২৫২
- অপর যিগুহ মিসূপীতে আপন বাটীতে আইলে তাহার কন্যা তবল হস্তে করিয়া নৃত্য করিতে ২ তাহার সহিত সাক্ষাৎ করিতে আইল । যিগুহের ঐ এক মাত্র সন্ততি ছিল, তদ্ভিন্ন পুত্র কি কন্যা ছিল না । * তখন সে আপন কন্যাকে দেখিয়া বস্ত্র চিরিয়া কহিল, হায় ২, হে আমীর কন্যে, তুমি আমাকে বড় দুঃখিত করিলা ; আমার ক্লেশদায়িদের মধ্যে তুমি এক জন হইলা ; কেননা আমি পরমেশ্বরের উদ্দেশে মানতের কথা কহিয়াছি, তাহার অন্যথা করিতে আর পারিব না। - তাহাতে সে তাহাকে কহিল, হে আমার পিতঃ, তুমি যদি পরমেশ্বরের উদ্দেশে মানত করিয়াছ, তবে আপন মুখহইতে নিগর্ত বাক্যানুসারে আমার প্রতি ব্যবহার কর, কেননা পরমেশ্বর তোমার জন্যে তোমার শত্ৰুগণের অর্থাৎ অম্মোন ব^শের প্রতীকার কারলেন। ** পরে সে আপন পিতাকে কহিল, তুমি আমার অনুরোধে এক কর্ম কর, मृझे মাসের জন্যে আমাকে বিদায় দেও ; আমি পৰ্ব্বতময় স্থানে গমনাগমন করিয়া আপন অনুঢ়াভৰ বিষয়ে সখীগণের সঙ্গে বিলাপ করি । ৩৮ তাহাতে সে যাও বলিয়া তাহাকে দুই মাসের বিদায় দিল ; তখন সে পৰ্ব্বতোপরি যাইয়া আপন অনূঢ়াত বিষয়ে আপন সর্থীগণের সঙ্গে বিলাপ করিল। - অপর দুই মাস গত হইলে সে পিতার নিকটে প্রত্যাগমন করিলে তাহার পিতা আপন কৃত মানত অনুসারে তাহার প্রতি করিল ; সে কোন পুরুষে উপভুক্ত হয় নাই। * ° তদবধি বৎসরে ২ ইসুয়েলীয় কন্যাগণ গিলিয়দীয় যি গুহের কন্যার বিষয়ে বিলাপ করিতে বৎসরের মধ্যে চারি দিবস যায়, ইসুয়েল দেশে এই রীতি প্রচলিত হইল।
১২ অধ্যায় । ১ যিগুহের সহিত ইফুয়িম্ লোকদের বিবাদ, ৭ ও ষিপ্তহের মৃতু্য, ৮ ও ইবসেনের কথা, ১১ ও এলোনের কথ}, ১৩ ও আবেদনের কথা ।
- পরে ইফুয়িম বংশ সকলে আহুত হইয়। উত্তর দিগে গমন করিয়া যিপূহকে কহিল, তোমার সহিত গমন করিতে আমাদিগকে না ডাকিয়া তুমি অমোনীয় ব^শের সহিত যুদ্ধ করিতে কেন পার হইয়। গিয়াছিল ? অতএব আমরা তোমার ঘর অগ্নিতে দগ্ধ করিব । * তাহাতে যিগুহ তাহাদিগকে কহিল, অন্মোন বংশের সহিত আমার ও আমার লোকদের বড় বিরোধ ছিল, তাহাতে আমি তোমাদিগকে ডাকিলে তোমরা তাহাদের হস্তহইতে আমাকে উদ্ধার করিল না।
- পরে তোমরা আমাকে উদ্ধার করিলা না
252 2 বিচারকর্তৃবিবরণ। [১২,১৩ অধ্যায় । ইহ দেখিয়া আমি আপন প্রাণ হস্তে করিয়া অন্মোন ব^শের প্রতিকুলে পার হইয়া গেলাম, তাহাতে পরমেশ্বর আমার হস্তে তাহাদিগকে সমপণ করিলেন ; অতএব তোমরা এখন আমার সহিত যুদ্ধ করিতে কেন আমার নিকটে আইল1 ? * পরে যিগুহ গিলিয়দের সমস্ত লোককে একত্র করিয়া ইফুয়িমের সহিত যুদ্ধ করিল, তাহাতে গিলিয়দীয় লোকের ইফুয়িম লোকদিগকে পরাজয় করিল ; কেননা তাহারা কহিয়াছিল, “ হে গিলিয়দীয়েরা, তোমরা পলাতক ইফুয়িম লোক, তোমরা ইফুয়িম ও মিনশি মিশ্রিত লোক।’ * পরে গিলিয়দীয় লোকেরা ইফুয়িম, ব^শের আগে যাইয়। যদ্দনের ঘাট সকল হস্তগত করিল; তাহাতে ইফুয়িমের পলায়নকারি কোন লোক, আমাকে পার হইতে দেও, এই কথা কহিলে গিলিয়দের লোকের তাহাকে জিজ্ঞাসিত, তুমি কি ইফুয়িমীয় লোক ? তাহাতে সে যখন কহিত, না, তখন তাহার কহিত, তুমি এক বার " শিব্বোলং’ বল ; তাহাতে সে শুদ্ধরূপে উচ্চারণ করিতে না পারাতে * সিব্বোলৎ’ কহিলে তাহারা তাহাকে লইয়া যদ্দনের ঘাটে বধ করিত। সেই সময়ে ইফুয়িম বংশের বেয়াল্লিশ সহস্ৰ লোক হত হইল। “ ঐ গিলিয়দীয় যিগুহ ছয় বৎসর পর্যন্ত ইস্রায়েল ব^শের বিচার করিলে পর মরিল, তাহাতে গিলিয়দের কোন নগরে তাহার কবর হইল।
- পরে বৈংলেহমীয় ইবসন ইস্রায়েল বৎশের বিচারকৰা হইল। - তাহার ত্রিশ পুত্র ছিল, এবং সে ত্রিশ কন্যা বাহিরে দিল, ও নিজ পুত্ৰগণের জন্যে বাহির হইতে ত্রিশ কন্যা অানিল ; সে সাত বৎসর পর্যন্ত ইস্রায়েল বংশের বিচার করিল। ** পরে ইবসনের মৃত্যু হইলে বৈৎলেহমে তাহার কবর হইল।
- পরে সিবুলুন বংশীয় এলোন ইস্রায়েল ব^শের বিচারকত্ব হইল ; সে দশ বৎসর পর্যন্ত ইসুয়েল বংশের বিচার করিল। ** পরে সিৰূলুন বংশীয় এলোন মরিলে সিবুলুন দেশস্থ আয়ালোনে তাহার কবর হইল ।
- অনন্তর পিরিয়াথোনীয় হিল্লেলের পুত্ৰ অব্দোন ই সুয়েল ব^শের বিচারকত্ৰ হইল । **তাহার চল্লিশ পুত্র ও ত্রিশ পৌত্র সত্ত্বরি গদ্দভে চড়িয় বেড়াইত ; সে আট বৎসর পর্যন্ত ইদ্রায়েলের বিচার করিল। ** পরে পিরিয়াথোনীয় হিল্লেলের পুত্র অব্দোন মরিলে আমালেকীয়দের পৰ্ব্বতে ইফুয়িম দেশস্থ পিরিয়াথোনে তাহার কবর হইল।
১৩ অধ্যায়। ১ ইস্রায়েল বংশের পাপ করণ, ২ ও মনোছের স্ত্রীর