পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায়।] শত্ৰুগণের সাক্ষাতে আমার মুখ প্রফুল্ল হইতেছে ; আমি তাহার পরিত্রাণদ্বারা আনন্দিতা হইতেছি। ২ পরমেশ্বরের ন্যায় পবিত্র কেহ নাই, তাহ ব্যতিরেকে আর ঈশ্বর কেহ নাই, ও আমাদের ঈশ্বরের তুল্য পৰ্ব্বতস্বরূপ কেহ নাই । * তোমরা অতিশয় শ্লাঘার কথা আর কহিও না, তোমাদের মূখহইতে অহঙ্কারের কথা নিগর্ত না হউক, কেননা পরমেশ্বর সর্বজ্ঞ প্রভু, তাহ কতৃক কর্ম সকল পরীক্ষিত হয়। * পরাক্রমিদের ধনুক ভগ্ন হয়, ও নিম্নপ্রাপ্তের বলেতে কটিবন্ধন করে। * ও তৃপ্ত লোকেরা খাদ্যের জন্যে বেতনজীবী হয়, ও ফুধিতের বিশ্রাম প্রাপ্ত হয়, এবং বন্ধ্যা সপ্ত পুত্র প্রসব করে, ও বহুপুত্র ক্ষীণ হয়। “ পরমেশ্বর মৃত্যু দেন ও জীবন দেন, এব^ কবরে নামান ও উপরে উঠান। পরমেশ্বর দরিদ্র করেন ও ধনী করেন, এবং নত করেন ও উন্নত করেন। ৮ তিনি ধূলিহইতে দরিদ্রকেও সারের চিবিহইতে ভিক্ষুককে উঠাইয়া অধ্যক্ষদের মধ্যে বসান ও তেজসি সিAহাসন অধিকার করান। পৃথিবীর ভিত্তিমূল পরমেশ্বরের ; তিনি তাহার উপরে জগৎ স্থাপন করিয়াছেন। * তিনি আপন পবিত্র লোকদের চরণ রক্ষা করেন, কিন্তু পাপিগণ অন্ধকারে নিধন প্রাপ্ত হয় ; কোন মনুষ্য বলেতে জয়ী হইতে পারে না। ** পরমেশ্বরের শত্ৰুগণ ভগ্ন হইবে ; তিনি স্বগে থাকিয় তাহাদের উপরে গজ্জন করাইবেন ; পরমেশ্বর পুথিবীর প্রান্তভাগ পর্যন্ত শাসন করিবেন, ও আপন রাজাকে বল দিবেন, ও আপন অভিষিক্তের শ্রী উন্নত করিবেন।

    • পরে ইলকান রামৎ নগরে আপনি বাটীতে গেল, কিন্তু সে বালক এলি যাজকের সম্মুখে থাকিয়া পরমেশ্বরের সেবা করিতে লাগিল । ১২ এলির পুত্ৰগণ দুষ্টস্বভাব হইয়া পরমেশ্বরকে মানিত না । ** ঐ যাজকের লোকদের সহিত এই রূপ ব্যবহার করিত ; কেহ বলিদান করিলে তাহার মাংস পাক সময়ে যাজকের দাস ত্ৰিশূল হস্তে লইয়া আসিত ; ** এব^ ডাবরে কিম্বা ক্টাড়িতে কিম্বা কটাহে কিম্বা বহুগুণাতে ত্ৰিশূল মারিলে সেই ত্ৰিশূলে যত মাংস উঠিত, তাহাই যাজক আপনার জন্যে লইত ; শীলোতে আগত তাবৎ ইস্রায়েল ব^শের প্রতি তাহার এই রূপ ব্যবহার করিত। * আর মেদ দগ্ধ করণের পূৰ্ব্বে যাজকের দাস আসিয়া যজমানকে কহিত, যাজককে দগ্ধ করণের মাঙ্কস দেও ; সে তোমাহইতে সিদ্ধ মাঙ্কস লইবে না, কিন্তু কাচা লইবে । ** তfহাতে এই ক্ষণে মেদ দগ্ধ হইতেছে, হইলে তোমার মনোবাঞ্ছানুসারে গ্রহণ করিও, এই কথা তাহাকে কহিলে সে উত্তর করিত, এই

