পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No o o শয় হৃৎকম্প হইল। - তাহাতে সে পরমেশ্বরের নিকটে জিজ্ঞাসা করিলে পরমেশ্বর স্বপ্নদ্বারা বা উরীমের বা ভবিষ্যদ্বক্তাদের দ্বারা কোন উত্তর দিলেন না ।

  • তখন শৌল আপন ভূত্যগণকে আজ্ঞা করিল, তোমরা এক ভূতড়িয়া স্ত্রীর অন্বেষণ কর; আমি তাহার কাছে যাইয়া জিজ্ঞাসা করিব। পরে তাহার ভূতগণ কহিল, দেখ, ঐন্‌দোরে এক ভূতড়িয়া স্ত্রী আছে। ৮ তাহাতে শৌল অন্য বস্ত্র পরিধান পূৰ্ব্বক ছদ্মবেশ ধারণ করিয়া আর দুই জনকে সঙ্গে লইয়। যাত্রা করিল, এবথ রাত্রিতে সেই স্ত্রীলোকের কাছে উপস্থিত হইয় কহিল, আমি বিনয় করি, তুমি আমার জন্যে ভৌতিক বিদ্যাদ্ধার মন্ত্র পড়িয়া, আমি যাহার নাম করি, তাহাকে উঠাইয়া আন। - তাহাতে সে স্ত্রী তাহাকে কহিল, দেখ, শৌল যাহা করিয়াছে, অর্থাৎ সে যে ভূতড়িয়াদিগকে ও গুণিদিগকে দেশের মধ্যহইতে উচ্ছিন্ন করিয়াছে, তাহা তুমি জ্ঞাত আছ ; অতএব ভুমি আমাকে বধ করিতে আমার প্রাণের বিরুদ্ধে কেন ফাদ পাতিতেছ? ** তাহাতে শৌল পরমেশ্বরের নাম লইয়া তাহার কাছে দিব্য করিয়া কহিল, পরমেশ্বর যদি অমর হন, তবে এ বিষয়ে তোমার কোন দায় ঘটিবে না। * তখন সে স্ত্ৰী জিজ্ঞাসিল, আমি তোমার কাছে কাহাকে উঠাইয়া আনিব ? তাহাতে সে কহিল, শিমুয়েল্‌কে। ** পরে সে স্ত্রী শিমূয়েলকে দেখিলে উচ্চৈঃস্বর করিয়া শৌলকে কহিল, কেন অামাকে প্রতারণা করিলা ? তুমি শৌল। ৩ রাজা কহিল, ভয় নাই ; তুমি কি দেখিলা ? সে স্ত্রী শৌলকে কহিল, আমি কৰ্ত্তাকে ভূমিহইতে উঠিতে দেখিলাম। • শৌল জিজ্ঞাসিল, তাহার আকার কেমন? সে কহিল, এক বৃদ্ধ মনুষ্য উঠিতেছে, সে মহাবস্ত্রেতে আচ্ছন্ন। তাহাতে সে যে শিমূয়েল, ইহা বুঝিয়া শেীল ভূমিষ্ঠ হইয়। প্রণাম করিল। -
  • অপর শিমূয়েল শৌলকে জিজ্ঞাসিল, তুমি আমাকে উঠাইয়া কেন ব্যামোহ দিলা ? তাহাতে শৌল কহিল, আমি অতি উদ্বিগ্ন হইলাম, যেহেতুক পিলেষ্টীয়ের আমার বিরুদ্ধে যুদ্ধ করিতেছে, এবং ঈশ্বর আমাকে ত্যাগ করিয়াছেন, ভবিষ্যদ্বক্তৃগণদ্বারা কিম্বা স্বপ্নদ্বারা আমাকে কোন উত্তর দেন না ; অতএব আমার কি কৰ্ত্তব্য ? তাহ আমাকে জানাইবার নিমিত্তে তোমাকে ডাকিলাম। - শিমুয়েল কহিল, যদি পরমেশ্বর তোমাকে , ত্যাগ করিয়া তোমার শত্ৰু হইয় থাকেন, তবে আমাকে কেন জিজ্ঞাস কর } ** পরমেশ্বর, অামাদ্বারা যে

