২৮৪ হইল না ? এবং পরমেশ্বর কি তোমাকে ইস্রায়েল বংশের উপরে রাজ্যাভিষিক্ত করিলেন না? ** পরে পরমেশ্বর তোমাকে যুদ্ধযাত্রাতে প্রেরণ করিয়া কহিলেন, যাও, এই পাপিষ্ঠ অমালেকীয়দিগকে বর্জিতরূপে বিনষ্ট কর ; এবং যে পর্যন্ত তাহারা নিঃশেষে উচ্ছিন্ন না হয়, তাবৎ তাহাদের সঙ্গে যুদ্ধ কর। - অতএব তুমি পরমেশ্বরের কথা ন শুনিয়া কেন লুটের উপরে পড়িয়া পরমেশ্বরের সাক্ষাতে কদাচরণ করিয়াছ ? - শৌল শিমুয়েলকে কহিল, আমি তো পরমেশ্বরের বাক্য শুনিয়াছি, এবং যে যাত্র করিতে পরমেশ্বর আমাকে পাঠাইয়াছেন সেই যাত্রা করিয়াছি, এবং অমালেকের রাজা অগাগকে আনিয়াছি, ও অমালেকীয়দিগকে বর্জিতরূপে বিনষ্ট করিয়াছি। - কিন্তু লোকেরা গিলগলে তোমার প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদানার্থে লুটের মধ্যে উত্তম ২ গো ও মেষ অর্থাৎ বর্জিত দ্রব্যের মধ্যে উত্তম দ্রব্য আনিয়াছে। তাহাতে শিমুয়েল কহিল, যেমন পরমেশ্বরের বাক্য শ্রবণে, তেমন কি হোম ও বলিদান করণে পরমেশ্বর তুষ্ট হন । দেখ, বলিদান অপেক্ষা আজ্ঞাপালন উত্তম, এবং মেষের মেদ অপেক্ষা বাক্যে মনোযোগ করণ উত্তম। ২° আজ্ঞালঙঘন করা মন্ত্রপাঠজন্য পাপের তুল্য, এবং অবাধ্যতা পাষণ্ডতার ও দেবপূজার তুল্য হয়। তুমি পরমেশ্বরের বাক্য অগ্রাহ্য করিয়াছ, এই জন্যে তিনি রাজতো তোমাকে অগ্রাহ্য করিলেন । পরে শৌল শিমুয়েলকে কহিল, পরমেশ্বরের আজ্ঞা ও তোমার বাক্য লঙঘন করাতে আমি পাপ করিলাম ; কিন্তু আমি লোকদের ভয়ে তাহাদের কথায় মনোযোগ করিলাম । ** এখন বিনয় করি, অামার পাপ ক্ষমা করা, ও পরমেশ্বরের ভজনা করিতে আমার সঙ্গে ফিরিয়া আইস। ২• তাহাতে শিমুয়েল শৌলকে কহিল, আমি তোমার সহিত ফিরিয়া যাইব না ; কেননা তুমি পরমেশ্বরের বাক্য অগ্রাহ্য করিয়াছ, আর পরমেশ্বর তোমাকে ইসুয়েল বংশের উপরে রাজতন্ত্র করিতে অগ্রাহ্য করিয়াছেন। ২ তখন শিমুয়েল চলিয়া যাইতে উদ্যত হইলে শৌল তাহার বস্ত্রের অঞ্চল ধরিয়া টানিলে তাহা চিরিয়া গেল। ২৮ তাহাতে শিমূয়েল তাহাকে কহিল, পরমেশ্বর অদ্য তোমাহইতে ইসায়েল বংশের রাজ্য টানিয়া চিরিলেন, এবং তোমাহইতে উত্তম তোমার এক প্রতিবাসিকে দিলেন। -- ইস্রায়েলের বিশ্বাসভূমি ঈশ্বর মিথ্যাকথা কহেন না ও অনুতাপ করেন না ; কেননা তিনি