পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ & ० হইয়া বাইশ বৎসর পর্যন্ত ইসায়েল বংশের বিচার করিল। • তাহার ত্রিশ পুত্র ত্রিশ গদ্দভে চড়িয়া বেড়াইত ; আর হবোৎ-যায়ীর নামে বি খ্যাত গিলিয়দৃ দেশস্থ তাহাদের ত্ৰিশ নগর অদ্যপি আছে। “ পরে যায়ীর মরিলে কামোনে তাহার কবর হইল।

  • পরে ইস্রায়েল বংশ পরমেশ্বরের সাক্ষাতে পুনৰ্ব্বার কদাচরণ করিল, এবং বাল দেৱগণের ও অস্তারোৎ দেবীদের ও আরামের দেবগণের ও সীদোনের দেবগণের ও মোয়াবের দেবগণের ও অন্মোন বংশের দেবগণের ও পিলেষ্টীয়দের দেবগণের সেবা করিল ; তাহারা পরমেশ্বরের সেবা না করিয়া তাহাকে ত্যাগ করিল । * তাহাতে ইস্রায়েল বংশের প্রতিকুলে পরমেশ্বরের ক্রোধ প্রজবলিত হইলে তিনি পিলেষ্টীয়দের ও অন্মোন বংশের হস্তে তাহাদিগকে বিক্রয় করিলেন। ৮ তাহাতে তাহার। ঐ বৎসরবিধি আঠার বৎসর পর্যন্ত যদ্দন পারে গিলিয়দ দেশস্থ ইমোরীয় প্রদেশবাসি ইস্রায়েলের তারৎ বংশের প্রতি উপদ্রব ও দৌরাত্ম্য করিত। * তদ্ভিন্ন অন্মোন বংশ যিহুদী বংশের ও বিন্যামীন বংশের ও ইফুয়িম্ বংশের সহিত যুদ্ধ করিতে যদ্দন পার হইত ; তাহাতে ইস্রায়েল বRশ অতিশয় ক্লেশ পাইত।
    • পরে ইসায়েল বংশ পরমেশ্বরের উদ্দেশে কাতরোক্তি করিয়া কহিল, আমরা আপনাদের ঈশ্বরকে ত্যাগ করিয়া বাল দেবগণের সেরা করিলাম, এই কর্মদ্বারা তোমার প্রতিকুলে পাপ করিলাম। তাহাতে পরমেশ্বর ইস্রায়েল বখশকে কহিলেন, মিস্ট্রীয় ও ইমোরীয় ও অন্মোনীয় ও পিলেষ্টীয় লোকহইতে আমি কি তোমাদিগকে মুক্ত করি নাই ? ** এবং সীদোনীয় ও অমালেকীয় ও মায়োনীয় লোকের যখন তোমাদের প্রতি উপদ্রব করিল, তখন তোমরা অামার কাছে কাতরোক্তি করিলে আমি তাহাদের হস্তুহইতে তোমাদিগকে মুক্ত করিলাম । ** তথাপি তোমরা আমাকে ত্যাগ করিয়া ইতর দেবগণের সেবা করিলা ; অতএব আমি তোমাদিগকে আর উদ্ধার করিব না ; ** তোমরা যাইয়া আপনাদের মনোনীত ঐ দেবগণের কাছে কাতরোক্তি কর ; তাহারা তোমাদিগকে দুঃসময়হইতে উদ্ধার করুক।
  • তাহাতে ইসায়েল বখশ পরমেশ্বরকে কহিল, আমরা পাপ করিলাম ; এখন তোমার দৃষ্টিতে যাহা বিহিত, তাহাই আমাদের প্রতি কর ; কিন্তু কোন প্রকারে অদ্য আমাদিগকে উদ্ধার কর । ** অপর তাহারা আপনাদের মধ্যহইতে বিদেশীয় দেবগণকে দূর করিয়া পর

