পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:৩৪০ ) রাজাবলি l {৭ অধ্যায় । দায়ূদকে যাহা কহিয়াছি, আমার সেই বাক্য তোমার পক্ষে সফল করিব। * আর আমি ইসুয়েল বংশের মধ্যে বাস করিব, ও আপিন প্রজা ইসুয়েল লোকদিগকে ত্যাগ করিব না ।

  • পরে সুলেমান মন্দির নির্মাণ সাঙ্গ করিল। * তাহাতে গৃহের মেঝিয় অবধি ছাত পৰ্যন্ত ভিত্তির গাত্র এরস্কাষ্ঠীদ্বারা ও গৃহের মেঝিয় দেবদারকাষ্ঠীদ্বারা আচ্ছাদন করিল। ** কিন্তু বিংশতি হস্ত পরিমিত গৃহের পশ্চাদ্ধাগের মেঝিয়া ও ভিত্তি এর সকাষ্ঠীদ্বারা আচ্ছাদন করিল, এবং ভিতরে ঈশ্বরের বাক্যস্থান অর্থাৎ মহাপবিত্র স্থান হওনার্থে তাহ প্রস্তুত করিল। ** এবx তাহার আগে চল্লিশ হস্ত দীর্ঘ যে গৃহ অবশিষ্ট রহিল, তাহাই মন্দির হইল। ২৮ এবং গৃহমধ্যে এরস্কাষ্ঠে কলিকা ও বিকসিত পূপে খুদিল ; সকলি এরস্কাষ্ঠময় হইল, কিছুমাত্র প্রস্তর দৃষ্ট হইল না। -- আর ঈশ্বরের নিয়মসিন্দুক স্থাপনাথে অন্তস্থ মন্দিরের মধ্যে ঈশ্বরের বাক্যস্থান প্রস্তুত করিল। ** ঈশ্বরের বাক্যস্থান অণুভাগে বিংশতি হস্ত দীর্ঘ ও বিংশতি হস্ত প্রস্থ ও বিংশতি হস্ত উচ্চ করিয়া নির্মল স্বৰ্ণেতে মুড়িল, এবং এরস্কাঠের ধূপবেদিও সেই রূপ মুড়িল। ** এবং সুলেমান নির্মল স্বর্ণদ্বারা গভীগারের অন্তৰ্ভাগ মুড়িল, এবং ঈশ্বরের বাক্যস্থানের সম্মুখে স্বর্ণগৃঞ্জলদ্বারা এক আবরণ করিল, ও স্বর্ণদ্বারা তাহী মুড়িল । ** যে পৰ্যন্ত সাঙ্গ না হইল, তাবৎ সকল মন্দির স্বৰ্ণেতে মুড়িল, এবং ঈশ্বরের বাক্যস্থানের নিকটস্থ ধূপবেদিও সম্পূর্ণরূপে স্বৰ্ণেতে মুড়িল।
    • আর ঈশ্বরের বাক্যস্থানে দশ হস্ত উচ্চ জিতকাষ্ঠের দুই কিরুব নির্মাণ করিল। ২৬ এক কিরূবের এক পক্ষ পাচ হস্ত ও অন্য পক্ষও পাচ হস্ত করিল ; তাহাতে এক পক্ষের অগ্রভাগহইতে অন্য পক্ষের অগ্রভাগ পর্যন্ত দশ হস্ত হইল। ** এবং দ্বিতীয় কিরুব ও দশ হন্ত ; দুই কিরূবের সম পরিমাণ ও সম আকার করিল । * * প্রথম এবং দ্বিতীয় দুই কিরুব দশ হন্ত উচ্চ ছিল। ** পরে সে কিরুবদিগকে ভিতরের কুঠরীতে স্থাপন করিল, এবx fকরুবদের পক্ষ এমত বিস্তীণ করিল, যে একের পক্ষ এক ভিত্তি ও অন্যের পক্ষ অন্য ভিত্তি সপশ করিল, এবং তাহাদের পক্ষ মন্দিরমধ্যে পরসপর সপশ করিল। ২৮ পরে সে কিরূবদিগকে স্বর্ণদ্বারা মুড়িল । ** এবং কিরুবদের ও থজর. বৃক্ষের ও বিকসিত পুষেপর মুক্তিতে মন্দিরের তাবৎ ভিত্তির গাত্র ভিতরে বাহিরে চতদিগে খোদিত করিল ; ** এবং গৃহের মেঝিয় ভিতরে বাহিরে স্বর্ণদ্বারা মুড়িল ।