অনুতাপকারি মনুষ্য নহেন। * তাহাতে সে কহিল, আমি পাপ করিলাম ; এখন বিনয় করি, আমার প্রজা 284 ১ শিমুয়েল। [১৬ অধ্যায়। দের প্রাচীনগণের ও ইস্রায়েল বংশের সম্মুখে আমার সম্মান রাখ, ও আপন প্ৰভু পরমেশ্বরের ভজনা করিতে আমার সঙ্গে ফিরিয়া আইস । ৩১ তাহাতে শিমূয়েল শৌলের পশ্চাৎ ফিরিয়া গেলে শৌল পরমেশ্বরের ভজনা করিল। m ৩২ পরে শিমূয়েল কহিল, তোমরা আমালেকীয়দের রাজ অগাগকে এই স্থানে আমার নিকটে আন। তাহাতে অগাগ প্রফুল্ল মনে তাহার নিকটে আইল, কারণ সে ভাবিল, মৃত্যুযাতন অবশ্য গেল। শিমুয়েল কহিল, তোমার খড়গদ্বার স্ত্রীলোকেরা যেমন সন্থানহীন হইয়াছে, তদ্রুপ স্ত্রীগণের মধ্যে তোমার মাতাও সন্তানহীন হইবে ; পরে শিমুয়েল গিলগলে পরমেশ্বরের সাক্ষাতে অগাগকে খণ্ড ২ করিল । -
- পরে শিয়ুয়েল রামৎ নগরে গেল, এবং শৌল শৌলীয় গিবিয়াস্থিত আপন বাটীতে গেল। * কিন্তু তদবধি শৌলের মরণ দিন পর্যন্ত শিমুয়েল তাহার সহিত আর সাক্ষাৎ করিল না ; তথাপি শিমুয়েল শৌলের জন্যে শোক করিল ; এবং পরমেশ্বর ইস্রায়েল বংশের উপরে শৌলকে রাজা করাতে অনুতাপ করিলেন।
১ ৬ অধ্যায় ৷ ১ যিশয়ের কাছে শিমুয়েলকে প্রেরণ, ও ও যিশয়ের অবং পুত্রকে দেখিয়া দ্বায়ুদকে অভিষিক্ত করণ, ১৪ ও শৌলের দুষ্ট আত্মার দমনের জন্যে লোকদ্বারা দায়ুদকে ডাকন, ১৯ ও রাজার সাক্ষাতে তাছার উপস্থিত হওন ।
- পরে পরমেশ্বর শিমুয়েলকে কহিলেন, তুমি কত কাল শৌলের জন্যে শোক করিব ? অামি তাহাকে ইসায়েলের রাজতন্ত্ৰ করিতে অগ্রাহ্য করিয়াছি। তুমি আপন শৃঙ্গ তৈলেতে পূর্ণ করিয়া যাও, আমি তোমাকে বৈংলেহমীয় যিশয়ের নিকটে প্রেরণ করি, কেননা তাহার পুত্রগণের মধ্যে এক জনকে রাজারাপে মনোনীত করিলাম। তাহাতে শিমুয়েল কহিল, আমি কি প্রকারে যাইতে পারি ? শেীল যদি এ কথা শুনে, তবে আমাকে বধ করিবে । পরমেশ্বর কহিলেন, তুমি আপন হন্তে এক গোবৎস লইয়া, পরমেশ্বরের উদ্দেশে যজ্ঞ করিতে আইলাম, এই কথা কহ । ৩ এবণ যজ্ঞের নিমিত্তে যিশয়কে নিমন্ত্রণ কর, পরে তোমার কৰ্ত্তব্য আমি তোমাকে জ্ঞাত করিব ; আমি তোমার কাছে যাহাকে নির্দিষ্ট করিব, তুমি তাহাকে অভিষিক্ত করিব । * পরে শিমুয়েল পরমেশ্বরের তাজ্ঞানুসারে কর্ম করিয়া যখন বৈংলেহমে উপস্থিত
হইল, তখন নগরের প্রাচীনগণ কম্পবান হইয়।