পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২,২৩ অধ্যায় ] বিনয় করি, ঈশ্বর আমার প্রতি কি করিবেন, তাহা যে পর্যন্ত আমি জ্ঞাত না হই, তাবৎ আমার পিতামাতাকে তোমাদের নিকটে আসিয়া থাকিতে দেও ! * পরে সে তাহাদিগকে মোয়াবের রাজার সাক্ষাতে আনিল ; তাহাতে যে পর্যন্ত দায়ুদৃ দুৰ্গম স্থানে থাকিল, তাবৎ তাহার। ঐ রাজার সহিত বাস করিল।

  • পরে গাদৃ ভবিষ্যদ্বক্তা, দায়ূদৃকে কহিল, তুমি আর দুর্গম স্থানে থাকিও না, প্রস্থান করিझा थिड्रल cलप्° धोस; ठाशएउ झाङ्गु शाजा করিয়া হেরৎ বনে উপস্থিত হইল ।.
  • অপর দায়ুদের ও তাহার সঙ্গি লোকদের উদ্দেশ পাওয়া গিয়াছে, ইহা শেীল শুনিতে পাইল । সেই সময়ে শেীল শল্যহন্তে গিবিয়ার রামৎস্থিত এক বৃক্ষের তলে বসিয়াছিল, এব^ তাহার চতুৰ্দ্দিগে সমস্ত ভূত্য দণ্ডায়মান ছিল । * তাহাতে শৌল চতুদিগে দণ্ডায়মান আপন ভূতগণকে কহিল, হে বিনামীন বংশীয়েরা, তোমরা মনোযোগ কর। মিশয়ের পুত্র কি তোমাদের প্রত্যেক জনকেই ক্ষেত্র ও দ্রাক্ষাক্ষেত্র দিবে ? এবং তোমাদের সকলকে সহস্সেনাপতি ও শতসেনাপতি করিবে ? ৮ এই কারণ তোমরা কি আমার প্রতিকুলে কুমন্ত্রণা করিয়াছ ? এবং যিশয়ের পুত্রের সহিত আমার পুত্র যে নিয়ম করিয়াছে, তাহা তোমাদের মধ্যে কেহ আমার কর্ণগোচর করে নাই ; এবং আমার পুত্র আমার প্রতিকুলে অদ্য ঘাটি বসাষ্টয়া থাকিতে আমার দাসকে প্রবৃত্তি দিয়াছে, ইহাতেও তোমাদের মধ্যে কেহ আমার জন্যে দুঃখিত হইয়। আমাকে তাহা জ্ঞাত করে নাই।
  • পরে শৌলের ভূত্যগণের মধ্যে দণ্ডায়মান ইদোমীয় দোয়েগ উত্তর করিল, আমি নোবে অহাঁটুবের পুত্র অহীমেলকের নিকটে যিশয়ের পূম্ৰকে যাইতে দেখিয়াছি । ** সে তাহার নিমিত্তে পরমেশ্বরের কাছে জিজ্ঞাসা করিল, ও তাহাকে খাদ্য দ্রব্য দিল, এবং পিলেষ্টীয় জালুতের খড়গ তাহাকে দিল।
  • তাহাতে রাজা লোক পাঠাইয় অহাঁটুবের পুত্র অহীমেলক যাজককে ও তাহার তাবৎ পিতৃবংশকে অর্থাৎ নোববাসি যাজকদিগকে ডাকাইল ; তাহাতে তাহারা সকলে রাজার নিকটে অাইল। ** পরে শৌল কহিল, হে অহাঁটুবের পুত্র, শুন । সে উত্তর করিল, হে আমার প্রভো, আমি উপস্থিত আছি। ** পরে শৌল তাহাকে কহিল, তুমি ও যিশয়ের পুত্র আমার বিরুদ্ধে কেন রাজদ্রোহ করিলা ? এবং অদ্যকার মত আমার বিরুদ্ধে উঠিয়া ঘাটি বসাইয়া থাকিতে ভূমি তাহাকে রুটী ও খড়গ দিল, এবং তাহার জন্যে ঈশ্ব

