পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ।] ইয়াছেন। ২ - আমি পরিপূর্ণ হইয়া যাত্রা করিয়াছিলাম, এখন পরমেশ্বর আমাকে রিক্ত হন্তে ফিরাইয়া আনিলেন। তোমরা কেন আমাকে সুখিনী করিয়া বল ; পরমেশ্বর আমার দুরবস্থা করিলেন, ও সৰ্ব্বশক্তিমান আমাকে দুঃখিনী করিলেন। ২২ এই রূপে নয়মী ও মোয়াবীয় রূৎ নামে তাহার পুত্রবধু মোয়াব দেশহইতে ফিরিয়া আইল ; তাহারা যবশস্যচ্ছেদনের আরম্ভসময়ে বৈংলেহমে উপস্থিত হইল। 总 ২ অধ্যায়। ১ বোয়সের ক্ষেত্রে রূতের শস্য সAগ্রহ করণ, ৪ ও তাহার পরিচয় লইয়া বোয়সের অনুগ্রহ করণ, ১৮ ও শ্বশ্রার কাছে তাবৎ শস্য লইয়া যাওন।

  • ঐ নয়মীর স্বামি ইলীমেলকের বxশীয় বোয়স্ নামে এক ধনবান জ্ঞাতি ছিল । * পরে মোয়াবীয় রূৎ নয়মীকে কহিল, নিবেদন করি, আমি ক্ষেত্রে যাইয়া যাহার দৃষ্টিতে অনুগ্রহ পাই, তাহার পশ্চাৎ ২ শস্যের শিষ সংগ্ৰহ করি। তাহাতে সে কহিল, হে আমার কন্যে, যাও। ও পরে সে গিয়া কোন ক্ষেত্রে উপস্থিত হইয় শস্যচ্ছেদকদের পশ্চাৎ ২ শস্য সংগ্ৰহ করিতে, লাগিল, এবং ঘটনাক্রমে তাহা ইলীমেলকের ব^শীয় ঐ বোয়সের অধিকারস্থ ক্ষেত্র ছিল।
  • পরে বোয়স বৈৎলেহমহইতে আসিয়া শস্যচ্ছেদকদিগকে কহিল, পরমেশ্বর তোমাদের সঙ্গী হউন। তাহারা উত্তর করিল, পরমেশ্বর তোমাকে আশীৰ্ব্বাদ করুন। * অপর বোয়স শস্যচ্ছেদকদের উপরে নিযুক্ত আপন ভূত্যকে জিজ্ঞাসিল, এই যুবতী কাহার লোক ? * তখন শস্যচ্ছেদকদের উপরে নিযুক্ত ভূত্য কহিল, এ সেই মোয়াবঁীয়া যুবতী, যে নয়মীর সহিত মোয়াব দেশহইতে আসিয়াছে । " সে আমাকে কহিল, আমি বিনয় করি, শস্যচ্ছেদকদের পশ্চাৎ ২ অাটির মধ্যে ২ আমাকে কুড়াইয়া সংগ্ৰহ করিতে দেও ; অতএব সে আসিয়া প্রাতঃকাল অবধি এখন পর্যন্ত আমাদের সহিত রহিয়াছে ; অল্প কাল বাটীতে ছিল । * পরে বোয়স রূৎকে কহিল, হে আমার কন্যে, তুমি আমার কথা শুন না? তুমি কুড়াইতে অন্য ক্ষেত্রে যাইও না, ও এই স্থান হইতে যাইও না, কিন্তু এখানে আমার দাসীদের সহিত থাক । * শস্যচ্ছেদকের যে ক্ষেত্রের শস্য কাটিবে, তাহ দেখিয়া তুমি তাহাদের পশ্চাৎ যাইও ; তোমাকে সপর্শ করিতে আমি কি যুবদিগকে নিষেধ করি নাই ? আর পিপাসা হইলে তুমি পাত্রের নিকটে যাইয়া যুবদের উত্তোলিত জল পান করিও। ** তাহাতে সে উবুড় হইয়া ভূমিতে পড়িয়া তা

