১৭ অধ্যায় ।] তাহার সহিত সাক্ষাৎ করিয়া জিজ্ঞাসিল, আপনকার আগমনের কুশল? * সে কহিল, কুশল ; আমি পরমেশ্বরের উদ্দেশে যজ্ঞ করিতে আইলাম ; তোমরা আপনাদিগকে পৰিত্ৰ করিয়া আমার সহিত যজ্ঞেতে আইস। পরে সে যিশয়কে ও তাহার পুত্রগণকে পবিত্র করিয়া যজ্ঞেতে নিমন্ত্রণ করিল ।
- পরে তাহারা আইলে সে ইলীয়াবের প্রতি দৃষ্টি করিয়া মনে ২ কহিল, পরমেশ্বরের গোচরে উপস্থিত এই ব্যক্তি অবশ্য র্তাহার অভিষিক্ত । * কিন্তু পরমেশ্বর শিমূয়েলকে কহিলেন, তুমি উহার রূপের ও উৎকৃষ্ট দীর্ঘতার প্রতি मृॉर्क করিও না ; আমি উহাকে অগ্রাহ্য করিলাম। মনুষ্য যাহা দেখে, তাহা আসার ; যেহেতুক মনুষ্য প্রত্যক্ষ বিষয় দর্শন করে, কিন্তু পরমেশ্বর অন্তঃকরণ দর্শন করেন । ৮ পরে যিশয় অবনোদকে ডাকিয়া শিমুয়েলের সন্মুখ দিয়া গমন করাইল ; তাহাতে শিমুয়েল কহিল, পরমেশ্বর ইহাকেও মনোনীত করেন নাই । * পরে যিশয় শষ্মকে তাহার সম্মুখ দিয়া গমন করাইল ; তাহাতে সে কহিল, পরমেশ্বর ইহাকেও মনোনীত করেন নাই । ** এই রূপে যিশয় আপনার সাত পুত্রকে শিমূয়েলের সম্মুখ দিয়া গমন করাইলে শিমুয়েল যিশয়কে কহিল, পরমেশ্বর ইহাদিগকে মনোনীত করেন নাই। ** পরে শিমূয়েল যিশয়কে কহিল, যুবলোকদের কি শেষ হইল ? সে কহিল, কেবল কনিষ্ঠ অবশিষ্ট আছে, দেখ, সে মেষ চরাইতেছে । তাহাতে শিমুয়েল বিশয়কে কহিল, লোক পাঠাইয়। তাহাকে আনাও ; সে না আইলে আমরা ভোজনে বসিব না । ** পরে সে লোক পাঠাইয়া তাহাকে আনাইল । সে ঈষৎ রক্তবর্ণ ও সুনয়ন ও দেখিতে সুন্দর ছিল। তখন পরমেশ্বর কহিলেন, উঠ, ইহাকে অভিষেক কর, কেননা এ সেই ব্যক্তি। ১৩ তাহাতে শিমূয়েল তৈলশুঙ্গ লইয়া ভাতৃগণের মধ্যে তাঁহাকে অভিষেক করিল, এবং সেই দিবসাবধি দায়ুদের প্রতি পরমেশ্বরের আত্মা আবির্ভূত হইলেন। পরে শিয়ুয়েল উঠিয়া রামতে চলিয়া গেল ।
- কিন্তু পরমেশ্বরের আত্মা শৌলকে ত্যাগ করিয়া গেলেন, এবং পরমেশ্বরের অনুমতিতে দুষ্ট আত্মা তাহাকে উদ্বিগ্ন করিতে লাগিল । * পরে শেলের ভূতগণ তাহাকে কহিল, দেখ, ঈশ্বরের অনুমতিতে দুষ্ট আত্মা তোমাকে छेद्विधूं করিতেছে ; ** অতএব, হে আমাদের প্রভো, এক জন নিপুণ বীণাবাদককে অন্বেষণ করিতে আপনকার নিকটস্থ এই দাসদিগকে আজ্ঞা করুন ; তাহাতে যে সময়ে ঈশ্বরের অনুমতিতে দুষ্ট
