२ 8२. শ্বরের উদ্দেশে গান করিব। - হে পরমেশ্বর, সেয়ীরহইতে তোমার নির্গমনকালে, ও ইদোমের প্রান্তরহইতে তোমার যাত্রাকালে ভূমি কাপিল, ও আকাশ দ্রবীভূত হইল, ও মেঘগণ বিন্দু ২ বর্ষিল। * এবং পরমেশ্বরের সাক্ষাতে পৰ্ব্বতগণ ও ইস্রায়েলের প্রভু পরমেশ্বরের সাক্ষাতে ঐ সীনয় পৰ্ব্বত বহিয়া গেল। * আনাতের পুত্ৰ শমগরের ও যায়েলের সময়ে সমস্ত রাজপথ পথিকহীন ছিল, ও পথিকের বক্র উপপথ দিয়া গমন করিত। • সেনাপতির অভাব ছিল, ইসায়েলের মধ্যে পাওয়া গেল না; পরে দিবোরা নামে আমি উৎপন্না হইলাম, ও ইস্রায়েল বংশের মাতৃস্বরূপ হইলাম। ৮ তৎকালে লোকের নূতন দেবতা মনোনীত করাতে নগরের দ্বারে যুদ্ধ উপস্থিত হইত ইস্রায়েল বংশের চল্লিশ সহস্ৰ লোকের মধ্যে কি এক খান ঢাল বা শল্য দষ্ট হইত ? -- ইস্রায়েলের অধ্যক্ষগণ প্রভূতি লোকদের মধ্যে যাহারা আপনাদিগকে উৎসর্গ করিল, তাহাদের প্রতি আমার অন্তঃকরণ আছে ; তোমরা পরমেশ্বরের ধন্যবাদ কর । ** যাহারা শুভূ গৰ্দ্দভারূঢ় হয় ও বিচারাসনে বৈসে ও পথে ভূমণ করে, তাহারা ধন্যবাদ করুক ও নিপানে ২ লুটদ্রব্য বিভাগকারিদের হর্ষনাদ প্রযুক্ত পরমেশ্বরের ধর্মক্রিয়ার এব^ ইসুয়েলে তাহার নিযুক্ত সেনাপতির ধর্মক্রিয়ার সঙ্কীৰ্ত্তন হউক ; পরে পরমেশ্বরের লোকের নগর দ্বারে নামুক। ** হে দিবোরা, জাগ্ৰং হও, জাগুৎ হও ; এবণ সচেতন হও, সচেতন হও, ও গান কর ; এব^ হে বরিক, গাত্রোথান কর ; ও হে অধীনোয়মের পুত্র, আপন জয়িগণকে বন্দী কর । ** তখন অবশিষ্ট কতক জন নরেন্দ্রদিগের প্রতিকুলে যাত্র করিল, ও পরমেশ্বর আমার পক্ষ হইয়া বিক্রমিবগের বিরুদ্ধে যাত্রা করিলেন । * তাহাদের মধ্যে আমালেকের দেশ নিবাসি ইফুয়িম লোক ছিল, এব^ তোমার লোকদের মধ্যে বিনামীন পশ্চাদগামী ছিল ; মার্থীর হইতে অধ্যক্ষগণ ও সিবুলুন্হইতে লেখকের লেখনীধারিগণ আইল। ** এব^ ইষাথর বংশের প্রধান লোকের দিবোরার সহিত ছিল, এবং বারকের অবলম্বনস্বরূপ ইষাথর বKশ তাহার সহিত বেগে তলভূমিতে নামিল ; রূবেণের স্রোতস্বর্তীসমূহের নিকটে গুরুতর মনস্কপেন হইল। * - হে রূবেন ব^শ, তুমি মেষপালের ক্ৰন্দন শুনিতে কেন মেষবাথানের মধ্যে রহিলা? রূবেণের সেতিস্বতীসমুহের নিকটে গুরুতর মনঃপরীক্ষা হইল। ১° এবং গিলিয়দস্থ লোকের যদ্দনের ওপারে বসিয়া থাকিল, এবং দানের লোকের কেন জাহাজে রহিল ? এবং আশের ব^শ 242 - বিচারকর্তৃবিবরণ। [৫,৬ অধ্যায় । সমুদ্রের