৩২৪ - আসিয়া কহিল, হে আমার প্রভো রাজন, সুসমাচার ; পরমেশ্বর অদ্য বিচার করিয়1, আপনকার প্রতিকুলে উত্থিত সকলের হস্তহইতে আপনকাকে উদ্ধার করিয়াছেন। ** রাজা কুশিকে জিজ্ঞাসিল, যুবপুরুষ অবশালোমের কি মঙ্গল? তাহাতে কুশি কহিল, আমার প্রভু রাজার শত্ৰুগণ, ও যাহার। আপনকার অমঙ্গলার্থে আপনকার বিরুদ্ধে উঠে, তাহারা সকলে সেই যুব পুরুষের মত হউক ।
- ° তাহাতে রাজা অতি ব্যাকুল হইয়া নগরদ্বারের পৃষ্ঠে স্থিত কুঠরীতে উঠিয়া রোদন করিতে লাগিল ; এব^ গমন করিতে ২ কহিল, হায়! আমার পুত্র অবশালোম ! হায় ! আমার পুত্র, আমার পুত্র অবশালোম ! কেন তোমার পরিবর্বে আমি মরি নাই ! হায় অবশালোম ! হায় ! আমার পুত্র, আমার পুত্ৰ !
১১ অধ্যায় { ১ দ্বায়ুদূকে শোক করিতে যোয়াবের নিবারণ করণ, ৯ ঔ রাজ্যকে পুনৰ্ব্বার অrনিতে ইস্রায়েল লোকের যত্ন করণ, ১১ ও যিহুদী বংশের মনে প্রবৃত্তি দিতে যাজকগণকে প্রেরণ করণ, ১৬ ও শিমিয়ির দোষ ক্ষম কর৭, ২৪ ও মিফীবোশতের কথ1, ৩১ ও বসিল্লয়কে বিদায় করণ ও তাহার পুত্র কিমূহমূকে আপন নিকটে রাখন, ৪ ১ ও রাজার বিষয়ে যিহুদী ও ইস্রায়েল ব^শের বিবাদ ।
- পরে কেহ যোয়াবকে কহিল, দেখ, রাজা অবশালোমের জন্যে রেদিন ও শোক করি. তেছে । * তাহাতে সে দিবসের জয় তাবৎ লোকের শোকজনক হইয়া উঠিল, কারণ রাজ আপন পুত্রের বিষয়ে শোকান্বিত হইতেছে, ইহা তাহারা শুনিল । * এবণ যাহার রণস্থলহইতে পলায়ন করে, তাহারা যেমন লজ্জিত হইয়া চোরের ন্যায় যায়, তদ্রুপ লোকের ঐ দিবসে চোরের ন্যায় নগরে প্রবেশ করিল। ° এব^ রাজা আপন মুখ আচ্ছাদন করিয়া, হায় ! আমার পুত্র অবশালোম ! হায় ! আমার পুত্র অবশালোম ! হায় ! আমার পুত্ৰ ! ইহ। উচ্চৈঃস্বরে কহিল । * পরে যোয়াব বাটীর মধ্যে রাজার নিকটে আসিয়া কহিল, আদ্য তুমি আপনার প্রাণ ও পুত্রদের ও কন্যাদের প্রাণ ও ভার্যাদের প্রাণ ও উপপতনীদের প্রাণ রক্ষাকারি আপন দাসগণকে অধোবদন করিলা । * কেননা তুমি আপন শত্ৰুগণকে প্রেম ও আপন মিত্রগণকে ঘুণ করিতেছ ; আর তোমার অধ্যক্ষগণ ও দাসগণ যেন নাই, ইহা অদ্য প্রকাশ করিলা ; কেননা অদ্য আমি দেখিতে পাই, যদি অবশালোম বাচিত ও আমরা সকলে মরিতাম, তবে তুমি তাহ ভাল বাসিত । * অত
$24 ২ শিমুয়েল। [১৯ অধ্যায় । এব ভূমি এখন উঠিয়া বাহিরে যাইয়া আপন দাসদের সহিত প্রীতির কথা কহ । আমি পরমেশ্বরের নামে দিব্য করিতেছি, যদি তুমি বাহিরে না যাও, তবে এই রাত্রি তোমার সহিত এক জনও থাকিবে না ; এব^ তোমার যৌবনাবস্থাবধি এখন পর্যন্ত যত অমঙ্গল তোমাতে ঘটিয়াছে, সে সকলহইতেও তোমার এই অমঙ্গল অধিক হইবে। ৮ তাহাতে রাজা উঠিয় নগরদ্বারে বসিলে তাহারা সমস্ত লোককে কহিল, দেখ, রাজা দ্বারে বসিয়া আছেন ; তাহাতে তাবৎ লোক রাজার সম্মুখে আইল। কিন্তু ইস্রায়েল লোক প্রত্যেকে আপন ২ বাসস্থানে পলায়ন করিয়াছিল ।
- পরে ইস্রায়েলের তাবৎ বংশের লোকেরা কলহ করিয়া এই কথা কহিল, যে রাজা শত্ৰুগণের হস্তুহইতে আমাদিগকে নিস্তার করিয়াছেন, ও পিলেষ্টীয়দের হস্তহইতে আমাদিগকে উদ্ধার করিয়াছেন, তিনি এই ক্ষণে অবশালোমের ভয়ে দেশহইতে পলায়ন করিলেন । ** আর আমরা যে অবশালোমকে আপনাদের উপরে অভিষিক্ত করিয়াছিলাম, সে যুদ্ধে মরিল ; অতএব তোমরা এখন রাজাকে ফিরাইয়া আনিতে কেন তুষ্ট্ৰীভূত হও ?
- অপর দায়ুদূ রাজা সাদোক ও অবিয়াথর যাজকের নিকটে দূত পাঠাইয়া কহিল, তোমরা যিহুদার প্রাচীনগণকে এই কথা কহ, সমস্ত ইস্রায়েল বংশের নিবেদন রাজার নিকটে গৃহে উপস্থিত হইয়াছে ; অতএব তোমরা রাজাকে আপন বাটীতে ফিরাইয়া আনয়ন করিতে কেন সকলের পশ্চাৎ হইতেছ ? ** তোমরা আমার ভুতি ও আমার অস্থি ও মাৎসস্বরূপ ; অতএব রাজাকে ফিরাইয়া অানিতে কেন সকলের পশ্চাৎ হইতেছ? ** তোমরা আমাসাকে কহ, তুমি কি আমার অস্থি ও মা সস্বরূপ নও ? যদি তুমি নিত্য আমার সাক্ষাতে যোয়াবের পদে প্রধান সেনাপতি না হও, তবে ঈশ্বর আমাকে অমুক এবং আরও অধিক দণ্ড দিউন । ** এই রূপে সে যিহুদার সমস্ত লোকের হৃদয়কে এক জনের হৃদয়ের ন্যায় নত করিলে তাহার লোক প্রেরণদ্বারা রাজাকে কহিল, আপনি ও অাপনকার ভূত্য সকল পুনরাগমন করুন। * পরে রাজা ফিরিয়া যদনের নিকটে আইলে ষিহুদীয় লোকের রাজার সহিত সাক্ষাৎ করিতে ও যদ্দন পার করিতে গিলগলে আইল ।
- * তখন বিন্যামীন বxশীয় বহুরীমনিবাসী গেরার পুত্র শিমিয়ি আর করিয়া দায়ুদ রাজার সহিত সাক্ষাৎ করণার্থে যিহুদার লোকদের সহিত আইল। " এবং বিন্যামীন বংশের এক সহস্র