ネbー、 তাহারাও শৌলের ও যোনাথনের সঙ্গে ইস্রায়েলের পক্ষ হইল । ** এবং যে ২ ইসুয়েল লোকের ইফুয়িম পৰ্ব্বতে লুককায়িত ছিল, তাহারাও পিলেষ্টীয়দের পলায়ন সKবাদ শ্রবণে যুদ্ধ করিতে তাহাদের পশ্চাৎ ধাবমান হইল। ২৩ তাহাতে বৈথাবন পর্যন্ত যুদ্ধ উপস্থিত হইল ; এই প্রকারে পরমেশ্বর ঐ দিবসে ইসায়েল বxশকে উদ্ধার করিলেন। ২° ঐ দিবসে ইসায়েল লোকেরা অতিশয় ক্লিষ্ট হইল, কারণ শেীল লোকদিগকে এই দিব্য করাইয়াছিল, সায়^কালের পূৰ্ব্বে যে কেহ অন্ন ভোজন করিবে, সে শাপগুস্ত হইবে ; আমি এবার আপন শতুগণের প্রতীকার করিব । এই জন্যে তাবৎ লোক অন্ন সপশও করিল না। ২৭ পরে সকলে বনমধ্যে গেলে মৃত্তিকার উপরে মধু দেখিল । * ° সেই স্থানে মধুপ্রবাহ থাকিলেও বনে প্রবিষ্ট লোকের ঐ শপথকে ভয় করিয়া কেহ মুখে হস্ত তুলিল না। ‘’ কিন্তু তাহার পিতা লোকদিগকে যে দিব্য করাইয়াছিল, যোনাথন তাহ শ্রবণ না করাতে আপন হস্তস্থিত দণ্ডের অগ্ন এক মধুর চাকে ডুবাইয়া মুখে হস্ত তুলিল তাহাতে তাহার চক্ষু প্রসন্ন হইল। ২৮ তখন লোকদের মধ্যে এক জন কহিল, তোমার পিতা শপথদ্বারা লোকদিগকে এই আজ্ঞা দিয়াছে, যে জন অদ্য খাদ্য ভোজন করিবে, সে শাপগুপ্ত হইবে ; কিন্তু লোক সকল ক্লান্ত হইল। - যোনাথন কহিল, আমার পিতা লোকদিগকে দুঃখ দিয়াছে ; বিনয় করি, দেখ, এই মধুর কিঞ্চিৎ আস্বাদ করাতে আমার চক্ষু কেমন প্রসন্ন হইল। “” অতএব শত্ৰুদের স্থানে প্রাপ্ত লুটদুব্যহইতে লোকেরা আদ্য যদি যথেষ্ট আহার করিতে পাইত, তবে এখন পিলেষ্টীয়দের মধ্যে কত বড় সAহার না হইত ? ৩১ ঐ দিবসে তাহারা মিকমস অবধি আয়ালোন পর্যন্ত পিলেষ্টীয়দিগকে বধ করিল ; তাহাতে লোকের অতিশয় ক্লান্ত হইল। ৩২ পরে লোকের লুটদ্রব্যের প্রতি দৌড়িয়া মেষ ও গোরু ও বাছুর ধরিয়া মৃত্তিকাতে বধ করিয়া রক্তশুদ্ধ মাৎস ভোজন করিতে লাগিল। ** তাহাতে তাহারা শৌলকে কহিল, দেখ, লোকের রক্তশুদ্ধ মাৎস ভোজনৰ্দ্ধারা পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করিতেছে। তাহাতে সে কহিল, তোমরা আজ্ঞালঙ্ঘন করিতেছ ; আমার নিকটে একেবারে এক খান বৃহৎ প্রস্তর গড়াইয়া অান। " শৌল আরো কহিল, তোমরা লোকদের মধ্যে ২ যাইয়া তাহাদিগকে কহ, তোমরা-প্রত্যেক জন আপন ২ গোরু ও মেষ আমার নিকটে আনিয়া এই স্থানে মারিয়া ভোজন কর ; রক্তের সহিত মাংস ভো 282 ১ শিময়েল ।
