२ 8 ध्र হg। ১ তাহাতে জিতবৃক্ষ কহিল, আমার যে তৈলের নিমিত্তে ঈশ্বর ও মনুষ্যেরা আমার মর্যাদা করে, তাহ ত্যাগ করিয়া আমি কি বৃক্ষগণের মধ্যে উচ্চমস্তক হইতে যাইৰ ? ** পরে বৃক্ষগণ ডুমুরবৃক্ষকে কহিল, তুমি আসিয়া আমাদের রাজা হও৷ ” তাহাতে ডুম্বুরবৃক্ষ উত্তর করিল, আমি কি আপন মিষ্টতা ও উত্তম ফল ত্যাগ করিয়া বৃক্ষগণের মধ্যে উচ্চমস্তক হইতে যাইব ? ** পরে বৃক্ষগণ দ্রাক্ষালতাকে কহিল, তুমি আসিয়া আমাদের রাজা হও। *° তাহাতে দ্বাক্ষালত কহিল, আমার যে রস ঈশ্বরকে ও মনুষ্যগণকে তৃপ্ত করে, তাহা ত্যাগ করিয়া আমি কি বৃক্ষগণের মধ্যে উচ্চমস্তক হইতে যাইব ? * পরে বৃক্ষগণ কণ্টকবৃক্ষকে কহিল, তুমি আসিয়া আমাদের রাজা হও। ** তাহাতে কণ্টকবৃক্ষ অন্য বৃক্ষগণকে কহিল, তোমরা যদি আপনাদের উপরে আমাকে রাজা করিতে নিতান্ত অভিষেক কর, তবে আসিয়৷ আমার ছায়াতে আশ্রয় লও ; কিন্তু যদি না কর, তবে কণ্টকবৃক্ষহইতে অগ্নি নিগর্ত হইয়। লিবানোনের এরস বৃক্ষগণকে দগ্ধ করবে। ** দেখ, এখন আবীমেলককে রাজা করাতে তোমাদের আচরণ যদি সত্য ও সরল হয়, এবx যদি যিব্রুব্বালের ও তাহার বংশের প্রতি তোমাদের ভদ্রাচরণ হয়, ও তাহার কর্মানুসারে তোমাদের কৃতজ্ঞতা হয়, তবে ভাল। ** অামার পিতা তোমাদের নিমিত্তে যুদ্ধ করিলেন, ও আপন প্রাণ পণ করিয়া মিদিয়নীয়দের হস্তুহইতে তোমাদিগকে উদ্ধার করিলেন ; ৮ কিন্তু তোমরা আদ্য আমার পিতার ব৯শের প্রতিকুলে উঠিয়া এক প্রস্তুরোপরি র্তাহার সন্তরি জন পুত্রকে বধ করিয়া তাহার দাসীপুত্ৰ অবীমেলককে আপনাদের ভুতি বলিয়া শিখিমের গৃহস্থদের উপরে রাজা করিলা । ** অতএব ঘিরুব্বালের ও তাহার ব^শের প্রতি তোমাদের আদ্যকার আচরণ যদি সত্য ও সরল হয়, তবে তোমরা আবীমেলকের বিষয়ে আনন্দ কর, এব^ সেও তোমাদের বিষয়ে আনন্দ করুক। ** কিন্তু যদি না হয়, তবে অবীমোলকহইতে অগ্নি নির্গত হইয়া শিথিমের গৃহস্থদিগকে ও বৈৎমিলোর লোকদিগকে দগ্ধ করুক ; এব^ শিখিমের গৃহস্থদের হইতে ও বৈং মিল্লোর লোকহইতে অগ্নি নির্গত হইয়া অবীমেলককে দগ্ধ করুক। ** পরে যোথম পলাইয়া স্থানাস্তরে গেল, ও আপন ভুতি আবীমেলকের ভয়ে বেরে যাইয়া বাস করিল। -
- পরে অবমেলক ইসুয়েল বংশের উপরে তিন বৎসর কতৃত্ব করিল। ২৩ তাহার পর
