এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৫৩ গুপ্ত কথা প্রকাশ করণে তাহার বল হ্রাস হওন, ২১ ও তাহার কারাগারে বন্ধ হওন ও পিলেষ্টীয়দের সহিত তাহার মৃত্যু।
- তখন শিমশোন অসাতে যাইয়। সেখানে এক বেশ্য স্ত্রীকে দেখিয় তাহাতে উপগত হইল। তাহাতে শিম্শোন এই স্থানে আসিয়াছে, এই কথা শুনিয়া অসাৰ্তীয়ের তাহাকে বেষ্টন করিয়া সমস্ত রাত্রি তাহার জন্যে নগরদ্বারে লুকাইয়া থাকিল, এবথ প্রাতঃকালে দিন হইলে আমরা তাহাকে বধ করিব, এই কথা কহিয়৷ সমস্ত রাত্রি তুষ্ট্ৰীভূত হইয়া থাকিল। * অপর শিমশোন মধ্যরাত্রি পর্যন্ত শয়ন করিয়া মধ্যরাত্রিতে উঠিয়া নগরদ্বারের অগলশুদ্ধ দুই কবাট ও দুই বাজু ধরিয়া উপড়াইল, এবং স্কন্ধে করিয়া হিন্ত্রেণ সম্মুখস্থ পৰ্ব্বতের শৃঙ্গে লইয়া গেল ।
- পরে সে সোরেক তলভূমিবাসিনী দিলীলা নামে এক স্ত্রীতে আসক্ত হইল । * তাহাতে পিলেষ্টীয়দের অধ্যক্ষগণ সেই স্ত্রীর নিকটে আসিয়া তাহাকে কহিল, তুমি প্রিয় বাক্যদ্বার তাহাকে ভুলাইয়া, কিসে তাহার এমন মহাবল হয়, ও কিসে আমরা তাহাকে জয় করিয়া ক্লেশ দিবার জন্যে বদ্ধ করিতে পারি, ইহা জান ; তাহাতে আমরা প্রত্যেকে এগার শত রৌপ্য মুদ্র তোমাকে দিব। - পরে দিলীলা শিমশোনকে কহিল, বিনয় করি, কিসে তোমার এমন মহাবল হয় ? ও কিসে বদ্ধ ও ক্লিষ্ট হইতে পার ? তাহা আমাকে বল। * তাহাতে শিমশোন তাহাকে কহিল, শুষক হয় নাই, এমত সাত গাছ কাচ বেত্ৰ দিয়া যদি আমাকে বাধে, তবে আমি দুৰ্ব্বল হইয়া অন্য লোকের সদৃশ হইব। ৮ পরে fপলেষ্টীয়দের অধ্যক্ষগণ অস্তষক সাত গাছ কাচা বেত্ৰ আনিয়া সেই স্ত্রীকে দিল ; তাহাতে সে তাহাদ্বারা তাহাকে বাধিল । * তৎকালে তাহার অন্তরাগারে লুককায়েত লোক ছিল ; পরে সে তাহাকে কহিল, হে শিমশোন, পিলেফটীয়েরা তোমার নিকটে আসিতেছে ; তাহাতে অগ্নিসপৃষ্ট শণসূত্র যেমন ছিন্ন হয়, তদ্রুপ সে ঐ বেত্ৰ ছিড়িয়া ফেলিল, এই রূপে তাহার বলের তত্তর জানা গেল না । ** পরে দিলীলা শিমশেনিকে কহিল, দেখ, তুমি আমার সঙ্গে পরিহাস করিলা ও আমাকে মিথ্যা কথা কহিলা ; এই ক্ষণে বিনয় করি, তুমি কিসে বদ্ধ হইতে পার ?.. তাহা অামাকে কহ তাহাতে সে তাহাকে কহিল, যে রজ্জতে কোন কর্ম করা যায় নাই, এমত্ব কএক গাছ নূতন রজুদ্ধার যদি তাহার। আমাকে বাঁধে, তবে আমি দুৰ্ব্বল হইয় অন্য লোকের সদৃশ হইব। তাহাতে