১ শিমুয়েলু। షి సెరి রের নিকটে জিজ্ঞাসা করিলা কেন ? * তাহাতে অহীমেলব রাজাকে উত্তর করিল, আপনকার তাবৎ ভূত্যের মধ্যে কে দায়ুদের তুল্য বিশ্বাস্য ও মহারাজের জামাতা, ও আপনকার গুপ্ত কথার অধিকারী, ও আপনকার বাটীতে সড়ান্ত । ** আমি কি এই প্রথম বার তাহার জন্যে ঈশ্বরের নিকটে জিজ্ঞাসা করিলাম ? তাহা অামাহইতে দূর হউক; রাজা আপনকার এই দাসকে ও এই দাসের পরিজনদিগকে এ দোষ দিবেন না, কেননা আপনকার দাস এ বিষয়ের নূ্যনাধিক কিছুমাত্র অবগত ছিল না। - কিন্তু রাজা কহিল, হে অহীমেলক, তোমাকে ও তোমার তাবৎ পিতৃবংশকে মরিতে হইবে।

    • পরে রাজা আপন চতুৰ্দ্দিগে দণ্ডায়মান পদাতিকগণকে কহিল, তোমরা ফরয়া পরমেশ্বরের এই যাজকগণকে বধ কর ; কেননা ইহারাও দায়ুদের সহায় আছে, এব^ তাহার পলায়নের কথা জানিয়াও আমার কর্ণগোচর করে নাই। কিন্তু পরমেশ্বরের যাজকদের বধার্থে হস্ত বিস্তার করতে রাজার দাসগণ সম্মত হইল না। ৮ পরে রাজা দোয়েগকে কহিল, তুমি ফিরিয়া এই যাজকগণকে বধ কর । তাহাতে ইদোমীয় দোয়েগ ফিরিয়া যাজকদের উপরে আক্রমণ করিয়া সেই fদবসে কাপাস সূত্র নির্মিত এফোদ পরিধায়ি পচাশী জনকে হত্যা করিল। ** এবং সে খড়গদ্বারা যাজকদের নোব নামে নগর বিনষ্ট করিল, অর্থাৎ স্ত্রী ও পুরুষ ও বালক ও স্তনপায়ি শিশু এব^ গোরু ও গৰ্দভ ও মেষাদ খড়গধারদ্বারা বধ করিল। .

২° ঐ সময়ে অহাঁটুবের পুত্র অহীমেলকের অবিয়াথর নামে এক পুত্র মাত্র রক্ষা পাইয়া দায়ুদের পশ্চাৎ পলাইল ঐ অবিয়াথর দায়ুদ্ধকে এই সংবাদ দিল, শৌল পরমেশ্বরের যাজকগণকে বধ করাইয়াছে। ‘ তাহাতে দায়ুদৃ অবিরাথরকে কহিল, ইদোমীয় দোয়েগ সে স্থানে থাকাতে সে অবশ্য এ কথা শে}লকে কহিবে, সেই দিনবিধি আমার এমন বোধ ছিল ; অতএব আমি তোমার পিতৃবংশীয় লোকদের বধের কারণ হইলাম। ২° তুমি আমার সহিত থাক, ভীত হইও না ; কেননা আমার প্রাণনাশের চেষ্টা না করিলে কেহ তোমার প্রাণনাশের চেটা করিবে না, কিন্তু আমার সঙ্গে থাকিলে রক্ষা পাইব । - ২৩ অধ্যায় ।

  • दिग्नीलांद्र श्राजय4, १ ७ मायूएमब्र दिवदग्न শেীলের কখ, ৯ ও দাযুগের প্রতি পরমেশ্বরের উত্তর দেওন, ১৩ ও দায়দের সীস্থ প্রান্তরে পলায়ন, ও যোনাথনের সহিত সাক্ষাৎ করণ, ১৯ ও সীফীয় লো

293