ఇ ఆ a উপস্থিত হইলে দিব অবসান হইল ; তাহাতে তাহার দাস আপন কক্কাকে কহিল, নিবেদন করি, তাইস, আমরা মিবুর্ষীয়দের এই নগরে প্রলেশ করিয়া রাত্রি যাপন করি। * তাহাতে তাহার কৰ্ত্ত কহিল, ইস্রায়েল বখশ ব্যতিরিক্ত এই ভিন্নজাতীয়দের নগরে আমরা প্রবেশ করিব না ; আমরা অগ্রসর হইয়া গিবিয়াতে যাইব । ** পরে সে আপন. দাসকে কহিল, আইস আমরা রাত্রি. যাপন করিতে গিবিয়াতে কিম্ব রামতে, এই দুই স্থানের এক স্থানে যাই। ** পরে তাহারা অগ্রসর হইয়া চলিল ; পরে বিন্যামীন বংশের অধিকারস্থ গিবিয়ার নিকটে উপস্থিত হইলে সূৰ্য্য অস্তুগত হইল । * তখন তাহারা সে দিগে ফিরিয়া প্পুিবিয়াতে রাত্রি যাপন করিতে প্রবেশ করিয়া ঐ নগরের চকে বসিল ; কারণ আপন বাটীতে রাত্রি. যাপনের স্থান দিতে কেহ তাহাদিগকে গ্রহণ করিল না । ,
- পরে সন্ধ্য হইলে এক জন বৃদ্ধ ক্ষেত্রের কর্মহইতে আমিতেছিল ; সে ইফুয়িম পৰ্ব্বতীয় লোক, কিন্তু গিবিয়াতে প্রবাস করিতেছিল ; আর ঐ নগরীয় লোকেরা বিন্যামীন বংশীয় লোক ছিল। ** পরে সে উদ্ধৃদৃষ্টি করিয়া নগরের চকে ঐ পথিককে দেখিল ; তাহাতে বৃদ্ধ জিজ্ঞাসিল, তুমি কোথাহইতে আইলা ? এবং কোথায় যাইবা ?, ৮ সে কহিল, আমরা বৈৎলেহম, যিহুদাহইতে ইফুয়িম পৰ্ব্বতপাশ্বে যাইতেছি; আমি, সেই স্থানের লোক ; বৈৎলেহম-যিহুদাতে গিয়াছিলাম, এখন পরমেশ্বরের তাবাসে যাইতেছি, কিন্তু কেহ আমাকে বাটীতে স্থান দেয় না। * আমাদের সঙ্গে তৃণ প্রভৃতি গৰ্দ্দভদের খাদ্য আছে, এবx আমার ও আমার দাসী ও দাসের জন্যে আপনকার এই দাসের নিকটে রুটী ও দ্রাক্ষারস আছে, কোন দুৰ্যের অভাব নাই। * তাহাতে সে বৃদ্ধ কহিল, তোমার মঙ্গল হউক, পথে বাস করিও না ; তোমার যাহা ২ প্রয়োজন, তাহ আমি দিব। .* * পরে সে বৃদ্ধ তাহাকে আপন বাটীতে আনিয় তাহাদের গৰ্দ্দভগণকে তৃণ দিল, এবং তাহার। পাদ প্রক্ষালন করিয়া ভোজন পান করিল।
পরে তাহারা মনের সহিত আমোদ । করিতেছিল, এমত সময়ে ঐ নগরীয় কতক লম্পট লোক তাহার ধাটীর চতুদিগে ঘেরিয়া স্বারে আঘাত করিয়, বাটীর ককা বৃন্ধকে কহিল, তোমার রাটীতে যে পুরুষ আসিয়াছে, তাহাকে । বাহির করিয়া আন ; আমরা তাহাতে উপগত । হইব ॥ ২৩ তাহাতে বাটীর কন্ধা,বাহির হইয়। তাহাদের নিকটে ঘাইয়। কহিল, হে আমার ভুতৃিগণ, ন, না ; আমি বিনয় করি, এমত দুষ্টা (260 বিচারকর্তৃবিবরণ। [২৪. অধ্যায়। চরণ করিও । না ; ঐ . পরুষ আমার বাটীতে অতিথি হইল, অতএব তাহার প্রতি এমত লজ্জার কর্ম করিও না। ২° দেখ, আমার অনুঢ়া কন্যাকে এব^ তাহার উপপতনীকে বাহির করিয়া আনি ; তোমরা তাহাদিগেতে উপগত হও, ও - তাহাদের প্রতি তোমাদের যেমত বাঞ্ছা হয়, তাহাই কর; কিন্তু সেই পুরুষের প্রতি এমত কুকৰ্ম করিও না। * তথাপি তাহার. তাহার কথা না শুনিলে ঐ পুরুষ আপন উপপতনীকে লইয়। তাহাদের নিকটে বাহির করিয়া আনিল ; তাহাতে তাহারা তাহাতে উপগত হইল, এব^ প্রভাত পর্যন্ত সমস্ত রাত্রি তাহার প্রতি অত্যাচার করিল ; পরে প্রভাতে তাহাকে ত্যাগ করিয়া গেল। ** অতএব রাত্রি পোহাইলে ঐ স্ত্রী পতির আতিথ্যকারি বৃদ্ধের বাটীর দ্বার নিকটে অাসিয়া সুৰ্যোদয় পর্যন্ত পড়িয়া রহিল। ** পরে প্রাতঃকাল হইলে তাহার পতি যখন পথে যাইতে উঠিয়া গৃহের দ্বার খুলিয়া বাহির হইল, তখন দেখিল, গৃহের দ্বারনিকটে তাহার উপপতনী গোবরাটের উপরে হস্ত রাখিয়া পতিতা আছে । * তাহাতে সে তাহাকে কহিল, উঠ, আমরা যাই ; কিন্তু সে স্ত্রী উত্তর দিল না। পরে ঐ পুরুষ গৰ্দ্দভের উপরে তাহাকে তুলিয়া যাত্র করিয়া আপন স্থানে প্রস্থান করিল।
- অনন্তর সে আপন বাটীতে আসিয়া অস্ত্র লইয়। ঐ উপপতনীকে ধরিয়া অস্থিশুদ্ধ দ্বাদশ খণ্ড করিয়া ইস্রায়েলের তাবৎ অঞ্চলে পাঠাইয়া দিল । ** তাহাতে তাহ দেখিয়া সকলে কহিল, ইস্রায়েল বংশের মিসরদেশহইতে বহির্গমনের দিন অবধি অদ্য পর্যন্ত এমত ক্রিয়া কখনো হয় নাই, এবং দেখা যায় নাই ;
এ বিষয়ে মনোযোগ পূৰ্ব্বক পরামর্শ করিয়া কি কৰ্ত্তব্য, তাহ কহ। ২০ অধ্যায় । ১ সভার কথl, ৮ ও সভার নিরূপণ, ১ ২ ও ইস্রায়েল বংশের সহিত বিনামীন বংশের যুদ্ধ করিতে প্রস্তুত হওন, ১৭ ও প্রথম যুদ্ধে ইস্রায়েল বংশের বাইশ সহস্ৰ লোকের হত হওন, ২২ ও দ্বিতীয় যুদ্ধে ত্যহাদের আঠার সহস্ৰ লোকের হত হওন, ২৬ ও তুতীয় যুদ্ধে বিনামীৰু বংশের সর্ববতোভাবে পরাস্ত হওন ।
- পরে ইসায়েলের তাবৎ ব^শ অর্থাৎ গিলিয়দ দেশস্থ লোকল্পদ্ধ দান অবধি বেরশেবা পর্যন্ত তাবং মণ্ডলী এক মানুষের ন্যায় মিসপীতে আসিয়া পরমেশ্বরের সাক্ষাতে একত্র হইল। তাহাতে তাবৎ লোকের অর্থাৎ ইস্রায়েলের তাবৎ বংশের অধ্যক্ষগণ ও চারি লক্ষ খড়গধারি পদাতিক ঈশ্বরের প্রজাদের সভাতে উপস্থিত