२ १ 8 Y শিমুয়েল। পিলেষ্টীয়দের পরাস্ত হওন, ১৩ ও পিলেফ্টীয়দের কর্তৃত্বের লোপ, ১৫ ও শিমুয়েলের বিচার করা ণুের কথা ।
- পরে কিরিয়ৎ-যিয়ারীমের লোকেরা আসিয়া পরমেশ্বরের সিন্দুক লইয়া পৰ্ব্বতস্থিত অবানাদবের বাটীতে আনিল, এবং পরমেশ্বরের ঐ সিন্দুক রক্ষার্থে তাহার পুত্ৰ ইলিয়াসরকে পবিত্র করিল । * তদবধি পরমেশ্বরের সিন্দুক দীঘকাল অর্থাৎ বিংশতি বৎসর পর্যন্ত কিরিয়ৎযিয়ারীমে থাকিল। তৎকালে ইসায়েলের তাবৎ ব৯শ পরমেশ্বরের অনুগমনেচ্ছাতে বিলাপ করিতে লাগিল।
- তাহাতে শিয়ুয়েল ইস্রায়েলের তাবৎ বথশকে কহিল, তোমরা যদি আপন সমস্ত অন্তঃকরণের সহিত পরমেশ্বরের প্রতি ফিরিতে উদ্যত হও, তবে আপনাদের নিকটহইতে ইতর দেবগণকে ও অস্তারোং দেবীগণকে দূর কর, ও পরমেশ্বরের উদ্দেশে আপন ২ অন্তঃকরণ প্রস্তুত করিয়া কেবল র্তাহার সেবা কর ; তাহাতে তিনি পিলেষ্টীয়দের হস্তুহইতে তোমাদিগকে উদ্ধার করবেন। * তখন ইসায়েলের তাবৎ ব^শ বলি দেবগণকে ও অস্তারোৎ দেবীগণকে দূর করিয়া কেবল পরমেশ্বরের সেবা করিতে লাগিল। * অপর শিমূয়েল কহিল, মিস্পীতে ইদ্রায়েলের তাবৎ বংশকে একত্র কর ; আমি তোমাদের জন্যে পরমেশ্বরের কাছে প্রার্থনা করিব। * তাহাতে তাহারা সকলে মিসপীতে একত্র হইয়া জল তুলিয়া পরমেশ্বরের সাক্ষাতে ঢালিল, এবং সে দিবস উপবাস করিয়া সে স্থানে কহিল, আমরা পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করিলাম। পরে শিমুয়েল মিসপীতে ইস্রায়েল ব৭শের বিচার করিল।
- অপর ইস্রায়েল বুশেরা মিসূপীতে একত্র হইয়াছে, পিলেফ্টীয়েরা এই সAবাদ পাইলে পিলেষ্টীয়দের অধ্যক্ষগণ ইসায়েল বংশের বিরুদ্ধে উঠিয়া আইল ; ইস্রায়েল বখশ তাহ শুনিয়া পিলেষ্টীয়দের হইতে বড় ভীত হইল। ৮ এবণ, ল বংশ শিমূয়েলকে কহিল, আমাদের প্রভু পরমেশ্বর পিলেষ্টীয়দের হস্তহইতে যেন আমাদিগকে উদ্ধার করেন, এই জন্যে তুমি তাহার কাছে প্রার্থনা করিতে জুটি করিও না ।
- তখন শিমূয়েল দুগ্ধপোষ্য এক মেষবংস লইয়া পরমেশ্বরের উদ্দেশে সৰ্ব্বশুদ্ধ হোমবলি উৎসর্গ করিল, এবং শিমুয়েল ইস্রায়েল বংশের জন্যে পরমেশ্বরের কাছে প্রাথনা করিল ; তাহাতে পরমেশ্বর তাহার প্রতি উত্তর দিলেন । ** যে সময়ে শিমুয়েল হোমবলি উৎসর্গ করি