- N \
[১৪ অধ্যায় । জনদ্বারা পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করিও না ; তাহাতে প্রত্যেক জন আপন ২ গোর সঙ্গে করিয়া সেই রাত্রিতে আনিয়া সেই স্থানে বধ করিল। * এবং শৌল পরমেশ্বরের উদ্দেশে এক যজ্ঞবেদি প্রস্তুত করিল ; পরমেশ্বরের উদ্দেশে তাহার কৃত ঐ প্রথম বেদি হইল। ৩১ পরে শৌল কহিল, আইস, আমরা এই রাত্রিতে পিলেষ্টীয়দের পশ্চাৎ যাইয়। অরুণোদয় পর্যন্ত তাহাদের দ্রব্য লুট করি, ও তাহাদের এক জনকেও অবশিষ্ট না রাখি। তাহাতে তাহারা কহিল, তোমার যাহা ভাল বোধ হয়, তাহাই কর। পরে যাজক কহিল, আইস, আমরা এই স্থানে ঈশ্বরের নিকটবর্তী হই । ** পরে শেীল ঈশ্বরের নিকটে জিজ্ঞাসিল, আমি কি পিলেষ্টীয়দের পশ্চাদগমন করিব ? তুমি কি তাহাদিগকে ইস্রায়েল বxশের হস্তে সমপণ করিব ? কিন্তু সে দিবসে তিনি তাহাকে উত্তর দিলেন না। * তখন শৌল কহিল, - হে লোকদের অধ্যক্ষ সকল, তোমরা নিকটে আইস, এবK অদ্যকার এই অপরাধ কিসে হইল, তাহা বিবেচনা করিয়া দেখ। -- আমি ইসায়েলের উদ্ধারকারি পরমেশ্বরের অমরতার দিব্য করিয়া কহিতেছি, এই পাপ যদ্যপি আমার পুত্ৰ যোনাথন করিয়া থাকে, তবে সেও অবশ্য মরিবে । ইহাতে লোকদের মধ্যে কেহ তাহাকে উত্তর দিল না। ° * পরে সে তাবৎ ইসায়েল বংশকে কহিল, তোমরা এক দিগে থাক, এবং আমি ও আমার পুত্র যোনাথন অন্য দিগে থাকি । তাহাতে লোকেরা শৌলকে কহিল, তোমার যাহা ভাল বোধ হয়, তাহাই কর । ** পরে শৌল ইস্রায়েলের প্রভু পরমেশ্বরকে কহিল, যথার্থ বাট fদউন ; তাহাতে শোল ও যোনাথন বাটে উঠিল, কিন্তু লোকের মুক্ত হইল। " পরে শৌল কহিল, আমার ও আমার পুত্র ঘোনাথনের মধ্যে গুলিবাট কর । তাহাতে যোনাথন বাটে উঠিল। ** তখন শেল যোনাথনকে কহিল, তুমি কি করিয়াছ ? তাহ আমাকে কহ। ধোনাথন কহিল, আমি আপন হস্তস্থিত দণ্ডদ্বারা অলপ মধু লইয়া আস্বাদ করিয়াছিলাম ; দেখ, আমি মরিতে প্রস্তুত আছি। "" শৌল কহিল, ঈশ্বর অমুক ও ততোধিক দণ্ড দিউন ; হে যোনাথন, তুমি অবশ্য মরিব । “ কিন্তু লোকের শেলকে কহিল, ইস্রায়েল বংশের এমত মহা উদ্ধারকারী যোনাথন কি মরিবে ? এমত না হউক, পরমেশ্বর যদি অমর হন, তবে তাহার মস্তকের এক কেশও মৃত্তিকাতে পড়িবে না, কেননা সে অদ্য ঈশ্বরের সহিত কৃতকার্য হইল। এই রূপে লোকের যোনাথনকে রক্ষা করাতে তাহার মৃত্যু হইল না। ।