পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> • <H</tg [] কথা অপ্রকাশ করল, ১৭ ও শেীল রাজার মনোনীত ছওন ও তাছার বিষয়ে লোকদের প্রেম ও আপ্রেম। • অনন্তর শিমুয়েল, তৈলগুঙ্গ লইয়া তাহার মস্তুকোপরি তৈল ঢালিল, এবং তাহাকে চুম্বন করিয়া কহিল, পরমেশ্বর আপন অধিকারের অধ্যঅপদে কি তোমাকে অভিষেক করিলেন না ? * অদ্য ভূমি যখন আমার নিকটহইতে গমন করিবা, তৎকালে বিন্যামীনের সীমাস্থিত সেলসহে রাহেলের কবরের নিকটে দুই জনকে পাইবা, তাহার তোমাকে কহিবে, তুমি যে ২ গৰ্দ্দভী অম্বেষণ করিতে গিয়াছিল, সেই সকল পাওয়া গিয়াছে ; এবং দেখ, তোমার পিতা গদভী বিষয়ের ভাবনা ত্যাগ করিয়া, পূত্রের জন্যে কি করিব ? ইহা বলিয়া তোমাদের জন্যে শোক করিতেছে। “ পরে তুমি তথাহইতে অগ্রসর হইয়া তাবোরের এলোন বৃক্ষের নিকটে আসিবা, সে স্থানে তিন ছাগবৎসবাহক এক জন, ও তিন রুটীবাহক এক জন, ও এক কুপ দ্রাক্ষারস বাহক এক জন, বৈথেলে ঈশ্বরের নিকটে গমনকারি এই তিন জনের সহিত তোমার সাক্ষাৎ হইবে। * তাহারা তোমার মঙ্গল জিজ্ঞাসা করিবে ও দুই রুটী দিবে, এবং তুমি তাঁহাদের হস্তহইতে তাহা গুহণ করিব । * পরে যেখানে পিলেষ্টীয়দের সৈন্যদল আছে, এমত ঈশ্বরের পর্বতে যাইবা, এবং তথাকার নগরে উপস্থিত হইলে নেবল ও তবল ও বাঁশী ও বীণ পুরঃসর টিকরস্থানহইতে আগমনকারি এক দল ভবিষ্যদ্বক্তার সহিত তোমার সাক্ষাৎ হইবে, তাহারা ঈশ্বরীয় বাক্য কহিবে । * তখন পরমেশ্বরের আত্মা তোমাতে আবির্ভূত হইবে, তাহাতে তুমিও তাহাদের সহিত ঈশ্বরীয় বাক্য কহিবা, এবং অন্য প্রকার মনুষ্য হইবা৷ ” এই সকল লক্ষণ তোমার প্রতি ঘটিলে ভূমি উপস্থিত প্রয়োজনানুসারে করিব, কেননা ঈশ্বর তোমার সহায় হইবেন। ৮ পরে তুমি আমার আগ্নে ২ গিলগলে যাইবা ; এবং দেখ, আমি হোমবলি ও মঙ্গলাথক বলি উৎসর্গ করিতে তোমার নিকটে যাইব ; যাবৎ তোমার নিকটে না যাই ও তোমার কৰ্ত্তব্য তোমাকে জ্ঞাত না করি, তাবৎ সপ্ত দিন পর্যন্ত বিলম্ব করিব ।

  • পরে সে শিমূয়েলের নিকটহইতে যাইতে গ্রীবা ফিরাইলে ঈশ্বর তাহার অন্য অন্তঃকরণ দিলেন, এব^ সেই দিনে ঐ সমস্ত লক্ষণ ঘটিল ** বিশেষতঃ তাহারা সেখানে পৰ্ব্বতে উপস্থিত হইলে এক দল ভবিষ্যদ্বক্তা তাহার সহিত মিলিল তাহাতে ঈশ্বরের আত্মা! তাহাতে আবিভূত হওয়াতে তাহাদের মধ্যে সেও ঈশ্বরীয় বাক্য কহিতে লাগিল ** তখন সে ভবিব্যদ্বক্তাদের