১ শিমুয়েল। २ !-¢ অত্মিা আপনাতে উপস্থিত হয়, তৎকালে সে হস্তদ্বারা বাজাইলে আপনি উপশম পাইবেন। * তাহাতে শৌল আপন ভূতাদিগকে আড়া করিল, তোমরা এক নিপুণ বীণাবাদকের অন্বেষণ করিয়া আমার নিকটে তাহাকে আন। ’৮ তাহাতে ভূতদের এক জন কহিল, দেখ, আমি বৈৎলেহমীয় যিশয়ের এক পুত্রকে দেখিয়াছি ; সে বীণা বাজাইতে নিপুণ এবং মহাবীর ও যোদ্ধা ও বিবেচক ও রূপবান, এবং পরমেশ্বর তাহার সঙ্গে থাকেন । -
- পরে শৌল বিশয়ের নিকটে দূত পাঠাইয়া কহিল, দায়ুদ নামে তোমার যে পুত্র মেষ চরায়, তাহাকে আমার নিকটে প্রেরণ কর । ** তাহাতে যিশয় এক গৰ্দ্দভ বহনীয় রুটী ও এক কুপ দ্রাক্ষারস ও এক ছাগবৎস প্রস্তুত করিয়া আপন পুত্র দায়ুদের হস্তে শৌলের নিকটে প্রেরণ করিল। ২* পরে দায়ুদ শৌলের নিকটে আসিয়া তাহার সম্মুখে দাড়াইলে সে - তাহাকে অতিশয় প্রেম করিতে লাগিল, তাহাতে সে তাহার অস্ত্রবাহক হইল। ২ং অপর শৌল যিশয়কে কহিয়া পাঠাইল, আমি বিনয় করি, দায়ুদকে আমার সম্মুখে থাকিতে দেও; কেননা সে আমার অনুগ্রহের পাত্র হইল। ২° অপর ঈশ্বরের অনুমতিতে দুষ্ট আত্মা শৌলকে ক্লেশ দিলে দায়ুদ আপন হস্তদ্বারা বীণা বাজাইত ; তাহাতে শোল আপ্যায়িত হইয়া উপশম পাইত, এবং দুষ্ট আত্মা তাহাকে ছাড়িয়া যাইত।
১ ৭ অধ্যায় । ১ fপলেষ্টীয়দের সহিত ইস্রায়েল্ লোকদের যুদ্ধে প্রস্তুত হওন, ৪ ও জালুং বীরের ইস্রায়েল সৈন্যকে তুচ্ছ করণ, ১২ ও সৈন্যের মধ্যে ভ্রাতাদের নিকটে স্বায়ুদের গমন, ১৯ ও রাজার পরিভোষিকের কথা শ্রবণ, ২৮ ও অাপন ক্রুদ্ধ ভ্রাতার কথা শ্রবণ, ৩০ ও রাজার নিকটে আiনীত হওন ও যুদ্ধ করিত্তে , স্বীকার করণ, ৩২ ও রাজার সাক্ষাতে কথা কহন, ৩৮ ও বীরের সহিত যুদ্ধ করণ ও তাঁহাকে জয় কর৭, ৫২ ও পিলেষ্টীয় লোককে বধ করণ, ৫৫ ও শৌলের নিকটে পুনর্বার আনীত হওন।
- পরে পিলেষ্টীয়ের যুদ্ধ করিতে আপনাদের সৈন্যসামন্ত সংগ্ৰহ করিয়া যিহুদার অধিকারস্থ সোখোতে একত্র হইয়া সোথোর ও অসেকার মধ্যে এফস-দৰ্ম্মীমে শিবির স্থাপন করিল। ২ এব২ শোল ও ইস্রায়েল লোকের একত্র হইয়া এলা তলভূমিতে শিবির স্থাপন করিয়া পিলেষ্টীয়দের প্রতিকুলে সৈন্য রচনা করিল । * তাহাতে পিলেষ্টীয়ের এক দিগে এক পৰ্ব্বতে, ও ইসায়েল বংশ অন্য দিগে অন্য পৰ্ব্বতে দাড়াইয়া থাকিল ; আর তলভূমি উভয়ের মধ্যে ছিল।
285