দিলীলা নুতন , রজ্জ লইয়। তাহাদ্বারা , তাহাকে, 256 বিচারকর্তৃবিবরণ। [১২ অধ্যায় । বঁধিল । তখন অন্তরাগারে লুককায়িত লোক থাকাতে সে তাহাকে কহিল, হে শিমশেনি, fপলেষ্টীয়ের তোমার নিকটে আসিতেছে ; তাহাতে সে আপন বাহুহইতে সূত্রের ন্যায় ঐ সকল ছিড়িল। ** পরে দিলীলা শিমশোনকে কহিল, তুমি এখনও আমার সঙ্গে পরিহাস করিলা, ও অামাকে মিথ্যা কথা কহিলা ; কিসে বন্ধ হইতে পার, তাহ আমাকে কহ । সে কহিল, তুমি যদি আমার মস্তকের সাত গুচ্ছ কেশ টানার সহিত বন, তবে তাহ হইতে পারে । * তাহাতে সে র্তাতের খিলের সহিত তাহা বন্ধ করিয়া তাহাকে কহিল, হে শিমশোন, পিলেষ্টীয়ের তোমার নিকটে আসিতেছে ; তাহাতে সে নিদ্রাহইতে জাগুৎ হইয়া টানাস্তুদ্ধ তাতের খিল উপভুাইল ।
- পরে fদলীলা তাহাকে কহিল, আমার প্রতি তোমার মন নাই ; তবে আমি তোমাকে প্রেম করি, এমত কথা কি প্রকারে কহিতে পার ? দেখ, তিন বার তুমি আমার সহিত পরিহাস করিলা ; কিসে তোমার এমন মহাবল হয়, তাহী আমাকে কহিলা না । . ** এই রূপে সে নিত্য ২ বাক্যদ্বারা তাহাকে ব্যাকুল করিয়া এমত ব্যস্ত করিল, যে তাহার মন নিজ প্রাণে বিরক্ত হইল তাহাতে সে আপন মনের কথা ভাঙ্গিয় তাহাকে কহিল, আমার মস্তকে কখনো ফুর উঠে নাই, কেননা মাতার গৰ্ত্তস্থ হওনাবধি আমি ঈশ্বরের নাসরীয় লোক ; ক্ষেীরী হইলে আমাহইতে আমার বল যাইবে, এব^ আমি দুৰ্ব্বল হইয়া অন্য লোকের ন্যায় হইল। ** তখন সে আপন মনের কথা ভাঙ্গিয় কহিল, ইহা বুঝিয় দিলীল লোক পাঠাইয়া পিলেষ্টীয়দের অধ্যক্ষগণকে ডাকাইয়া কহিল, এ বার তোমরা আইস, কেননা সে আমাকে আপন মনের সমস্ত কথা ভাঙ্গিয়া কহিল। তাহাতে পিলেষ্টীয়দের অধ্যক্ষগণ টাকা হস্তে করিয়া তাহার নিকটে আইল । ** পরে সে আপন কোলে তাহাকে নিদ্রিত করাইয়া এক জনকে ডাকাইয় তাহার মস্তকের সাত গুচ্ছ কেশ ক্ষের করাইল ; এই রূপে তাহাকে ভুষ্ট করিতে আরম্ভ করিলেই তাহার সমস্ত বল তাহাকে ছাড়িয়া গেল। ** পরে সে কহিল, হে শিমশোন, পিলেষ্টীয়ের তোমার নিকটে আসিতেছে; তাহাতে সে নিদ্রাহইতে জাগুৎ হইয়া মনে করিল, অন্যান্য সময়ের ন্যায় বাহিরে যাইয় গ। ঝাড়িব, কিন্তু পরমেশ্বর যে তাহাকে ত্যাগ করিয়াছেন, তাহ সে জানিল না।
- * পরে পিলেষ্টীয়ের তাহাকে ধরিয়া তাহার চক্ষু উৎপাটন করিয়া তাহাকে অমাত্বে