পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায় ।] নত করিয়া তাঁহাদের হস্তুহইতে প্রধান নগরের কতৃৰ্তা গ্রহণ করিল। ২ এবং সে মোয়াৰীয়দিগকে পরাস্ত করিয়া রজ্জুতে মাপিল, অর্থাৎ ভূমিতে ফেলিয়া বধ করণার্থে দুই রসি এবং জীবৎ রাখিতে সম্পূর্ণ রজন্তু মাপিল ; তাহাতে মোয়াৰীয়েরা দায়ুদের দাস হইয়া উপটৌকন দ্রব্য আনিল।

  • পরে যে সময়ে সোবার রাজা রিহোষের পুত্র হদদেষর ফরাং নদীর নিকটে আপন কতৃৰ্তর পুনরায় স্থাপন করিতে গমন করে, তৎকালে দায়ুদৃ তাহাকে পরাস্ত করিয়া - তাহার এক সহস সাত শত অশ্বারূঢ় ও বিংশতি সহস পদাতিক সেন হস্তগত করিল, ও তাহার রথের অশ্বগণের পাদশিরা ছেদন করিল, কিন্ড তাহার মধ্যে এক শত রথ রাখিল । * পরে দন্মেশকের আরামীয়েরা সোবার হদদেষর রাজার সাহায্য করিতে আইলে দায়ুদ সেই আরামীয়দের বাইশ সহসু লোককে বধ করিল। - এবং দায়ু দম্মেশকের অরাম দেশে দুর্গ স্থাপন করিল , তাহাতে আরামীয়ের দায়ুদেৱ দাস হইয়া উপটৌকন আনিল। এই প্রকারে দায়ু যে ২ স্থানে যাইত, সৰ্ব্বত্র পরমেশ্বর তাহাকে জয়ী করিতেন। " এবং দায়ুদ্ধ হদদেষরের দাসদের গাত্রস্থ স্বর্ণটাল লইয়াষিরুশালমে আনিল । ৮ এবং দায়ূদ্র রাজা হদদেষরের অধিকারস্থ বেটহ ও বেরোথ নগর হইতে অতি প্রচুর পিত্তল আনিল ।
  • তখন দায়ুদ্ধ হদদেষরের সমস্ত সৈন্যকে পরান্ত করিয়াছে, ইহা শুনিয়া হমাতের রাজা তয়ি ** দায়ূদ্র রাজার কল্যাণ জিজ্ঞাসা করিতে, এবং যুদ্ধে হদদেষরের পরাজয় প্রযুক্ত তাহার ধন্যবাদ করিতে আপন পুত্র যোৱাম্কে তাহার কাছে প্রেরণ করিল ; কেননা হদদেষরের সহিত তয়িরও যুদ্ধ ছিল। পরে সে রূপার ও স্বর্ণের ও পিতলের পাত্র সঙ্গে লইয়া আইল । * তাহাতে দায়ুদূ রাজা অরাম ও মোয়াব ও অন্মোন বংশ ও পিলেষ্টীয় ও আমালেক প্রভূতি যে সমস্ত ভিন্নজাতীয়দিগকে জয় করিয়াছিল, তাহাদের হইতে প্রাপ্ত যে সকল রূপা ও স্বর্ণ উৎসর্গ করিল, ২ এবং সোবার রাজা রহোবের পুত্র হদদেষর হইতে যে সকল দ্রব্য লুট করিয়াছিল, তাহার সহিত সেই সকলও পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করিল। ** এবং দামৃদ্ধ লবণাখ্য তলভূমিতে অষ্টাদশ সহস্র অরামীয় লোককে বধ করিয়া প্রত্যাগমনকালে অতিশয় নামলন্ধ হইল ।
  • পরে দায়ুদৃ ইদোমে দুর্গ স্থাপন করিল, অর্থাৎ সে ইদোমের সর্বত্র দুর্গ স্থাপন করিল, এবং ইদোমীয় সকল লোক দায়দের দাস হইল।

