পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ 8 ० পরমেশ্বরের উদ্দেশে প্রার্থনা করিল। তাহাতে পরমেশ্বর কালেবের কনিষ্ঠ ভাতা কিনসের পুত্ৰ অধনীয়েলকে ইস্রায়েল বংশের উদ্ধারকতৃরূপে নিরূপণ করিলেন । ** এবং পরমেশ্বরের আত্মা তাহার প্রতি আবির্ভূত হইলে সে ইস্রায়েল বংশের বিচার করিল, এবং সে যুদ্ধার্থে নিৰ্গত হইলে পরমেশ্বর অরাম-নহরয়িমের রাজা কুশনরিশিয়াথয়িমকে তাহার হস্তে সমপর্ণ করিলেন ; তাহাতে সে কুশন-রিশিয়াথায়ম রাজাকে পরাভব করিলে চল্লিশ বৎসর পর্যন্ত দেশ নিযকন্টকে থাকিল ; পরে কিনসের পুত্র অৎনীয়েল মরিল ।

  • অনন্তর ইস্রায়েল বংশ পরমেশ্বরের দৃষ্টিতে পুনৰ্ব্বার কদাচরণ করিল ; অতএব পরমেশ্বরের দৃষ্টিতে তাহাদের কদাচরণ প্রযুক্ত পরমেশ্বর ইস্রায়েল বংশের প্রতিকুলে মোয়াবের রাজা ইগলোনকে সবল করিলেন। ৩ সে অন্মোনের ও অমালেকের বxশকে আপনার নিকটে একত্র করিয়া যাত্র করণ পূৰ্ব্বক ইস্রায়েল বংশকে জয় করিয়া খৰ্জ্জুরপুর অধিকার করিল। * তাহাতে ইস্রায়েল বংশ আঠার বৎসর পর্যন্ত মোয়াবীয় ইগলোন রাজার সেবা করিল। * অপর ইসুয়েল বংশ পরমেশ্বরের উদ্দেশে প্রার্থনা করিল ; তাহাতে পরমেশ্বর তাহাদের উদ্ধারকতৃরূপে বিন্যামীন বংশীয় গেরার পুত্ৰ এহুদূকে নিরূপণ করিলেন ; সেই ব্যক্তি নেট ছিল। ইস্রায়েল বখশ তাহাদ্বারা মোয়াবের ইগলোন রাজার নিকটে উপঢৌকন প্রেরণ করিল। **তাহাতে এহুদৃ আপনার জন্যে এক হস্ত দীর্ঘ দ্বিধার খড়গ নির্মাণ করাইয়া আপন দক্ষিণ উরুতে বস্ত্রের ভিতরে বদ্ধ করিল । ** পরে মোয়াবের ইগলোন রাজার নিকটে উপটৌকন লইয়া গেল ; ঐ ইগলোন অতি স্থূলকায় মনুষ্য ছিল। ৮ পরে উপটৌকন দান সমাপ্ত হইলে সে ঐ উপটৌকনবাহক লোকদিগকে বিদায় করিল। ** কিন্তু অাপনি গিলগলস্থ প্রস্তুরাকর হইতে ফিরিয়া তাসিয়া কহিল, হে রাজন, আপনকার নিকটে আমার গোপনীয় এক কথা আছে ; পরে রাজা চুপ চুপ বলিলে নিকটে দণ্ডায়মান লোকেরা তাহার সাক্ষাৎহইতে বাহিরে গেল। ** তৎকালে রাজা কেবল আপনার জন্যে নির্মিত এক শীতল বাটিকাতে বসিয়াছিল; তাহাতে এহুদ্ব তাহার নিকটে গিয়া কহিল, আপনকার প্রতি ঈশ্বরের এক বাক্য আছে; তাহাতে সে আপন আসনহইতে উঠিল। ** পরে এহুদ আপন বাম হস্তদ্বারা দক্ষিণ উরুহইতে ঐ খড়গ লইয়া তাহার উদর এমত বিন্ধ করিল, ** যে খড়গের সহিত

