ఇలి ) కి করি, আমার ভগিনী তমির আসিয়া আমার সাক্ষাতে দুই পিষ্টক পাক করুক, তাহাতে আমি তাহার হস্তে ভোজন করিব । * তখন দাযুদ্ধ তামরের গৃহে লোক পাঠাইয়া কহিল, তুমি আপন ভুতি অমোনের গৃহে যাইয়া তাহাকে কিছু আহার প্রস্তুত করিয়া দেও। অতএব তামরু আপন ভুতি আমেনানের গৃহে গেল, তখন সে শয়নে ছিল ; পরে তামর সুজি লইয়া ছানিয়া তাহার সাক্ষাতে পিষ্টক প্রস্তুত করিয়া পাক করিল ; শ ও এক পাত্র লইয়া তাহার সম্মুখে তাহাতে ঢালিল, কিন্তু সে ভোজনে অসন্মত হইল। পরে আমেনান কহিল, আমরি নিকটহইতে পুরুষ সকল বাহির হউক । তাহাতে প্রত্যেক পুরুষ তথাহইতে বাহিরে গেল। * তখন আমেনান তামরকে কহিল, খাদ্য সামগ্রী এই শয়নাগারে আন ; আমি তোমার হস্তুে ভোজন করিব। তাহাতে তামরা আপনার কৃত পিষ্টক লইয়া আপন ভুতি আমেনানের নিকটে শয়নাগারে গেল। ** পরে সে তাহাঁকে ভোজন করাইতে তাহার নিকটে তাহ আনিলে অমেনান তাহাকে ধরিয়া কহিল, হে আমার ভগিনি, আইস, আমার সহিত শয়ন কর । তাহাতে সে উত্তর করিল, হে অtমার ড্রাতঃ, না, না, আমাকে বলাৎকার করিও না; ইস্রায়েল বংশের মধ্যে এমত কৰ্ত্তব্য নয় ; তুমি এই দুযকর্ম করিও না। আমি আপন লজ্জা কোথায় রাখিব ? এব^ তুমি ইসায়েলের মধ্যে এক দুষ্ট লোক হইবা । আমি বিনয় করি, বরণ রাজাকে কহ, তিনি তোমার প্রতি আমাকে দিতে অসম্মত হইবেন না । ** কিন্তু সে তাহার কথায় মনোযোগ না করিয়া আপনি তাহ অপেক্ষ বলবান প্রযুক্ত বলাৎকারে তাহার সহিত শয়ন করিল।
- পরে আমেনান তাহাকে অতিশয় ঘৃণা করিল ; সে তাহার প্রতি যে রূপ প্রেম করিয়াfছল, তদপেক্ষা অধিক ঘৃণা করিল ; পরে আমেনান তাহাকে কহিল, উঠিয়া যাও। -- সে তাহাকে কহিল, অকারণে এমত মহাদোষ কেন কর ? আমার সঙ্গে কৃত তোমার প্রথম দোষ অপেক্ষা আমাকে বাহির করা আরও মন্দ । কিন্তু সে তাহার কথা শুনিতে অসম্মত হইয়। * আপন পরিচারক যুবকে ডাকিয় কহিল, তুমি আমার নিকটম্বইতে ইহাকে বাহির করিয়া দিয়৷ দ্বারে অর্গল দেও। ** ঐ কন্যার গাত্রে নানাবণের বস্ত্র ছিল, কেননা অনুঢ়ী রাজকন্যারা ঐ প্রকার বস্ত্র পরিধান করিত । পরে তাহার দাস তাঁহাকে বাহির করিয়া দিয়া পশ্চাৎ দ্বারে অগল দিল । * তখন তামরা আপন মস্তকে
316 ২ শিমুয়েন্ত্ৰ। [১৩ অধ্যায় । ভস্ম দিল, ও গাত্রস্থ নানাবণ বস্ত্ৰ চিরিয়া মস্তকে হস্ত দিয়া রোদন করিতে ২ চলিল । * ° তাহাতে তাহার ভুতি। অবশালোম তাহাকে জিজ্ঞাসিল, তোমার ভাত আমেনান্ কি তোমার সহিত সৎসর্গ করিল ? হে আমার ভগিনি, ভূক্ষ্মীভূত হও, সে তোমার ভুতি, ইহা মানিও না । তদবধি তামর, আপন ভুতি। অবশালোমের গৃহে অনাথ৷ হইয়া থাকিল ।
- পরে দায়ুদূ রাজা এই সকল শুনিয়া অতিশয় ক্রুদ্ধ হইল। ২২ এবং অবশালোম আপন ভুতি আমেনানের সহিত ভাল মন্দ কিছুই আলাপ করিল না, কেননা তাহার ভগিনী তামরকে আমেনানের বলাৎকার করণ প্রযুক্ত অবশালোম তাহাকে ঘৃণা করিল।
- সম্পূর্ণ দুই বৎরের পরে ইফুয়িমের নিকটস্থ বাল-হাৎসোরে অবশালোমের মেষলোমচ্ছেদন হইল ; তাহাতে অবশালোম সমস্ত রাজপুত্রকে নিমন্ত্রণ করিল। ২° ফলতঃ অবশালোম রাজার নিকটে আসিয়া কহিল, দেখ, আপনকার দাসের মেষলোমচ্ছেদন হইতেছে, অতএব রাজা ও রাজভূতগণ আপনকার দাসের সঙ্গে আগমন করুন। ** তাহাতে রাজা অবশালেমিকে কহিল, হে আমার পুত্র, তাহ নয়, আমরা সকলে গেলে তোমার অধিক ভার হইবে । তথাপি সে অনেক সাধ্যসাধনা করিল, কিন্তু রাজা যাইতে সম্মত ন হইয় তাহাকে আশীৰ্ব্বাদ করিল । * তখন অবশালোম কহিল, যদ্যপি তাহা না হয়, তবে আমার ভাত আমেনানকে আমার সঙ্গে যাইতে দিউন ; তাহাতে রাজা তাহাকে কহিল, সে কেন তোমার সঙ্গে যাইবে ? *? কিন্তু অবশালোম্ অনেক সাধ্যসাধনা করিলে রাজা আমেনানকে ও সমস্তু রাজপুত্রকে তাহার সহিত যাইতে দিল। . ২৮ অপর অবশালোম আপন দাসগণকে এই আজ্ঞা দিল, দেখ, আমেনানের চিন্ত দ্রাক্ষারসেতে হৃষ্ট হইলে আমি যখন তোমাদিগকে কহিব, " আমেনানকে আঘাত কর, তখন তোমরা তাহাকে আঘাত করিও, ভীত হইও না । আমি তোমাদিগকে আজ্ঞা দিলে তোমরা কি সাহসিক ও বীৰ্য্যবান হইব না ? ** পরে অবশালোমের দাসগণ অবশালোমের আজ্ঞানুসারে আমেনানের প্রতি তাহা করিল। তাহাতে রাজপুত্রগণ উঠিয়া আপন ২ থচরে আরোহণ করিয়া পলায়ন করিল ।
- তাহারা পথে ছিল, এমত সময়ে অবশালোম সমস্ত রাজপুত্রকে বধ করিয়াছে, তাহাদের মধ্যে এক জনও অবশিষ্ট নাই, এমন জনরব দায়ুদের নিকটে আইলে এ রাজা উঠিয়া আপন বস্ত্র চিরিয়া ভূমিতে পড়িল, এব^ তাহার ভূত্য