পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ 8 ७ নীয় দুই রাজাকে ধরিয়া ওরেব নামক শৈলে ওরেবকে বধ করিল, এবং সেব নামক দুক্ষিাকুণ্ডের নিকটে সেবকে বধ করিল। পরে তাহারা মিদিয়নীয়দের পশ্চাৎ ২ তাড়না করিয়া গেল, এবং ওরেবের ও সেবের মস্তক যদনের ওপারে গিদিয়োনের নিকটে লইয়া গেল । ৮ অধ্যায় । ১ ইফুয়িম লোকদের প্রতি গিদিয়োনের কথা, ৪ ও গিদিয়োনের প্রতি সুকোৎ ও পিলুয়েল্ লোকদ্বের বিদ্ধপকথা, ১০ ও সেবাহ ও সলমুমের ধরা পড়ন, ১৩ ও সুকোৎ ও পিলুয়েল্ লোকদের শান্তি, ১৮ ও দুই রাজাকে বধ করণ, ২২ ও রাজত্ব করিতে অসমত গিদিয়োনের লটিত কুণ্ডল চাহন ও তাহতে এফোদ প্রস্তুত করণ, ২৮ ও মিদিয়নীয়দের পরাস্ত হওম, ২৯ ও গিদিয়োনের সন্তানের ও মৃত্যুর কথা, ৩২ ও ইস্রায়েল বংশের অকৃতজ্ঞতা ।

  • পরে ইফুয়িমের লোকেরা গিদিয়োনকে কহিল, তুমি মিদিয়নীয়দের সহিত যুদ্ধ করিতে গমন সময়ে আমাদিগকে যে আহ্বান কর নাই, আমাদের প্রতি এ কি ব্যবহার করিলা ? ইহা বলিয়া তাহারা তাহার সহিত অত্যন্ত বিবাদ করিল। * তাহাতে সে তাহাদিগকে কহিল, এখন তোমাদের কর্মের তুল্য কি কৰ্ম আমি করিলাম ? অবীয়েষরের তাবৎ দ্রাক্ষাফলের চয়ন অপেক্ষ ইফুয়িমের অবশিষ্ট দ্রাক্ষাফল চয়ন কি শ্রেষ্ঠ নয় ? * ঈশ্বর ওরেব ও সেব নামে মিদিয়নীয় দুই রাজাকে তোমাদেরই হস্তগত করিলেন ; তোমাদের এই কর্মের তুল্য কোন কর্ম আমার সাধ্য হইল ? এমত কথা কহিলে তাহার প্রতি তাহাদের ক্রোধ নিবৃত্ত হইল।
  • পরে গিদিয়োন ও তাহার সঙ্গি তিন শত লোক শ্রান্ত হইয়াও ধাবমান হইতে ২ যদনে আসিয়া পার হইলে “ সে সুকেকাতের লোকদিগকে কহিল, বিনয় করি, তোমর। আমার পশ্চাদৃগামি লোক সকলকে রুটী দেও, কেননা তাহার শ্রান্ত হইয়াছে ; আর আমি সেবহ ও সলমুন্ন নামে মিদিয়নীয় রাজার পশ্চাৎ ২ তাড়না করিয়া যাইতেছি। - তাহাতে সুকেকাতের অধ্যক্ষগণ কহিল, সেবহের ও সলমুন্নের বল না তোমার হস্তগত আছে, এই জন্যে আমরা তোমার সৈন্যগণকে ভক্ষ্য দিব ? ' তাহাতে গিদিয়োন কহিল, যখন পরমেশ্বর সেবহকে ও সলমুন্নকে আমার হস্তগত করিবেন, তখন আমি প্রান্তরের শ্যাকুলাদি কণ্টকদ্বারা তোমাদের মাংস ছিড়িব । ৮ পরে সে তথাহইতে পিনুয়েলে যাইয় তাহাদের প্রতিও সেই রূপ কহিল ; তাহাতে সুকেকাতের