২ শিমুয়েল। o లి}} আর সে যে ২ স্থানে যাইত, সেই সকল স্থানে পরমেশ্বর তাহাকে জয়ী করিতেন । * এই রূপে দায়ুদ ইসুয়েলের তাবৎ বংশের উপরে রাজন্স করিয়া আপন সমস্ত প্ৰজাগণের প্রতি বিচার ও ন্যায় ব্যবহার করিল। - ** ঐ সময়ে সিরুয়ার পুত্র যোয়াব তাহার প্রধান সেনাপতি ছিল ; এবং অহীশূদের পুত্র যিহোশাফট ইতিহাসকত্ব ছিল। ** এবং অহাটুবের পুত্র সাদোক ও অবিয়াথরের পুত্র অহীমেলক যাজক ছিল ; এবং সিরায় রাজলেখক ছিল। ’৮ এবং যিহোয়াদার পুত্র বিনায় কিরেথীয়দের ও পিলেথীয়দের উপরে নিযুক্ত ছিল ; এবং দায়ুদের পুত্রগণ রাজসভাসদৃ ছিল। ১ অধ্যায় । ১ শোল বংশের বিষয়ে দায়ুদের জিজ্ঞাসা, ৫ ও মিফাবোশখকে দায়ুদের কাছে আনয়ন, ৭ ও মিষ্টাবোশৎকে আপন মেজে বসিতে দেওন ও শেলের তাবৎ ভূমি দেওন, ১ ও মিকীবোশতের গৃহাধ্যক্ষ পদে সীবের নিযুক্ত হওন।

  • পরে দামূদ জিজ্ঞাসা করিল, শৌল বংশে কি কেহ অবশিষ্ট আছে ? থাকিলে আমি যোনাথনের নিমিত্তে তাহার প্রতি দয়া ব্যবহার করিব। ২ তাহাতে সীবঃ নামে শোলের পরিজনের যে এক দাস ছিল, সে দায়ুদের নিকটে আস্থত হইলে রাজা তাহাকে জিজ্ঞাসিল, তুমি কি সীবঃ ? সে কহিল, আপনকার সেই দাস বটি। ৬ পরে রাজা জিজ্ঞাসিল, আমি যাহার প্রতি পরমেশ্বরের নামে দয়া করিতে পারি, শৌল ব^শে এমত কেহ কি অবশিষ্ট আছে ? তাহাতে সীবঃ রাজাকে কহিল, উভয় চরণে খঞ্জ ষোনাথনের এক পুত্র অবশিষ্ট আছে। “ রাজা তাহাকে জিজ্ঞাসিল, সে কোথায় ? সঁীবঃ রাজাকে কহিল, দেখ, সে লোদিবারে অর্মীয়েলের পুত্র মার্থীরের বাটীতে আছে। -
  • পরে দায়ূদ্র রাজা লোদিবারে লোক প্রেরণ করিয়া অশ্মীয়েলের পুত্র মার্থীরের বাটীহইতে তাহাকে আনাইল । * তখন শৌলের পৌত্র যোনাথনের পত্র মিফীবোশৎ দায়ুদের নিকটে আসিয়া উবুড় হইয় তাহাকে প্রণাম করিল। তাহাতে দায়ু কহিল, হে মিফীবেশিং। সে উত্তর করিল, আপনকার দাস উপস্থিত আছে।
  • পরে দায়ুদৃ তাহাকে কহিল, ভীত হইও না, আমি তোমার পিতা যোনাথনের নিমিত্তে অবশ্য তোমার প্রতি দয়া করিব, এবং তোমার পিতামহ শৌলের তাবৎ ভূমি তোমাকে ফিরাইয়। দিব, আর তুমি নিত্য আমার ভোজনাসনে

ভোজন করিব । * তাহাতে সে দঃবৎ হইয়া 3.11