240 বিচারকতবিবরণ। [৪ অধ্যায় । বাটও উদরে প্রবিষ্ট হইল, ও খড়গ মেদেতে রুদ্ধ হইল, কেননা সে উদরহইতে তাহ বাহির কfরল না ; আর তাহ পৃষ্ঠদিয়া বাহির হইল। ** পরে এহুদৃ শীতল বাটিকার দ্বার রুদ্ধ করিয়া চাবি বদ্ধ করিয়া বারান্দা দিয়া নিগর্ত হইল। ** অপর সে বাহির হইলে রাজার ভূত্যবর্গ উপস্থিত হইয়া শীতল বাটিকার দ্বারে চাবি বদ্ধ দেখিয়া কহিল, রাজা অবশ্য শীতল কুঠরীতে বিশ্রাম করিতেছেন। ** পরে তাহারা লজ্জিত হওন পর্যন্ত বিলম্ব করিল ; শেষে সে শীতল বাটিকার দ্বার না খুলিলে তাহার। চাবি লইয় দ্বার খুলিয়া আপনাদের প্রভুকে মৃত ও ভূমিতে পতিত দেখিল তাহারা বিলম্ব করিল, এই অবকাশে এহুদৃ পলাইয়া সেই প্রস্তুরাকর পশ্চাৎ ফেলিয়া সিরীরাতে উপস্থিত হইয়াছিল। ২ ° সে স্থানে উপস্থিত হইয়া ইফুয়িম পৰ্ব্বতে তুরী বাজাইল ; পরে ইস্রায়েল বংশ তাহার সহিত পৰ্ব্বতহইতে নামিলে সে তাহাদের অগ্রগামী হইয়া চলিল । * ৮ এবং তাহাদিগকে কহিল, তোমরা আমার পশ্চাৎ ২ আইস ; পরমেশ্বর তোমাদের শত্ৰু মোয়ার্বীয়দিগকে তোমাদের হস্তে সমপর্ণ করিলেন । তাহাতে তাহারা তাহার পশ্চাৎ ২ নামিয়া মোয়াবীয়দের অগ্ৰে যদ্দনের ঘাট হস্তগত করিয়া এক প্রাণিকেও পার হইতে দিল না।

    • ঐ সময়ে তাহারা মোয়াবের প্রায় দশ সহস্ৰ লোককে বধ করিল; তাহার বৃহৎকায় ও বলবান হইলেও তাহীদের কেহ রক্ষা পাইল না। ** এই প্রকারে মোয়াবীয় লোক সেই দিনে ইস্রায়েল বংশের বশীভূত হইলে দেশ আশী বৎসর পর্যন্ত নিষকণ্টকে থাকিল।
    • তাহার পর গোচারণের পাচনীদ্বারা পিলেষ্টীয়দের ছয় শত লোককে বধ করিল যে অনাতের পুত্ৰ শমগর, সেও ইস্রায়েল বংশের এক উদ্ধারকত্ব হইল।

8 অধ্যায় । ১ ইস্রায়েল বংশের পাপ, ৪ ও তাহদের বিচারকত্ৰী দিবোরার কথা, ১০ ও দিবোর ও বারকের দ্বারা ইস্রায়েল ব^শের উদ্ধার, ১৮ ও যায়েল স্ত্রীর দ্বার সীষিরা সেনাপতির বধ ।

  • অনন্তর এহুদের মৃত্যুর পরে ইস্রায়েল বখশ ঈশ্বরের দৃষ্টিতে পুনৰ্ব্বার কদাচরণ করল। ২ তাহাতে পরমেশ্বর হাংসোর নিবাসি কিনান দেশের রাজা যাবীনের হস্তে তাহাদিগকে বিক্রয় করিলেন। * হরোশঙ্খ-গোয়াম নিবাসি সীষিরা ঐ রাজার সেনাপতি ছিল। আর তাহার নব শত লৌহরথ ছিল ; সে বিংশতি বৎসর পর্যন্ত ইস্রায়েল