248 বিচারক বিবরণ। [৯ অধ্যায় । ঘিরুক্সালের সত্ত্বরি পুত্রের প্রতি নিষ্ঠুরতার প্রতিফল যেন হয়, এব^ তাহাদিগকে বধ করিয়াছিল যে তাঁহাদের ভাতা অবীমেলক, তাহার উপরে, এবং ভাতৃবধে তাহার সাহায্যকারি শিথিমস্থ গৃহস্থদের উপরে সেই রক্তপাতের অপরাধ যেন বৰে, * এই জন্যে ঈশ্বর অবীমেলকের ও শিখিমের গৃহস্থদের মধ্যে দুৰ্ব্বদ্ধি জন্মাইলেন, তাহাতে শিখিমের গৃহস্থের অধীমেলকের প্রতি বিশ্বাসঘাতকতা করিল। ২৭ আর শিথিমের গৃহস্থের তাহার নিমিত্তে পৰ্ব্বতশৃঙ্গে গোপনে লোকদিগকে বসাইল, তাহাতে যত লোক তাহাদের নিকটস্থ পথ দিয়া যায়, সকলেরি দ্রব্যাদি তাহার, লুটিয়া লয় ; এই কথা অবীমেলকের কর্ণগোচর হইল। ** পরে এবদের পুত্র গাল আপন ভাতৃগণকে সঙ্গে লইয় শিখিমে আইল ; তাহাতে শিথিমের গৃহস্থের তাহাকে বিশ্বাস করিল। ** এবং ক্ষেত্রে বাহির হইয়া আপন ২ দ্রাক্ষাক্ষেত্রের ফল চয়ন ও মদন করিয়! যে সময়ে আমোদ প্রমোদ করিল, সেই সময়ে আপন দেবতার মন্দিরে যাইয়া ভোজন পান করিয়া তাৰীমেলককে শাপ দিল । ২৮ বিশেষতঃ এবদের পুত্র গাল কহিল, শিখিমের কাছে অবীমেলক কে ? আর আমরা কেন তাহার সেবা করি ? সে কি ঘিরুব্বালের পূত্র নহে ? এবং সিবুল কি তাহার সেনাপতি নহে? তোমরা বরণ শিখিমের পিতা হমোরের লোকদিগকে সেব কর ; আমরা কি নিমিত্তে ঐ ব্যক্তির সেবা করি ? : হায় ২, এই সকল লোক আমার হস্তগত হইলে আমি আবীমেলককে দেশান্তর করিব। পরে সে অবঁীমেলকের উদ্দেশে কহিল, তুমি অধিক সৈন্য লইয়া বাহির হইয় আইস ।
- পরে নগরের কৰা সিবুল এবদের পুত্ৰ গালের সেই কথা শ্রবণে ক্রোধে প্রজবলিত হইয় ছলে অবমেলকের নিকটে দূত প্রেরণ করিয়া কহিল, দেখ, এবদের পুত্র গাল ও তাহার ভাতৃগণ শিখিমে আইল ; এবং দেখ, তাহারা তোমার বিরুদ্ধে নগরে কুপ্রবৃত্তি দিতেছে । ** অতএব তুমি আপন সঙ্গি লোকদের সহিত রাত্রিতে উঠিয়া ক্ষেত্রে লুকাইয় থাক। -- পরে প্রাতঃকালে সূর্যোদয় হইবামাত্র উঠিয়া নগর আক্রমণ কর; তাহাতে দেখ, সে ও তাহার সঙ্গি লোকের তোমার বিরুদ্ধে নিগর্ত হইলে তুমি যাহা করিতে পার, তাহ কর । * পরে অবীমেলক ও তাহার সঙ্গি লোকেরা রাত্রিতে উঠিয়া চারি দল হইয়া শিখিমের বিরুদ্ধে লুকাইয়া থাকিল । ** এবং এবদের পুত্র গাল বাহিরে যাইয়৷ নগরদ্ধারে প্রবে