2 м কৎ। ఫ్చి అ4 হাকে কহিল, আমি বিদেশিনী, আমার পরিচয় লইতেছ ; এতে অনুগ্রহ আমি কিসে পাইলাম ? * বোয়স কহিল, তোমার স্বামির মৃত্যুর পর শ্বশ্ৰুর প্রতি তুমি যে রূপ ব্যবহার করিয়াছ, এব৭ আপন পিতা মাতা ও জম্মদেশ ত্যাগ করিয়া পূৰ্ব্বের অজ্ঞাত লোকদের নিকটে আসিয়াছ, এ সকলি আমি জ্ঞাত হইলাম। *ং পরমেশ্বর তোমার কর্মের ফল দিউন ; তুমি ইস্রায়েলের যে প্রস্তু পরমেশ্বরের পক্ষের নীচে আশ্রয় লইতে আসিয়াছ, তিনি তোমাকে সম্পূর্ণ পুরস্কার দিউন। -- তাহাতে সে কহিল, হে আমার প্রভো, আমি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইলাম ; ভূমি আমাকে সাস্তুনা করিল, আমি { তোমার দাসীভূল্য ন হইলেও আপন দাসীর প্রতি প্রীতি পূৰ্ব্বক কথা কহিল । * বোয়স্ কহিল, ভোজন সময়ে তুমি এই স্থানে আসিয়া রুটী ভোজন কর এব^ আপন খাদ্য অস্তুরসে ডুবাও । তখন সে শস্যচ্ছেদকদের পাশ্বে বসিলে তাহাকে ভাজা শস্য আনিয়া দিল ; তাহাতে সে ভোজন করিয়া তৃপ্ত হইল, এবং অবশিষ্ট কিছু রাখিল। ** পরে সে কুড়াইতে উঠিলে বোয়স আপন যুব লোকদিগকে আজ্ঞা করিল, উহাকে আটর মধ্যে কুড়াইতে দেও, এবং উহাকে লজ্জা দিও ন! ! **'এবx উহার জন্যে বন্ধ আটিহইতে কতক টানিয়া উহার কুড়াইবার জন্যে ত্যাগ কর, ও উহাকে ধমকাইও না। ** তাহাতে সে সন্ধ্যা পর্যন্ত সেই ক্ষেত্রে কুড়াইল ; পরে সঞ্চিত শস্য মাড়িলে তাহার প্রায় এক ঐফ যব হইল । .

    • পরে সে তাহ লইয়া নগরে গেল, এবx আপন সঞ্চিত শস্য শ্বশ্রীকে দেখাইল, এবং তৃপ্ত হওনের পর রক্ষিত অবশিষ্ট খাদ্য বাহির করিয়া তাহাকে দিল । ** তাহাতে তাহার শ্বশ্রী তাহাকে কহিল, তুমি অদ্য কোথায় কুড়াইলা ? ও কোথায় কর্ম করিলা ? যে ব্যক্তি তোমার পরিচয় লইল, সে ধন্য হউক ; তখন সে কাহার নিকটে কর্ম করিয়াছিল, তাহ শ্বশ্রাকে জানাইয়া কহিল, যাহার নিকটে অদ্য কর্ম করিলাম, তাহার নাম বোয়স। ২° তাহাতে নয়মী আপন পুত্রবধূকে কহিল, যিনি জীবৎ ও মৃত লোকদের প্রতি দয়া নিবৃত্ত করেন না, সে সেই পরমেশ্বরের আশীৰ্ব্বাদ প্রাপ্ত হউক ; নয়মী আরো কহিল, সে মনুষ্য আমাদের নিকটসম্পককীয় ভরাতিদের মধ্যে এক জন । ২১ মোয়ার্বীয় রং কহিল, সে আমাকে ইহাও কহিল, আমার সমস্ত শস্যচ্ছেদন সমাপ্তি না হওন পর্যন্ত তুমি আমার যুব লোকদের সঙ্গ ছাড়িও না। ২২ তাহাতে নয়মী অপেন পুত্রবধু

265