১ শিমুয়েল। s్చ తినె ক্ষণে দেও, নতুবা বলদ্বারা লইব । * অতএব পরমেশ্বরের সাক্ষাতে ঐ যুবলোকের অতিশয় অপরাধী হইল, কেননা লোকের তম্বিমিত্তে পরমেশ্বরের নৈবেদ্য ঘৃণা করিত।

  • ৮ তৎকালে শিমুয়েল বালক কাপাসনির্মিত এক্ষো পরিধান করিয়া পরমেশ্বরের পরিচৰ্য্যা করিত। ** আর তাহার মাতা প্রতি বৎসর এক ২ গাত্রীয় ক্ষুদ্র বস্ত্র প্রস্তুত করিয়া স্বামির সহিত বার্ষিক বলিদানার্থে আসিবার সময়ে আনিয়া তাহাকে দিত।
    • পরে এলি ইলকানাকে ও তাহার স্ত্রীকে এই আশীৰ্ব্বাদ করিল, ঋণরূপে পরমেশ্বরকে দত্ত এই বালকের পরিবর্কে তিনি এই স্ত্ৰীহইতে তোমাকে আরো সন্তান দিউন। পরে তাহার। স্বস্থানে প্রস্থান করিলে পর ২” পরমেশ্বর হস্কার তজ্ঞানুসন্ধান করিলেন ; তাহাতে সে গৰ্ত্তবর্তী হইয়া ক্রমে ২ তিন পুত্র ও দুই কন্যা প্রসব করিল। তখন শিমুয়েল বালক পরমেশ্বরের সাক্ষাতে বৃদ্ধি পাইতে লাগিল।

২২ এলি অতিশয় বৃদ্ধ হইয় যখন তাবৎ ইয়ায়েল বংশের প্রতি আপন পুত্রদিগের কুব্যবহার ও মণ্ডলীর আবাসদ্বার নিকটে সেবাকারিণী স্ত্রীগণের সহিত শয়নের কথা শুনিল, তখন তাহাদিগকে কহিল, ২° এই সমস্ত লোকের নিকটে আমি তোমাদের যেরূপ মন্দ ক্রিয়ার জনরব শুনিতেছি, তোমরা কেন এমত ব্যবহার কর । ২" হে আমার পুত্ৰগণ, না ২, আমি যাহা শুনিতেছি, সেই দুর্নাম ভাল নয় ; তোমরা পরমেশ্বরের লোকদিগকে আজ্ঞালঙঘন করাইতেছ। “ মনুষ্য যদি মনুষ্যের বিরুদ্ধে পাপ করে, তবে ঈশ্বর তাহার বিচার করেন ; কিন্তু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করিলে তাহার পক্ষে কে বিনয় করিতে পারে ? তথাপি তাহারা আপন পিতার কথায় মনোযোগ করিল না, কেননা পরমেশ্বর তাহাদিগকে বিনষ্ট করিতে মনস্থ করিয়াছিলেন। ** অপর শিমুয়েল বালক ক্রমে ২ বৃদ্ধি পাইয়া পরমেশ্বরের ও মনুষ্যের সাক্ষাতে অনুগ্রহ প্রাপ্ত হইতে লাগিল। ২৭ অপর ঈশ্বরের এক লোক এলির নিকটে আসিয়া কহিল, পরমেশ্বর এই কথা কহেন, যে সময়ে তোমার পূৰ্ব্বপুরুষেরা মিসরদেশে ফিরেীণের রাজ্যে ছিল, তখন আমি কি তাহাদের প্রতি প্রত্যক্ষরূপে দর্শন দিতাম না ? ২৮ এবং আমার যাজন কর্ম করিতে অর্থাৎ আমার যজ্ঞবেদির উপরে বলি উৎসর্গ করিতে । ও সুগন্ধি ধূপ জবালাইতে ও আমার সাক্ষাতে এফোর্দু পরিধান করিতে আমি ইস্রায়েলের তাবৎ বxশহইতে তাহাদিগকে মনোনীত করি 269