246 বিচারকর্তৃবিবরণ। [৮ অধ্যায় । লোকেরা যে রূপ কহিয়াছিল, পিনুয়েলের লোকেরাও তদ্রুপ কহিল। * তখন সে ঐ পিলুয়েলীয় লোকদিগকেও কহিল, কুশলে প্রত্যাগমন কালে আমি তোমাদের এই দুর্গ ভগ্ন করিব। ** ঐ সময়ে সেবহ ও সলমুন্ন ককোরে ছিল, এবং তাহাদের সহিত পূৰ্ব্বদেশীয়দের অবশিষ্ট তাবৎ সৈন্য অর্থাৎ পঞ্চদশ সহসু লোক ছিল, আর অস্ত্রধাfর এক লক্ষ বিংশতি সহস্ৰ লোক হত হইয়াছিল। ** পরে গিদিয়োন নোবহের ও যগবিহের পূৰ্ব্বদিগে তাম্বুনিবাসিদের পথ দিয়া উঠিয়া যাইয়া সৈন্যগণকে আঘাত করিল, যেহেতুক ঐ সৈন্যগণ নিষ্কণ্টকে বাস করিতেছিল। ** পরে সেবহ ও সলমুন্ন পলায়ন করিলে সে তাহাদের পশ্চাৎ ধাবমান হইয়া সেবহ ও সলমুন্ন নামে মিদিয়নীয় দুই রাজাকে ধরিল, এবং তাহাদের তাবৎ সৈন্যকে উদ্বিগ্ন করিল।

  • পরে যোয়াশের পুত্ৰ গিদিয়োন যুদ্ধহইতে ফিরিয়া আগমন সময়ে হেরসের উদ্ধৃস্থানে ** সুকেকাৎ নিবাসিদের এক যুবকে ধরিয়া জিজ্ঞাসা করিল ; তাহাতে সে সুকেকাত্তের অধ্যক্ষগণের ও তাহার প্রাচীনদের সাতাত্তর জনের নাম লিখিয়া দিল। ** পরে সে সুকেকাতের লোকদের নিকটে উপস্থিত হইয়া কহিল, সেবহের ও সলমুন্নের বল না তোমার হস্তগত আছে, এই জন্যে আমরা তোমার ক্লান্ত লোকদিগকে ভক্ষ্য দিব ? এই কথা কহিয়া যাহাদের বিষয়ে তোমরা আমাকে বিদ্রুপ করিয়াছিলা, এই সেই সেবহকে ও সলমুন্নকে দেখ। ** অপর সে ঐ নগরের প্রাচীনগণকে ধরিয়া প্রান্তরের শ্যাকুলাদি কণ্টক লইয়া তাহাদ্বারা ঐ সুকেকাতীয় লোকদিগকে শিক্ষা দিল । ** পরে সে পিলুয়েলের দুর্গ ভগ্ন করিয়া ঐ নগরের লোকদিগকে বধ করিল।
  • পরে সে সেবহকে ও সলমুন্নকে কহিল, তোমরা তাবোরে যাহাদিগকে বধ করিয়াছিল, তাহারা কি প্রকার লোক ? তাহাতে তাহার।

দুই | উত্তর করিল, আপনি যেমন, তাহারাও সেই রূপ, প্রত্যেকে রাজপুত্রাকার ছিল । * তাহাতে সে কহিল, তাহারা আমার সহোদর ঃ আমি অমর পরমেশ্বরের নাম লইয়া কহি, তোমরা যদি তাহাদের প্রাণ রক্ষা করিত, তবে আমি তোমাদিগকে বধ করিতাম না । ** পরে সে আপন জ্যেষ্ঠ পুত্র যেথরকে কহিল, তুমি উঠিয়া ইহাদিগকে বধ কর ; কিন্তু সে বালক, এই প্রযুক্ত ভীত হইয় আপন খড়গ বাহির করিল না। তাহাতে সেবহ ও সলমুন্ন কহিল, আপনি উঠিয়া আমাদিগকে আঘাত করুন,