তটে বসিয়া থাকিল ও খালের নিকটে অবস্থিতি করিল। ৮ সিবুলুন বংশ মৃত্যু পর্যন্ত প্রাণপণ করিল, এবং নপ্তালি বংশও রণস্থলের উচ্চস্থানে (মরিতে প্রস্তুত হইল।) ** রাজগণ আসিয়া যুদ্ধ করিল, কিনানের রাজগণ মগিন্দোর জলর্তীরস্থ তানকে যুদ্ধ করিল ; তাহার লুটিয়া কিছু রূপ্য পাইল না। ২° আকাশে যুদ্ধ হইল, সীষিরার প্রতিকুলে নক্ষত্রগণ আপন ২ পথে যাইতে ২ যুদ্ধ করিল। ২১ এব^ কীশোন নদী, অর্থাৎ কীশোন নামে ঐ প্রাচীন নদী তাহাদিগকে ভাসাইয়া লইয়া গেল ; হে আ- . মার মন, তুমি বলবানদিগকে পদতলে দলিত করিল৷ সত্বরে ২ বীরগণের পলায়নে অশ্বদের শুর ভগ্ন হইল। ** পরমেশ্বরের দূত কহেন, তোমরা মেরোসকে শাপ দেও, ও তন্নিবাসিদিগকে দারুণ শাপ দেও ; কেননা তাহারা পরমেশ্বরের সাহায্য করিতে অর্থাৎ বিক্রমিবগের প্রতিকুলে পরমেশ্বরের সাহায্য করিতে আইল না। -- ব্রীলোকদের মধ্যে কেনীয় হেবরের পতনী যায়েল ধন্য ; তাম্বুমধ্যবাসিনী স্ত্রীলোকদের মধ্যে সে ধন্য । * তাহার কাছে জল চাহিলে সে দুগ্ধ দিল, ও রাজোপযুক্ত পাত্রে ক্ষীর আনিয়া দিল। ২° এবৎ গোজ ধরিতে আপন হস্ত, ও কর্মকারের মুদ্গর তুলিতে দক্ষিণ হস্তু বাড়াইল ; এবণ সীষিরাকে আঘাত করিয়া তাহার মন্তক বিদ্ধ করিল, ও তাহার কপোল বিদ্ধ করিয়া চুৰ্ণ করিল। ২ তাহাতে সে তাহার চরণে নত হইয়া পড়িয়া লম্বমান হইল ; তাহারই চরণে নত হইয়া পড়িল ; নত হইবামাত্র হত হইয়া তথায় পড়িল । ২৮ সীষিরার মাতা গবাক্ষ দিয়া চাহিয়া আছে ; সীষিরার জননী বাতায়নহইতে ডাকিয়া কহে ; তাহার রথ আসিতে কেন লজ্জিত হয় ? ও তাহার রথচক্র কেন বিলম্ব করে ? ২৯ তাহার ডানবর্তী সহচরীগণ উত্তর করে, এব^ সে আপনিও আপনার কথার উত্তর করিয়া কহে, তাহারা কি লুট দুৰ্য পাইয় অংশ করিয়া লয় না ? ** প্রত্যেক জন কি দুই এক কামিনী পায় না ? এবং সীষিরাকে কি চিত্রিত বস্ত্র, অর্থাৎ চিত্রিত সুচি কার্যের বস্ত্র লুটকারির কণ্ঠভূষারূপে দেয় না ? ** হে পরমেশ্বর, তোমার তাৰং শত্ৰু সেই রূপ বিনষ্ট হউক, কিন্তু তোমার প্রেমকারিগণ সপ্রতাপে উদিত সূর্যের সদৃশ হউক। পরে চল্লিশ বৎসর পর্যন্ত দেশ নিষ্ণকণ্টকে থাকিল । や マ電気JfII ১ পাপ প্রযুক্ত মিদিয়নীয়দের দ্বারা ইস্রায়েল ব^শের উপদ্রুত হওন, ৭ ও এক ভবিষ্যদ্বক্তার কথা, ১১ ও গিদিয়ানের প্রতি পরমেশ্বরের দূতের কথা,
পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।