20) বিচারকর্তৃবিবরণ। [১১ অধ্যায় । মেশ্বরের সেবা করিল ; তাহাতে য়ল ব",= শের দুঃখে তাহার মন দুঃখিত হইল । * ঐ সময়ে অন্মোন ব^শ একত্র হইয়া গিলিয়দে শিবির স্থাপন করিল, এব^ য়ল ব"শ একত্র হইয়া মিস্পীতে শিবির স্থাপন করিল। PX তাহাতে গিলিয়দের লোকেরা, বিশেষতঃ তাহাদের অধ্যক্ষগণ পরমপর কহিল, অষ্মোন ব^শের সহিত কে যুদ্ধ করিতে আরম্ভ করিবে ? সে গিলিয়দ নিবাসি তাবৎ লোকদের রাজা হইবে। ১ ১ অধ্যায় ৷ ১ যিগুহকে দূর করণ, ৪ ও তাহাকে পুনরানয়ন করিতে লোক প্রেরণ, ১ ২ ও ইস্রায়েলের সেনাপতি হইয়া আমোন বংশের রাজার কাছে যিগুহের দূত প্রেরণ ও তাহার সমতি না হওল, ২৯ ও যি গুহের মলিন, ৩২ ও তাহার জয় করণ, ৩৪ ও মাননানুসারে আপন কন্যাকে সমর্পণ ।

  • ঐ সময়ে গিলিয়দীয় যিগুহ অতিশয় বীর ছিল ; সে এক বেশ্যার গৰ্ত্তে গিলিয়দের ঔরসজাত পুত্ৰ ছিল। * অপর গিলিয়দের ভ্যর্য্যা পুত্র প্রসব করিলে তাহার সেই ভাৰ্য্যার পুত্রেরা বয়ঃপ্রাপ্ত হইয়া যিস্তহকে দূর করিয়া দিয়া তাহাকে কহিল, তুমি পিতৃধনের অধিকার পাইব না, কেননা তুমি অন্য স্ত্রীর পুত্র। ৩ তাহাতে যিগুহ আপন ভাতৃগণের সম্মুখহইতে পলাইয়া টোব দেশে প্রবাস করিল, এব^ কতকগুলিন চঞ্চল লোক ষিপ্তহের সহিত মিলিয়া তাহার অনুগামী হইল।

“ কিছু কাল পরে অন্মোন ব৯শ ইস্রায়েল বংশের সহিত সRগ্রাম করিতে লাগিল। * তখন ইস্রায়েল ব৯শের সহিত আমোন ব^শের যুদ্ধ করাতে গিলিয়দের প্রাচীনগণ ষিপ্তহকে টোব দেশহইতে আনিতে গেল। * তাহারা যিগুহকে কহিল, আমরা অন্মোন বংশের সহিত যুদ্ধ করিব ; তুমি আসিয়া আমাদের সেনাপতি হও । * তাহাতে ষিপ্তহ গিলিয়দের প্রাচীনগণকে কহিল, তোমরা কি আমাকে ঘৃণা কর নাই ? ও আমার পিতৃবাটীহইত্তে আমাকে দূর কর নাই ? এখন বিপদগ্ৰস্ত হইয়। আমারই কাছে কেন আইলা ? ৮ তাহাতে গিলিয়দের প্রাচীনগণ যিশুহকে কহিল, সেই হেতুক আমরা এখন পুনৰ্ব্বার তোমার নিকটে আইলাম ; যদি তুমি আমাদের সঙ্গে চলিয়া অমোন বংশের সহিত যুদ্ধ কর, তবে আমাদের অর্থাৎ গিলিয়দৃ নিবাসি সমস্ত লোকদের প্রধান হইব । * তখন ষিপ্তহ গিলিয়দের প্রাচীনগণকে কহিল, আমি অন্মোন বংশের সহিত যুদ্ধ করিলে পরমেশ্বর যদি আমার হন্তে তাহাদিগকে সমপণ করেন, তবে আমি তোমাদের প্রধান হইর,