300 ১ শিমুয়েন্ত্র। [২৯ অধ্যায় । রূপ কহিয়াছিলেন, সেই রূপ করিলেন ; তিনি তোমার হস্তহইতে রাজ্য কাড়িয়া লইয়। তোমার প্রতিবাসি দায়ুদকে দিলেন। ১৮ কেননা তুমি পরমেশ্বরের কথা না শুনিয়া আমালেকীয় লোকদের প্রতি র্তাহার প্রচণ্ড কোপ সফল কর নাই, এই জন্যে অদ্য পরমেশ্বর তোমার প্রতি এ কর্ম করিলেন । ** এব^ পরমেশ্বর তোমার সহিত ইস্রায়েল বংশকেও পিলেষ্টীয়দের হস্তে সমপর্ণ করিবেন ; কল্য তুমি ও তোমার পুত্রগণ আমার সঙ্গী হইবা ; এবং পরমেশ্বর ইসায়েলের সৈন্যগণকেও পিলেষ্টীয়দের হস্তে সমপর্ণ করিবেন। * তাহাতে শৌল তৎক্ষণাৎ মৃত্তিকাতে লম্বমান হইয়া পড়িল ; কেননা শিমূয়েলের কথাতে সে বড় ভীত হইল, এবং গত সমস্ত দিন ও সমস্ত রাত্রি অনাহারে থাকাতে নিঃশক্তি হইয়াছিল। ** পরে ঐ স্ত্রী শৌলের নিকটে আসিয়া তাহাকে অতিশয় ক্ষুব্ধ দেখিয়। কহিল, দেখ, আপনকার দাসী এই আমি আপনকার কথা শুনিয়া প্রাণ হাতে করিয়া আপনকরি উক্ত কথাতে মনোযোগ করিলাম। ** অতএব বিনয় করি, এখন আপনিও এই দাসীর কথাতে কণ দিউন ; আমি আপনকার সম্মুখে কিছু খাদ্য রাখি, আপনি ভোজন করুন, তাহাতে পথগমন সময়ে কিঞ্চিৎ শক্তি পাইবেন। ** কিন্তু সে অসম্মত হইয়া কহিল, আমি ভোজন করিব না; পরে তাহার ভূতগণ ও ঐ স্ত্রী অনেক বিনয় করিলে সে তাহাদের কথা শুনিয়া ভূমিহইতে উঠিয় খট্রায় বসিল। ** তখন সে স্ত্রীর গৃহে একটা পুষ্ট গোবৎস থাকাতে সে তাহ শীঘু মারিল, এবং সুজি লইয়। মদন পূৰ্ব্বক তাড়ীশূন্য রুটী প্রস্তুত করিল। * পরে শৌলের ও তাহার ভূতগণের সম্মুখে তাহা আনিলে তাহার ভোজন করিল ; পরে তাহার সেই রাত্রিতে উঠিয়া চলিয়া গেল । ২৯ অধ্যায়। ১ দাযুদের যুদ্ধে গমনে পিলেষ্টীয়দের নৃপতিত্বগের অসন্তুষ্টি, ৬ ও দায়ুদের প্রশংসা করিয়া আর্থীশের বিদায় করণ ।

  • ঐ সময়ে পিলেষ্টীয়েরা আপনাদের সৈন্যগণকে অফেকে একত্র করিল, এবং ইস্রায়েল লোকের যিষিয়েলস্থ উনুইর নিকটে শিবির স্থাপন করিল। * পরে পিলেষ্টীয়দের অধ্যক্ষের শতসূ২থ্য ও সহসুসxখ্য সৈন্যদল লইয়া গমন করিল ; এব^ আর্থীশের সহিত দায়ুদ ও তাহার লোকেরা সৈন্যের পশ্চাৎ ২ চলিল। * তাহাতে পিলেষ্টীয়দের অধ্যক্ষগণ জিজ্ঞাসা করিল, এই ইত্রি লোকের এই স্থানে কি করে ? আখীশ,