১ শিমুয়েলু। २११ মধ্যে ঈশ্বরীয় বাক্য কহিতেছে, ইহা দেখিয়া তাহার পূর্বপরিচিত লোকের পরস্পর কহিল, কীশের পূত্রের কি হইল ? শৌলও কি ভবিষ্যদ্বস্তৃগণের মধ্যে এক জন ? *ং তাহাতে তথাকার এক জন উত্তর করিল, তাহাদের পিতা কে? এই রূপে, শৌলও কি ভবিষ্যদ্বক্তৃগণের মধ্যে এক জন ? এই কথা লোকদের মধ্যে প্রচলিত দৃষ্টান্ত হইল। ৩ পরে সে ঈশ্বরীয় বাক্য কথন সাঙ্গ করিয়া টিকর স্থানে গেল।

    • পরে শৌলের মাতুল তাহাকে ও তাহার দাসকে জিজ্ঞাসিল, তোমরা কোথায় গিয়াছিলা ? সে কহিল, গদভী অন্বেষণ করিতে ; কিন্তু গৰ্দ্দভী কোন স্থানে নাই, ইহা দেখিয়া আমরা শিমূয়েলের নিকটে গমন করিলাম। •• শৌলের মাতুল কহিল, বিনয় করি, শিযুয়েল তোমাদিগকে কি কহিল ? তাহ আমাকে বল। ** তাহাতে শৌল আপন মাতুলকে কহিল, সে আমাদিগকে সপষ্টরূপে কহিল, গৰ্দ্দভী সকল পাওয়া গিয়াছে। কিন্তু রাজ্য বিষয়ের ষে কথা শিমুয়েল কহিয়াছিল, তাহ সে তাহাকে বলিল না।
  • পরে শিমূয়েল লোকদিগকে মিসূপীতে পরমেশ্বরের নিকটে ডাকাইয়। ’৮. ইস্রায়েল বংশদিগকে কহিল, ইস্রায়েলের প্রভু পরমেশ্বর কহেন, আমি ইস্রায়েল বংশকে মিসরদেশ. হইতে আনিয়াছি, এবং তোমাদের উপদ্রবকারি মিস্ট্রীয় ও অন্যান্য রাজ্যস্থ লোকদের হস্তহইতে তোমাদিগকে উদ্ধার করিয়াছি। ** কিন্তু তোযাদের সমস্ত দুৰ্দশ ও সঙ্কটহইতে উদ্ধারকারী যে তোমাদের ঈশ্বর, তোমরা তাহাকে অদ্য ত্যাগ করিলা, এব^ তাহাকে কহিলা, আমাদের উপরে এক রাজা নিযুক্ত কর ; অতএব তোমরা এখন আপন ২ বংশানুসারে ও সহস্র ২ দলানুসারে পরমেশ্বরের নিকটে উপস্থিত হও । ** পরে শিমূয়েল ইস্রায়েলের তাবৎ বংশকে নিকটে আনাইলে বিন্যামীন বংশ নিশ্চিত হইল। ** এবং এক ২ গোষ্ঠ্যনুসারে বিনামীন বংশকে নিকটে আনাইলে মটির গোষ্ঠী নিশ্চিত হইল, এবৎ তাহার মধ্যে কীশের পুত্র শৌল নিশ্চিত হইল ; কিন্তু আম্বেষণ করিলে তাহার উদেশ পাওয়া গেল না । ** অতএব তাহারা পরমেশ্বরের নিকটে আরো জিজ্ঞাসিল, সেই ব্যক্তি কি এখন এই স্থানে আসিয়াছে ? তাহাতে পরমেশ্বর কহিলেন, দেখ, সে সামগ্রীর মধ্যে• লুকঙ্কায়িত আছে। ২° পরে তাহারা দৌড়িয়া তথাহইতে তাহাকে আনিল। তাহাতে সে লোকদের মধ্যে দাড়াইলে অন্য লোক অপেক্ষ এক মন্তক দীর্ঘ হইল। ২* পরে শিমুয়েল লোকদিগকে কহিল, এই দেখ, পরমেশ্বরের

277