ఫి0

    • আর ঈশ্বরের ব্যক্যস্থানে প্রবেশের দ্বারে জিতকাষ্ঠের কপাট নির্মাণ করিল, এব^ (ভিত্তির ) পঞ্চমাংশ কপালি ও বাজু করিল। “ং এবং ঐ জিতকাষ্ঠময় দুই কপাটে কিরুবদের ও খঞ্জীরবৃক্ষের ও বিকসিত পুষেপর আকৃতি খোদিত করিয়া স্বর্ণদ্বারা তাহ মুড়িল, এবং কিরুবদিগকে ও খভঞ্জীরবৃক্ষকে স্বর্ণদ্বারা মুড়িল৷ ৩৬ এর ২ মন্দিরের দ্বারের নিমিত্তে (ভিত্তির ) চতুর্থাংশ জিতকাষ্ঠের চৌকাঠের বাজু করিল। ৩° এবং দেবদারুকাষ্ঠের দুই কপাট করিল, এবং এক কপাটের দূই বাইল যেমন কজাতে খেলিল, অন্য কপাটের দুই বাইলও তদ্রুপ কজাতে খেলিল । * এব^ তাহার উপরে কিরুব ও খড়দুরেবৃক্ষ ও বিকসিত পুপি খুদিয়া তাহা খোদিত কর্মে সRযুক্ত স্বর্ণদ্বারা মুড়িল ।
    • পরে সে তিন প২ক্তি খোদিত প্রস্তুর ও এক প^ক্তি এর সকাষ্ঠের কড়িদ্বারা ভিতর প্রাঙ্গণ নির্মাণ করিল। ** চতুর্থ বৎসরের সিব নামক মাসে পরমেশ্বরের মন্দিরের ভিত্তিমূল স্থাপিত হইল। ** এবং একাদশ বৎসরের ৰূল নামক অষ্টম মাসে নিরূপিত আকারানুসারে তাবৎ অংশেতেই মন্দিরের নির্মাণ সমাপ্ত হইল ; অতএব তাহার নির্মাণে সাত বৎসর লাগিল ।

৭ অধ্যায় । ১ সুলেমানের রাজগৃহ নির্মাণের কথা, ২ ও লিবানোনের অরণ্যগৃহের ও আপন ভাৰ্য্যার গৃহ নির্মাণের কথা, ১৩ ও হ্রমের কথা, ১৫ ও তাছার দুই স্তম্ভ নির্মাণের কথা, ২৩ ও পিত্তলের সমুদ্ররূপ পাত্র নির্মাণের কথা, ২৭ ও দৃশ পীঠের কথা, ৩৮ ও প্রক্ষালন পাত্রের কথ1, ৪ a ও অন্য পাত্রের কথা ।

  • পরে সুলেমানের অাপন বাটী নির্মাণ কৰুিতে ২ ত্রয়োদশ বৎসর গত হইল ; পরে আপনার সমুদয় বাটীর নির্মাণ সমাপ্ত হইল ।
  • আর সে লিবানোন অরণ্য নামে বাটী নির্মাণ করিল ; তাহার দীর্ঘতা এক শত হস্ত ও প্রস্থত৷ পঞ্চাশ হন্ত ও উচ্চতা ত্রিশ হস্ত করিল, এবং চারি শ্রেণী এর সকাষ্ঠের স্তম্ভ নির্মাণ করিয়া স্তম্ভের উপরে এরস্কাষ্ঠের কড়ি দিয়া তাহা নির্মাণ করিল। * ত্তম্ভের উপরে প্রত্যেক শ্রেণীতে পঞ্চদশ, সৰ্ব্বশুদ্ধ পয়তাল্লিশ কুঠরী স্থাপিত হইল, তাহার উপরে এর সকাষ্ঠের ছাত দিল । * এবং তিন শ্রেণীতে পরসপর সমমুখ , বাতায়ন রাখিল । * এবং বাতায়নের তাবৎ চৌকাঠ চতুষ্ণেকাণ হইল, এবং তিন শ্রেণীতে পরসপর সমমুখ বাতায়ন করিল। - এবং স্তন্ডের সম্মুখস্থ বারাও করিল, তাহার দীর্ঘতা পঞ্চাশ হস্ত