২৩ অধ্যায় ] অগ্নি ও খড়গ লইল ; পরে উভয়ে একত্ৰ চলিয়া গেল। * অপর ইসহাক আপন পিতা ইব্রাহীমকে কহিল, হে আমার পিতঃ । তাহাতে সে উত্তর করিল, হে আমার পুত্র, অামি উপস্থিত আছি। তখন সে জিজ্ঞাসিল, এই দেখ, অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের মেষশাবক কোথায় ? ৮ তাহাতে ইব্রাহীম কহিল, হে আমার পুত্র, ঈশ্বর আপনি হোমার্থে মেষশাবক লক্ষ্য করি - বেন। পরে উভয়ে একত্ৰ চলিয়া গেল। * অপর ঈশ্বরের নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলে ইয়াহীম সেখানে এক যজ্ঞবেদি করিয়৷ তদুপরি কাষ্ঠ সাজাইয়া ইসহাক পুত্রকে বান্ধিয়া বেদির কাষ্ঠোপরি রাখিল। ** পরে ইব্রাহীম হস্ত বিস্তার করিয়া আপন পুত্রকে বধ করণাথে খড়গ গ্রহণ করিল। ** এমন সময়ে আকাশহইতে পরমেস্বরের দূত, হে ইব্রাহীম ২, বলিয়৷ ডাকিলে সে কহিল, আমি উপস্থিত আছি। ১২ তাহাতে তিনি কহিলেন, ঐ বালকের প্রতিকুলে হস্ত বিস্তার | মৃত করিও না ; উহার প্রতি কিছুই করিও না; তুমি ঈশ্বরভক্ত, আপনার অদ্বিতীয় পুত্রকেও আমাকে দিতে অসম্মত নহ, ইহা অামি এখন বুঝিলাম। * তখন ইব্রাহীম উদ্ধ দৃষ্টি করিয়া আপন পশ্চাদিগে ঝোপের লতাতে বন্ধগৃঙ্গ এক মেষ দেখিলঃ তাহাতে ইব্রাহীম গিয়া সেই মেষকে লইয়া আপন পুত্রের পরিবর্কে তাহাকে হোমাথে বলিদান করিল । *" এবং ইব্রাহীম সেই স্থানের নাম যিহোবা-ফিরি ( পরমেশ্বর দেখিবেন) রাখিল। এই জন্যে অদ্যাপি লোকেরা কহে, পশ্বমেশ্বরের পর্বতে লক্ষ্য করা যাইবে ।
- অপর পরমেশ্বরের দূত আকাশহইতে ইব্রাহীমকে দ্বিতীয় বার ডাকিয় কহিলেন, পরমেশ্বর কহিতেছেন, “ তুমি আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হইল না, তোমার এই কাৰ্য্য প্রযুক্ত আমি আপন নামে দিব্য করিয়া কহিতেছি, ** আমি অবশ্য তোমাকে অাশীৰ্ব্বাদ করিব, এবং আকাশস্থ নক্ষত্রগণের ও সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় তোমার অতিশয় বহকরিব ; তোমার বংশ শত্ৰুগণের নগর অধিকার করবে। ৮ এবং পৃথিবীস্থ তাবৎ জাতি তোমার ব^শেতে আশীৰ্ব্বাদ প্রাপ্ত হইবে ; কারণ তুমি আমার আজ্ঞা পালন করিয়াছ। -- পরে ইব্রাহীম সেই দাসদের নিকটে ফিরিয়া গেলে তাহারা সকলে উঠিয়া একত্র বেরশেবাতে গেল। এবং ইব্রাহীম বেরশেবাতে বসতি করিল।
- ঐ ঘটনার পরে ইব্রাহীমের নিকটে এই সমাচার আইল, দেখ, তোমার নাহোর নামক ভুতার ঔরসে মিলকার গৰ্ত্তে পুত্ৰগণ জন্মিয়াছেঃ --. D 2
আদিপুস্তক 1 X > ২• তাহার জ্যেষ্ঠ পুত্রের নাম উষ ও তাহার ভুতি বৃষ ও অরামের পিতা কিমুয়েল। ২২ এবং কেষদ ও হসো ও পিলদশ ও যিদলফ ও বিথুয়েল। ২৩ ঐ বিপ্লুয়েলের কন্যা রিবক। এই আট জন ইব্রাহীমের নাহোর নামক ভুতাহইতে মিলকার গৰ্বে জন্মিল। ২° এবং নাহোরের রুম নামে উপপতনীর গৰ্ত্তে টেবহ ও গহম ও তহশ এবং মাখা জন্মিল। ২৩ অধ্যায়। সারার মৃত্যু ও মকপেল কবরস্থামে তাহার কবর দেওম । • সারার আয়ুর পরিমাণ এক শত সাতাইশ বৎসর ছিল ; তাহার আয়ু এত বৎসর হইলে ২ সে কিনানদেশস্থ কিরিয়থর্বে অর্থাৎ হিন্ত্রেণে মরিল। তাহাতে ইব্রাহীম সারার নিমিন্তে শোক ও বিলাপ করিতে ভিতরে গেল। ৩ পুরে ইব্রাহীম স্ত্রীর নিকটহইতে উঠিয়া গিয়া হেতের সন্তানদিগকে কহিল, “ আমি তোমাদের মধ্যে বিদেশী ও প্রবাসী ; তোমাদের মধ্যে আমাকে কবরস্থানের অধিকার দেও, তাহাতে আমি আপন দৃষ্টিগোচর হইতে মৃত স্ত্রীকে কবর দিব। * তখন হেতের সন্তানেরা ইব্রাহীমকে উত্তর করিল, “ হে প্রভো, আমাদের কথা শুনুন ; আপনি আমাদের মধ্যে ঈশ্বরনিযুক্ত রাজাস্বরূপ ; আপনকার মৃত ভাৰ্য্যাকে আমাদের কবরস্থানের মধ্যে উত্তম কবরে রাখুন, আপনকার মৃত ভাযfাকে কবর দেওনাথে আমাদের কেহ নিজ কবর অস্বীকার করিবে না। * তখন ইব্রাহীম উঠিয়া তদেশীয় লোকদিগকে অর্থাৎ হেতের সন্তানগণকে নমস্কার - ও সম্ভাষ করিয়া কইিল, আমার দৃ মৃত স্ত্রীকে কবরে রাখিতে বদি তোমাদের সম্মতি হয়, তবে আমার কথা শুন । তোমরা আমার জন্যে সেহিরের পুত্ৰ ইফুেগের স্থানে কর; • মকপেলাতে র্তাহার ক্ষেত্রের অন্তে এক গুহা আছে; তোমাদের মধ্যে আমার কবরস্থানের অধিকারাথে তিনি আমাকে তাহাই দিউন ; তাহার যত মূল্য, তত লইয়া দিউন। “ ঐ ইফোন তখন হেতীয় সন্তানদের মধ্যে উপবিষ্ট ছিল ; অতএব হেতের যত সন্তান তাহার ঐ নগরদ্বারে প্রবেশ করিত, তাহাদের কর্ণগোচরে সেই হেতীয় ইফুেনি ইরাহীমকে উত্তর করিল, ** হে আমার প্রভো, আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত্র ও তন্মধ্যবর্বি,গুহা আপনকাকে দান করিলাম ; আমি নিজ লোকদের সাক্ষাতেই আপনকাকে তাহ। দিলাম, আপনি নিজ মৃত স্ত্রীকে কবরে দিউন। *ং তাহাতে ইব্রাহীম তদেশীয় লোকদের সা .19