274, [৭,৮ অধ্যায় । তেছিল, তৎকালে পিলেফ্টীয়ের ইস্রায়েল বথশের সহিত যুদ্ধ করিতে নিকটবর্তী হইল। কিন্তু ঐ দিবসে পরমেশ্বর পিলেষ্টীয়দের প্রতি মেঘনাদে গৰ্জ্জন করিয়া তাহাদিগকে ব্যাকুল করিলেন ; তাহাতে তাহারা ইস্রায়েল বংশের সম্মুখে পরাস্ত হইল। * তখন ইস্রায়েল বংশ মিস্পীহইতে বাহির হইয়। পিলেষ্টীয়দের পশ্চাৎ ২ তাড়ন করিয়া বৈংকরের নামে পর্যন্ত তাহাদিগকে আঘাত করিল। তাহাতে শিমুয়েল এক. প্রস্তুর লইয়া মিসপীর ও শেনের মধ্যস্থানে স্থাপন করিল, এব^ * এই অবধি পরমেশ্বর আমাদের উপকার করিলেন, ইহা কহিয় তাহার নাম এবন-এষর (উপকারত্মরণার্থক প্রস্তর ) রাখিল ।
- এই প্রকারে পরাস্ত হইয়। পিলেষ্টীয়ের ইসুয়েল বংশের অঞ্চলে আর আইল না। এবং পরমেশ্বর শিমুয়েলের যাবজ্জীবন পিলেষ্টীয়দের বিরুদ্ধাচারী হইলেন। ** এবথ ইক্রোণ, অবধি গাৎ পর্যন্ত যে সমস্ত নগরকে পিলেষ্টীয়ের ইসায়েল বKশহইতে হরণ করিয়াছিল, সেই সকল নগর ও তাহাদের সীমা পুনৰ্ব্বার ইসুয়েল বংশের বশ হইল, যেহেতুক ইস্রায়েল ব২শের পিলেষ্টীয়দের হস্তুহইতে তাহ উদ্ধার করিল। পরে ইমোরীয়দের সহিত ইস্রায়েল ব^শের সন্ধি হইল ।
- ঐ শিমুয়েল যাবজ্জীবন ইসায়েল বংশের বিচার করিল। ** সে প্রতিবৎসর বৈথেলে ও গিলগলে ও মিস্পীতে পরিভূমণ করিয়া সেই সকল স্থানে ইসায়েল বংশের বিচার করিত। ** পরে যেখানে তাহার বাটী ছিল, সেই রামৎ নগরে প্রত্যাগমন করিয়া সেই স্থানে ইসায়েল বংশের বিচার করিত; সে সেই স্থানে পরমেশ্বরের উদ্দেশে এক বেদি নির্মাণ করিল।
৮ অধ্যায় । ১ শিমুয়েলের পুত্ৰগণের অন্যায় প্রযুক্ত লোকদের এক রাজাকে চাহন, ও ও তাহদের যাজ্ঞা শিমুয়েলের অতুষ্টিকর হওন, ১০ ও ডাবি রাজার বর্ণনা, ১৯ ও রাজাকে নিযুক্ত করিতে শিমুয়েলের প্রতি ঈশ্বরের আজ্ঞা । "
- পরে শিমূয়েল বৃদ্ধ হইলে আপন পুত্ৰগণকে ইস্রায়েল বংশের উপরে বিচারকত্ব অপদে নিযুক্ত করিল। * তাহার জ্যেষ্ঠ পুত্রের নাম ষোয়েল, ও দ্বিতীয় পুত্রের নাম আবিয় ছিল ; তাহার বেরশেবাতে বিচার করিতে লাগিল। কিন্তু তাহার পুত্ৰগণ পিতার পথে না চলিয়া লোভানুগামী ছিল, ও উৎকোচ লইয়া বিচারে অন্যায় করিত। * অতএব ইসুয়েল বংশের প্রাচীনগণ একত্র