপনাদের মন আসক্ত কর । ** পরে লোকের ঘিহোশূয়কে কহিল, আমরা আপনাদের প্রভূ, পরমেশ্বরের সেবা করিব, ও তাহার কথা মানিব। ২৭ তাহাতে যিহোশূয় সেই দিবসে লোকদের সহিত নিয়ম স্থির করিয়া শিখিমে তাহাদের জন্যে বিধি ও ব্যবস্থা স্থাপন করিল।
- পরে যিহোশূয় ঐ সকল বিবরণ পরমেস্বরের ব্যবস্থাগ্রন্থে লিখিল, এবং এক বৃহৎ প্রস্তর লইয়া পরমেশ্বরের পবিত্র আবাসের নিকটস্থিত এক আলোন বৃক্ষের নীচে স্থাপন করিল। ** পরে যিহোশূয় সমস্ত লোককে কহিল, দেখ, এই প্রস্তুর আমাদের সাক্ষী হইবে ; কেননা পরমেশ্বর আমাদিগকে মে ২ কথা কহিলেন, সেই সকল কথা এ শুনিল। অতএব এ তোমাদের সাক্ষী হইবে, পাছে তোমরা আপনাদের ঈশ্বরকে অস্বীকার কর। ২৮ পরে যিহোশূয় লোকদিগকে আপন ২ অধিকারে যাইতে বিদায় করিল।
- - এই সকল ঘটনার পরে নুনের পুত্র পরমেশ্বরের সেবক যিহোশূয় এক শত দশ বৎসর বয়স্ক হইয়। মরিল । * তাহাতে লোকেরা গাশ পৰ্ব্বতের উত্তর পাশ্বে ইফুয়িম পৰ্ব্বতস্থ তিমনৎ-লেরহে তাহার অধিকারের সীমাতে তাহার কবর দিল। “ ঐ যিহোশূয় যাবৎ বাচিল, এবং যে প্রাচীনগণ ইস্রায়েলের জন্যে পরমেশ্বরের কৃত তাবৎ কার্ষ্য জ্ঞাত ছিল, তাহাদের মধ্যে যাহারা যিহোশূয়ের মরণের পরে জীবৎ থাকিল, তাহারাও যাবৎ বাচিল, তাবৎ ইসায়েল বNশ পরমেশ্বরের সেবা করিল।
- আর ইসায়েল লোকেরা যুষফের যে অস্থি মিসরদেশহইতে আনিয়াছিল, তাহা শিথিলে তাহাঁর ভূমিখণ্ডে পুঁতিল। যাকুব এক শত রৌপ্য মুদ্রাতে শিখিমের পিতা হমোরের বংশের কাছে সেই ভূমি ক্রয় করিয়াছিল, আর তাহ যুষফ বংশের অধিকার হইয়াছিল। পরে হারোণের পুত্ৰ ইলিয়াসর মরিল; তাহাতে লোকের ইফুয়িম পৰ্ব্বতে তাহার পুত্ৰ পানিহসকে দত্ত উপপৰ্ব্বতে তাহাকে কবর দিল ।