১৩ অধ্যায় ।] সমস্ত রাত্রি ভূমিতে পড়িয়া থাকিল। * তখন তাহার গৃহের প্রাচীনগণ উঠিয় তাহাকে ভূমিহইতে জুলিতে তাহার নিকটে গেল, কিন্তু সে সন্মত হইল না, এবং তাহাদের সহিত ভোজনও করিল না। ৮ পরে সপ্তম দিবসে বালক মরিল ; তাহাতে বালক মরিয়াছে, এই কথা দায়ুদৃকে কহিতে দাসগণ ভয় করিল, কেননা তাহার। কহিল, দেখ, বালক জীবৎ থাকিতে আমরা অনেক কহিলেও সে আমাদের বাক্যেতে মনোযোগ করিল না ; এখন বালক মরিয়াছে, ইহা আমরা কিরূপে বলিতে পারি ? বলিলে সে কোন অহিত কর্ম করিবে। ** কিন্তু দাসের পরসপর কাণাকাণি করিতেছে, দায়ু ইহা দেখিয়া, বালক মরিয়াছে, এমন অনুমান করিয়া দাসগণকে জিজ্ঞাসিল, বালক কি মরিল ? তাহারা কহিল, মরিল । * তখন দায়ুদূ ভূমিহইতে উঠিয়া স্নান ও গত্রিমাৰ্জ্জন ও বস্ত্রপরিবর্তন করিয়া পরমেশ্বরের অাবাসে প্রবেশ করিয়া ভজনা করিল ; পরে আপন গৃহে গিয়া আজ্ঞা করিলে তাহারা তাহার সম্মুখে খাদ্য দ্রব্য রাখিল, তাহাতে সে ভোজন করিল। ** ইহাতে তাহার দাসগণ তাহাকে কহিল, আপনি এ কেমন আচার করিতেছেন ? বালক জীবৎ থাকিতে আপনি তাহার জন্যে উপবাস ও রোদন করিয়াছিলেন, কিন্তু বালক মরিলে উঠিয় ভোজন পান করিলেন। * - তাহাতে সে কহিল, বালক জীবৎ থাকিতে আমি উপবাস ও ক্ৰন্দন করিয়াছিলাম ; কারণ ভাবিলাম, কি জানি, পরমেশ্বর আমার প্রতি প্রসন্ন হইলে বালক বাচিতে পারে। ২৩ এখন সে মরিল, অতএব আমি কি জন্যে উপবাস করিব ? আমি কি তাহাকে ফিরাইয়া আনিতে পারি? আমি তাহার নিকট যাইব, কিন্তু সে আমার কাছে ফিরিয়া আসিবে नृ!! ২° পরে দায়ুদ আপন ভাৰ্য্য বংশেবাকে সাস্তুনা করিয়া তাহার নিকটে গিয় তাহার সহিত শয়ন করিল ; তাহাতে সে পুত্র প্রসব করিলে তাহার নাম সুলেমান (শান্তিদায়ক) রাখিল, এবং পরমেশ্বর তাহাকে প্রেম করিলেন। ** পরে নাথন ভবিষ্যদ্বক্তাকে প্রেরণ করিলে সে পরমেশ্বরের প্রেম প্রযুক্ত তাহার নাম ঘিদীদিয় ( পরমেশ্বরের প্রিয় ) রাখিল।
- পরে যোয়াব আন্মোন বংশের রব্বার প্রতিকুলে যুদ্ধ করিয়া রাজপুরী হস্তগত করিলে * দায়ুদের নিকটে দূতগণকে প্রেরণ করিয়া কহিল, আমি রব্বার সহিত যুদ্ধ করিয়া জলনগর হস্তগত করিলাম। ২৮ এখন তুমি অবশিষ্ট লোকদিগকে একত্র করিয়া নগরের নিকটে শিবির স্থাপন করিয়া তাহা হস্তগত কর, নতুবা কি
2 s 2 ২ শিমুয়েল। ^రి)( জানি, আমি ঐ নগর হস্তগত করিলে আমারই নাম বিখ্যাত হইবে তাহাতে দায়ুদ সমস্ত লোককে একত্র করিয়া রব্বাতে গমন করিয়া তাহার বিরুদ্ধে যুদ্ধ করিয়া তাহ হস্তগত করিল। ** এবং রতনগুদ্ধ এক মণ পরিমাণে স্বর্ণময় রাজমুকুট তাহার রাজার মন্তকহইতে নীত হইলে তাহা দায়ুদের মস্তকে দত্ত হইল ; এবং সে ঐ নগরহইতে প্রচুর লুটদ্রব্য বাহির করিয়া আনিল। * পরে দায়ু তন্মধ্যবৰ্ত্তি লোকদিগকে বাহির করিয়া আনিয় করাতের ও লৌহময় ময়ির ও কুড়ালির কর্মে নিযুক্ত করিল, এবং ইষ্টকের পাকস্থানে গমনাগমন করাইল। সে অন্মোন বxশের সমস্ত নগরের প্রতি এই রূপ করিল। পরে দায়ুদূ ও তাহার তাবৎ লোক যিরশালমে ফিরিয়া গেল । ১৩ অধ্যায় । ১ অম্বোনের আiপন ভগিনী তামরে অনুরক্ত হওন, ও ও ছল করিয়া আপনাকে পীড়িত দেখাওন ও ভগিনীকে বলাৎকার করণ, ১৫ ও পশ্চাৎ তাহাকে ঘৃণ৷ করিয়া দূর করণ, ২১ ও অবশালোমের কথা, ২৩ ও অবশালোমের মেষলোমচ্ছেদনের কথা, ২৮ ও অস্নোনুকে বধ করণ, ৩০ ও দায়ুদের কাছে সংবাদ দেওন, ৩৭ ও অবশালোমের পলায়ন করল । .
- দায়ুদের পুত্র অবশালোমের তামর নামে পরমসুন্দরী এক ভগিনী ছিল ; তাহার প্রতি দায়ুদের পুত্র আমেনান কামাসক্ত হইল। ২ সে আপন ভগিনী তামরের জন্যে এমত ব্যাকুল হইল, যে পীড়িত হইল ; কেননা সে অনুঢ়া হইলেও অমোন তাহার প্রতি কিছু করা দুযকর বোধ করিল । * তৎকালে দায়ুদের ভুতি শিমিয়ের পুত্ৰ যোনাদব নামে আমেনানের এক বন্ধু ছিল ; সে যোনাদব অতি চতুর। " সে আমেনান্কে জিজ্ঞাসিল, তুমি রাজপুত্র হইয়া দিনে ২ এমত কৃশ হইতেছ কেন ? আমাকে কি কহিব না ? তাহাতে আমেনান তাহাকে কহিল, আমি আপন ভাত অবশালোমের ভগিনী তামরের প্রতি প্রেমাসক্ত আছি । * তাহাতে যোনাদব কহিল, তুমি আপন খট্টার উপরে শয়ন করিয়া পীড়িতের ছল কর ; পরে তোমার পিত তোমাকে দেখিতে আইলে তাহাকে এই কথা কহিও, আমি বিনয় করি, আমার ভগিনী তামরকে আমার নিকটে আসিতে আজ্ঞা দিউন, সে আমাকে অল্প দিউক, এবং আমি দেখিয়া যেন তাহার হস্তে ভোজন করি, এই জন্যে আমার সাক্ষাতে অন্ন পাক করুক।
- পরে আমেনান পীড়িতের ছল করিয়া শয়ন করিল ; তাহাতে রাজা তাহাকে দেখিতে অfইলে অমোন রাজাকে কহিল, আমি বিনয়
315